Selfie device: Infinix hot 11s
যে ছিল অতি আপনজন
দোষ দেবো বলো কার।
নিজের ভুলে পড়েছি ধরা
যত কিছু ভুল
সবই তো আমার।
কেন বুঝতে চাইনি আমি
এ নিষ্ঠুর দুনিয়ায়
আপন কেউ নয়!
স্বার্থের টানে আপন
কাছে আসবে যাবে এমন
স্বার্থ শেষে পর হয়ে যায়।
একটা ভিক্ষুক যখন আসে আঙিনায়
সেখানেই স্বার্থ আছে তার
পাওয়া মাত্র দূর হয়ে যায়।
দুনিয়াটাই এমন
তোমার মাধ্যমে যদি হয় স্বার্থ উন্মোচন
দেখবে কত আপনজন।
দেখেছি এমন মানুষকে
যে কখনো কথা বলেন না
তিনিও এসেছেন কাছে।
মোবাইল ফোনে রাখে খবর
মাসকে মাস কথা বলে
মিটমিটিয়ে হাসে।
মোজেছি তার মিষ্টি হাসিতে
মরতে গিয়েছি নতুন ফাঁসিতে
তবে বুঝতে পারেনি তার বিষয়।
শ্রদ্ধা করে উপকার করতে
নেমেছি যখন মাঝ দরিয়ায়
স্বার্থ শেষে তিনি আর নাই।
ছিলনা নৌকার পাল
তখন কি যে আমার হাল
বৈঠা ছিল ভাঙ্গা।
এমনি করে বোকার মত
দিয়েছি অনেকবার
অনেক জনার কাছে ধরা।
তাইতো আমি জীবিত থেকেও
দশ দিকে একটি কোণে
হয়ে আছি মরা।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
আসলে ভাই দুনিয়াটা স্বার্থের খেলা। স্বার্থ থাকলে সবাই কাছে আসে এবং আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন স্বার্থ নিয়ে, এটা আমার ভীষণ ভালো লাগলো। যখন ভালো সময় আসে সব তখন সবাই পাশে থাকে,দুঃসময় কেউ পাশে থাকে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই দুঃসময় মানুষ চেনা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দারুন একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যিই কিন্তু পৃথিবীর মানুষ বেশ স্বার্থপর। স্বার্খের কারনে মানুষ কি করে যে এত অভিনয় করে সেটাই বুঝি না। আপনার স্ব-রচিত কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ ভাই আপনার স্বরচিত "স্বার্থের খেলা" কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। আপনার স্বরচিত কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। বর্তমানে সবাই নিজেদের স্বার্থ পূরণের জন্যই এগিয়ে আসে কাউকে উপকারের জন্য নয়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই এটাই বাস্তব চিত্র।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন কবিতা লিখেছেন আপনি এই পৃথিবীতে নিজের ভালো-মন্দটা নিজেকে বুঝতে হয়। কেউ আপনার ভালো মন্দ বুঝবে না সবাই স্বার্থের পূজারী। যখন স্বার্থ থাকে তখন সবাই কাছে আসে। আর সেই মানুষটির খোঁজ খবর কেউ রাখতে চায় না। আপনার লেখা স্বার্থের খেলা কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব সময় আপনি খুব সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ আজকেও একদমই অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন৷ এই কবিতার সবগুলো লাইন যখন আমি একের পর এক পড়ছিলাম তখন অনেক ভালো লাগছিল৷ একটির পর একটি লাইন খুব সুন্দরভাবে মিল রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করব এভাবে পাশে থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit