প্রশান্তির খোঁজে ফসলের মাঠে একদিন

in hive-129948 •  3 months ago 


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রচন্ড গরমের দিনে কিছুটা স্বস্তি পেতে বিকেল মুহূর্তে ফসলের মাঠে ঘুরাঘুরি করেছিলাম। আর সেই ফসলের মাঠের ঘোরাঘুরের কিছু মুহূর্ত আজকে আবার আপনাদের মাঝে উপস্থাপন করতে এলাম। আশা করি সুন্দর এই চিত্রগুলো এবং তার সাথে বর্ণনা আপনাদের ভালো লাগবে।


IMG_20240504_184301_125.jpg


ফটোগ্রাফি সমূহ:



ফসলের মাঠে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। ঠিক তেমনি সুযোগ পেলে আমারও ফসলের মাঠে ঘুরতে যেতে অনেক অনেক ভালো লাগে। আর এবার সবাই আমরা তো অবগত রয়েছি প্রচণ্ড গরমের দিনকাল। সেই দীর্ঘদিন ধরে আজ পর্যন্ত যেন প্রচন্ড গরম আর বন্ধই হয় না। তবুও তখন প্রশান্তির আশায় পুকুরে মাছের খাবার দেওয়া শেষে ঘুরতে গিয়েছিলাম ধানের মাঠে। আর সেই ঘোরাঘুরি মুহূর্তেই ধারণ করেছিলাম এই সমস্ত ফটোগুলো। আসলে ফসলের মাঠের মধ্যে ঘোরাঘুরিতে অন্যরকম প্রশান্তি রয়েছে। তাইতো মন ছুটে যায় যে কোন মুহূর্তের সবুজ শ্যামল ফসলের মাঠের দিকে ছুটে চলতে। কৃষকেরা কত কষ্ট করে সুন্দর এ ফসল ফলায় মাঠে। হয়তো আমরা কিছুটা সময়ের জন্য ঘুরতে যে সুন্দর এই ফসলের মাঠ দেখে থাকি ক্যামেরাবন্দী করি কিন্তু এর পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম।


IMG_20240504_184217_762.jpg

IMG_20240504_184222_085.jpg

IMG_20240504_184228_330.jpg



আমরা হয়তো এই সমস্ত বিষয়গুলো মনোযোগ সহকারে ভেবে দেখি না বা নিজে কৃষকদের সাথে কাজ করে দেখি না। যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এই ধান হওয়া পর্যন্ত লক্ষ্য করে দেখি তাহলে বুঝতে পারি যে এর পেছনে কৃষকদের কত অবদান। প্রচন্ড রোদ গরমের মুহূর্তে তাদের কত কষ্ট রয়েছে এর পেছনে। হয়তো প্রচণ্ড গরমের মুহূর্তে আমারা কিছুটা স্বস্তির আশায় ফসলের মাঠে উপস্থিত হয়েছি বিকেলে ঝিরিঝিরি বাতাসের মুহূর্তে, আর প্রচন্ড এই গরমের মুহূর্তে কৃষকেরা যখন কাজ করে তারা কিন্তু ঝিরিঝিরি ঠান্ডা হওয়ার আশায় থেমে থাকে না। তারা তাদের কাজ অব্যাহত রাখে। আর এভাবেই তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বিভিন্ন প্রকার ফসল ফলাতে সক্ষম হয়।


IMG_20240504_184241_548.jpg

IMG_20240504_184329_705.jpg

IMG_20240504_184339_499.jpg



যখন ফসলের মাঠে গিয়ে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা হয়, তখন বেশ ভালো লাগে। আর প্রচন্ড গরমের অসহনীয় মুহূর্তগুলো যেন কখনো কমে যায় মন থেকে। একটা সময় ছিল কৃষক ভাইদের এই সমস্ত কাজগুলো বেশ পাশে থেকে উপলব্ধি করেছি এবং ইনজয় করেছি। তাদের সাথে সাথে নিজেরাও কিছুটা কাজ করেছি নিজেদের জমিতে। কিন্তু সময়ের সাথে সাথে এখন আর সেগুলো হয়ে ওঠে না। তবে মনে হয় যেন আগের দিনগুলো টাই বেশ ভালোলাগার ছিল। সর্ব শ্রেণীর কৃষকদের সাথে কম বেশি যোগাযোগ থাকত মনের কথা ব্যক্ত করা হতো একে অপরের সাথে। সেই দিনগুলো এখন আর নেই। কিছুটা মুহূর্তের জন্য ফসলের মাঠে উপস্থিত হলে অতীতের এমন সুন্দর মধুর স্মৃতিগুলো মনে আসে। এমন একটা দিন ছিল যখন আমাদের ধানের জমি ছিল তখন ধান পাকার আগেই ধানের জমি দেখতে যেতাম। ধান কাটার পূর্বে স্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার মুহূর্তগুলো বেশ মনে পড়ে। কবে শেষ বারের মত সেচ দিতে হবে এই নিয়ে চলত কত কথা। আমি নিজেই আমাদের স্যালো মেশিনটা স্টার্ট করতাম, আমাদের ধানের জমিগুলোতে পানি দিতাম। এখন সেই সমস্ত জায়গা গুলো পুকুরে রূপান্তর হয়েছে।


