ক্রিয়েটিভ রাইটিং || ভালবাসতে শিখিয়েছে আমার বাংলা ব্লগ

in hive-129948 •  29 days ago 


আসসালামু আলাইকুম


হাই
বন্ধুরা!

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি আপনাদের মাঝে "আমার বাংলা ব্লগ" এর অবদান তুলে ধরব।


IMG_20241211_174444.jpg




আমার বাংলা ব্লগ
আমাদের প্রিয় কমিউনিটি


প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় বড় @rme দাদাকে। যিনি আমাদের মাঝে নতুন করে ভালবাসতে শিখিয়েছেন, উদার মন-মানসিকতা নিয়ে। আমি উদারতাকে পছন্দ করি,একদম ছোট থেকে। যে উদার মন মানসিকতা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাঁচতে শেখায়। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভালোবাসা স্থাপন করতে শেখায়। ঠিক তেমনই ভালোলাগা ভালোবাসার সুন্দর একটি কমিউনিটি সৃষ্টি করেছেন আমাদের সকলের প্রিয় দাদা। আর সেই "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমি ধন্য। দীর্ঘদিন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রয়েছে আমরা। এরই মাঝে বেশ অনেকের সাথে পরিচয় লাভ করেছি, এরপর সুসম্পর্ক স্থাপন হয়েছে। আর সেই সুসম্পর্ক স্থাপন হওয়ার তাগিদেই একে অন্যের মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠিত হয়েছে। আর তার একমাত্র অবদান আমাদের দাদার। উনি না থাকলে আজকে বুঝতাম না ভালোবাসার গুরুত্ব কতটুকু। সুন্দর মন মানসিকতা নিয়ে বেঁচে থাকার অনুভূতি জাগিয়ে তুলেছেন তিনি। সেই ভালোবাসাকে কেন্দ্র করে আজকে আমাদের পথচলা। আমাদের একে অন্যের ভালবাসা এতটাই গভীরতা পেয়েছে বাংলা ব্লগের জন্য, যেন আমরা বাংলা ব্লগের কাছে আমরা সকলে ঋণী।

আজ আমাদের মধ্যে এতটাই সুন্দর মিল মহব্বত সৃষ্টি হয়েছে, যার টানে সুদূর ফেনী থেকে মেহেরপুরে ছুটে এসেছেন আমাদের সকলের প্রিয় @narocky71 রকিভ ভাইয়া এবং সোনিয়া আপু। আজ থেকে এক বছর আগে আমি আর আমার চাচাতো ছোট ভাই ইমন @emonv,আমাদের গ্রামের বঙ্গ এগ্রো পার্ক ভ্রমণ করছিলাম। ঠিক সেই মুহূর্তে একটু হাসি আনন্দের মধ্যে রকি ভাইয়াকে বলেছিলাম আমাদের বাসায় ভ্রমণ করতে আসতে। উনিও বলেছিলেন আমার খুব ইচ্ছে রয়েছে আপনাদের সবার সাথে দেখা করার। তখন উনি বলেছিলেন সুযোগ পেলে দুই মাস তিন মাসের মধ্যে বেড়িয়ে যাব কিন্তু সবার তো সময় সুযোগ এর প্রয়োজন রয়েছে। যাইহোক আজকের সে আশা পূর্ণ হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভাইয়া এবং আপু আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন। আলহামদুলিল্লাহ ভাইয়াকে পেয়ে আমরা অনেক অনেক খুশি। আমাদের ইচ্ছে ভাইয়ের সাথে অনেকটা সময় অতিবাহিত করব বিভিন্ন জায়গায় ভ্রমন করে এবং একসাথে কাটিয়ে।

আপনারা অনেকেই জানেন আমাদের গাংনী মেহেরপুর এর জুগীরগোফা গ্রাম থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশ অনেক ইউজার রয়েছেন। বর্তমান আমাদের গ্রাম থেকে অ্যাক্টিভ ইউজার ১৩ জন রয়েছে। অনেকে এক্টিভ নেই তারপরেও বাংলা ব্লগের ইউজার অনেকে। তাই সেই থেকে ভাই আর ভালোলাগা রয়েছে অনেক ইউজারের সাথে দেখা করতে পারবেন এবং ঘুরতে পারবেন। তাই সেই ভালোবাসার টানে আমার বাংলা ব্লগের হাত ধরে আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন। আমি মনে করি তাদের এই উপস্থিতি যেন আমাদের মনকে আরো সক্রিয় করে তুলবে আমার বাংলা ব্লগের প্রতি। যেন আমরা আরো কর্ম দক্ষতা গড়ে তুলতে পারবো নিজেদের মধ্যে। আরো বেশি বেশি ভালোবাসা সৃষ্টি হবে আমাদের সকলের মধ্যে এবং কমিউনিটির প্রতি। উনারা সুস্থ অবস্থায় এতটা পথ অতিক্রম করে আসতে পেরেছেন দেখে আমি অনেক অনেক খুশি। আমরা রকি ভাইয়া এবং সোনিয়া আপুর সাথে অনেক ঘুরাঘুরি করব এবং ফটো ধারণ করবো এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং তাই আশা করেছি। যেন এই থেকে আমাদের সবার মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয় আরো গভীরতা নিয়ে। এখন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুন্দরভাবে তাদের সাথে চলতে পারি। যেন আমাদের কোন কথা বা আচরণে তাদের মনে একটু আঘাত না লাগে। কারণ আমরা যে কয়জন ইউজার রয়েছি ইনশাআল্লাহ এতটা নিশ্চিত দিতে পারি যে আমাদের তরফ থেকে তাদের মনে সামান্য পরিমাণ আঘাত আসবে না।