IMG_20240504_184356_925.jpg

IMG_20240504_184410_593.jpg

IMG_20240504_184032652_BURST0003.jpg



পাশাপাশি একই জায়গায় ফসলের মাঠ আর পুকুর। আগের দিনের মতো একটা না আর ফসলের সেই জমিগুলো নেই। শুধু স্মৃতি হয়ে রয়েছে একই স্থানের সেই ফসল লাগানো, পরিচর্যা করা, সেচ দেওয়া, ফসল কেটে বাড়িতে নিয়ে যাওয়ার স্মৃতি। তবে ক্ষণিকের জন্য ফসলের মাঠে নামলে সেই সমস্ত কথাগুলো বারবার মনে চলে আসে। যেন মনের মধ্যে ভেসে আসে সোনালী দিন, আর জীবনের সোনালী অধ্যায়।


IMG_20240504_184124_694.jpg

IMG_20240504_184202_970.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়প্রশান্তি খোঁজে ফসলের মাঠে
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাঠে এমন সোনার ফসল দেখলে সত্যিই মনটা ভিষন ভালো হয়ে যায়।আপনার ফসলের মাঠে কাটানো মুহূর্ত পড়ে ভালো লাগলো। শুভকামনা রইল।

একদম ঠিক বলেছেন আপু

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার এই ফসলের মাঠের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। খুব সুন্দর ভাবে অতীতের দিনগুলো স্মরণ করেছেন। অনেক অনেক ভালো লেগেছে আপনার এই পোস্টটা দেখে। আসলে কৃষকেরা খুবই পরিশ্রম করে ফসল ফলানোর জন্য।

সাবলীল ভাষার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আসলেই কৃষক ভাইয়েরাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন কারণ তারা আমাদের অন্নের ব্যবস্থা করেন। আপনার স্মৃতিচারণা দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে

আপনার, ফসলের মাঠের ঘোরাঘুরির পোস্টটি পড়ে সত্যিই মনটা আনন্দে ভরে উঠলো। ফসলের মাঠের সবুজ শ্যামল দৃশ্য এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের বর্ণনা অত্যন্ত হৃদয়গ্রাহী। ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে, যেন প্রকৃতির সঙ্গে কথা বলছে। গরমের দিনগুলোতে এমন প্রশান্তির খোঁজে ঘুরাঘুরির অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। কৃষকদের প্রতি আপনার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সত্যিই প্রশংসনীয়। এমন সুন্দর ও অনুভূতিপূর্ণ পোস্টের জন্য আবারও ধন্যবাদ। আশা করি, আগামী দিনগুলোতেও এমন সুন্দর লেখা এবং ছবি আমাদের সঙ্গে শেয়ার করবেন।

[@redwanhossain]

এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

ফসলের মাঠে ঘুরতে গেলে অন্যরকম ভালো লাগে। তবে আগে মাঝেমধ্যে ফসলের মাঠে ঘুরতে যেতাম। তবে এটি ঠিক বলেছেন একজন কৃষক শুরু থেকে শেষ পর্যন্ত ফসলের জন্য অনেক পরিশ্রম করে। আর কৃষকেরা এত পরিশ্রমের কারণে আমরা সুন্দর ধান এবং অন্যান্য জিনিস পাচ্ছি। তবে এখন অতিরিক্ত গরমের কারণে বাইরে ঘুরতে গেলেও কষ্ট হয়। যাই হোক প্রশান্তির খোঁজে ফসলের মাঠে ঘুরতে গিয়ে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করছেন।

হ্যাঁ আপু এটা আমাদের বোঝার বিষয়।

আমি এখনো প্রায় সময় ফসলের মাঠে ঘুরে বেড়াই। আমাদের জমিনে ধান করা হয়। আমি প্রায় সময় হাঁটতে হাঁটতে ধান পরিদর্শন করি। তবে একজন কৃষকের অক্লান্ত পরিশ্রমের বিষয়গুলো অনেকটা উপলব্ধি করা যায়। তীব্র গরমে কৃষকেরা ধান কাটলো রাতের বেলা লাইট জ্বালিয়ে। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

উপস্থিত হতে পারলে ভালো লাগে, কিন্তু সব সময় সম্ভব হয় না ভাই।

ধানের ক্ষেতের অপরূপ সৌন্দর্য দেখে বেশ ভালো লাগলো।ধানের ক্ষেতে গিয়ে দারুন কিছু মুহূর্ত উপভোগ করেছেন ভাইয়া।সাথে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ফসলের মাঠে উপস্থিত হলে খুবই ভালো লাগে