আর এরই মধ্য দিয়ে একটা দিন খুব সুন্দর ভাবে আমরা অতিবাহিত করেছি। জানিনা কার কতটা ফিলিংস হচ্ছে, তবে আমার মনে হচ্ছে যেন ঈদের দিন যতটা আনন্দিত থাকি তার চেয়ে আনন্দিত রকি ভাইয়া এবং সোনিয়া আপুকে পেয়ে। ২০২১ সালে , ফাউন্ডার এডমিন মডারেটর এবং তাদের সহযোগিতায় যেন আমরা স্টিমিট জগত সম্পর্কে ধারণা পেতে শুরু করেছিলাম। সেই দীর্ঘদিনের আশা রয়েছে কবে তাদের সাথে দেখা হবে। আরো বেশি ভালো লাগলো আজকে তাদের সাথে পার্কে ঘোরাঘুরি করতে পেরেছি। ইনশাল্লাহ আগামী দিনের প্লান রয়েছে আমাদের পুকুরপাড় ও সবজি বাগান ঘুরবো মাছ ধরবো এছাড়াও বাইরে ঘুরতে যাব। আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন আমার বাংলা ব্লগের প্রত্যেকটা ইউজারের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকে এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা একে অন্যের সাথে সুন্দর সম্পর্ক এবং কাজের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি। আমাদের দেখাদেখি আরও ১০ জন মানুষ যেন উদার মন মানসিকতা নিয়ে সমাজটাকে সুন্দর রূপে করে তুলতে পারে। আবারো মন থেকে প্রাণ থেকে শুভকামনা জানাই আমাদের প্রিয় কমিউনিটির ফাউন্ডার এবং ইউজারদের জন্য। আশা করব এভাবেই আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে সারা জীবন। দেশের কোন প্রকার অরাজকতা আমাদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি করবে না, সেই প্রত্যাশা ব্যক্ত করি। মহান সৃষ্টিকর্তা আমাদের সেই সহায়তা প্রদান করেন যেন।


IMG_20241211_174424.jpg



পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgB7TZjdex8Jfeum4QdvWrYyVKf1TVdkBn3Afz5h9WN46gBh4J5bjeVSUjgbCkhDF2MvcDktfM1Q.jpeg


পোস্ট বিবরণ


বিষয়ক্রিয়েটিভ রাইটিং
ফটোগ্রাফি ডিভাইসHuawei
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ
Pussআমাদের গর্ব


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

12-12-24

Screenshot_20241212-232131.jpg

Screenshot_20241212-231808.jpg

Screenshot_20241212-231507.jpg

রকি ভাইয়া এবং সোনিয়া আপুর এমন উপস্থিতি আমাকে অনেক উৎসাহ প্রদান করেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা জেনেছে তারা স্টিমিটের টাকা দিয়ে ভ্রমণ করে বেড়ান। আর সম্পূর্ণটা আমার বাংলা ব্লগের উপর ডিপেন্ড করেন তারা। যেন অন্যরকম এক উৎসাহ পেলাম।

আমিও উৎসাহ পেয়েছি ওনাদের মাধ্যমে

সকালেই আপনি ডিসকোড এই কথাটা বলছিলেন যে রকি ভাই গেছে আপনাদের ওখানে। দেখে তো খুবই ভালো লাগছে এভাবে ভার্চুয়াল ফ্রেন্ডরা রিয়েল লাইফের বন্ধু হয়ে যায় এবং আস্তে আস্তে অনেক বেশি আপন হয়ে যায়। আশা করছি এবং প্রার্থনা করছি আপনাদের আগামী কিছুদিন খুব আনন্দে কাটুক রকি ভাই এবং সোনিয়া আপুকে নিয়ে।

হ্যাঁ আপু তারপরে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম

রকি ভাইয়া এবং সোনিয়া আপু আপনাদের ওখানে বেড়াতে গিয়েছে এটা জেনে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া। আসলে দাদার জন্যই আমরা নতুন পরিবার পেয়েছি আর সবার সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়েছে।

হ্যাঁ দাদা নতুন দিগন্ত এনে দিয়েছেন

আপনাদের এলাকার অনেকেই এখানে কাজ করে দেখছি। রকি ভাইয়ের সাথে আপনারা সবাই দেখা করেছেন এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন আপনারা সবাই। ভালো লাগলো আপনার পোস্ট দেখে। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার অনেকে একসাথে কাজ করি তো

রকি ভাই এবং সোনিয়া আপুর উপস্থিতি আসলে আমাদেরকে অনেক আনন্দিত করেছে। তাদের সাথে করে আমরা খুবই সুন্দর কিছু সময় অতিবাহিত করার সুযোগ পাচ্ছি। আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যদের সাথে এভাবে সময় অতিবাহিত করার মজাটাই যেন অন্যরকমের।

হ্যাঁ মনটা অনেক সহজ করে দিয়েছে তারা

এরই নামই হলো আমার বাংলা ব্লগ পরিবার আর বাংলা ব্লগ পরিবারের একজন আরেকজনের সাথে দেখা হলে কি পরিমানে আনন্দ যে হয় সেটা আসলে আপনারা বুঝতে পেরেছেন।আমরা এখনো এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি তবে এ ধরনের পরিবেশ সামনে পাব ইন-সা-আল্লাহ।

হ্যাঁ আপু ঠিক বলেছেন অবশ্যই আমাদের দেখা হবে আবার