সবজি বাগান থেকে শিম গাছের ভিডিও

in hive-129948 •  11 days ago 


আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের সবজি বাগানের শিম গাছের ভিডিও। আশা করব ভিডিওটা ওপেন করবেন এবং সুন্দর একটি ভিডিও উপভোগ করবেন। তাহলে চলুন ভিডিওটা প্লে করি।

IMG_20241230_165847_785.jpg

Photo Editing by Infinix mobile app

photography device:
Infinix Hot 11s


ফটো ও ভিডিওগ্রাফি:


ফটো ভিডিও ধারণ করতে কার না ভালো লাগে। সেই জায়গায় যদি হয়ে থাকে নিজের উৎপাদিত শাকসবজি। তাহলে তো আরো বেশি ভালোলাগার বিষয়। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবজি বাগানের চিত্র। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম সুন্দর এই ভিডিওটা। এই জীবনে প্রথম এত বড় একটি শিমের বাম দিতে পড়ে অনেক খুশি। সচরাচর দেখা যায় মাঠে ফসলের জমিগুলোতে কৃষকেরা সুন্দর করে শিমের বান তৈরি করে। আমি এবার ভেবেচিন্তে দেখেছিলাম আমার সবজি বাগানটা পুকুরপাড়া। পুকুরের তিন পাশে ব্যাপক জায়গা জুড়ে বাগান তৈরি করে রাখা হয়েছে। তিন দিকে তারের জাল দিয়ে ঘেরা করে। আমার অপারেশনের পর ঢাকা থেকে বাড়ি এসে ভেবেছিলাম এবার শাকসবজি উৎপাদনে অনেকটা পিছিয়ে গেলাম। কারণ ও বর্ষা কালীন শাক-সবজি উৎপাদন করা হয়ে উঠেছিল না। যখন বাসায় পৌঁছে ছিলাম তখন অন্যান্য মানুষের শাকসবজি ধরা ও খাওয়া শুরু হয়ে গেছিল। তখন বাড়িতে এসে গাছ লাগিয়ে কবে ফল হবে। তাই সে সুযোগে অগ্রিম শিম গাছ তৈরি করার পরিকল্পনা করেছিলাম। তাই বর্ষাকালীন সবজি হিসেবে ঝিঙ্গা চিচিঙ্গা চাল কুমড়া করলা এর পাশাপাশি শিম বীজ রোপণ করেছিলাম। আর সেই থেকেই শিমের গাছ জন্মিয়ে আস্তে আস্তে গাছ বড় হতে থাকে। এদিকে আমিও রেডি হতে থাকি।

IMG_20241230_165837_014.jpg

Photography device: Infinix hot 11s
location



আমাদের বাঁশ বাগান থেকে অনেক পরিমান বাঁশ সংরক্ষণ করি এবং পুকুর পাড়ে নিয়ে যায়। শিম গাছগুলো যখন বড় হতে থাকে তখন আমিও তাদের ব্যবস্থা করে দেই সুন্দরভাবে বৃদ্ধি পাওয়ার জন্য। একদিকে গাছ যেমন বড় হতে থাকে আর একদিকে আমি পুকুরের পাড়ের উপর আবার পানিতে বাঁশ পুঁতে পুঁতে বান তৈরি করতে থাকে। আর এভাবেই ব্যাপক এরিয়া জুড়ে শিম গাছ হয়ে যায়। আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন কত বড় অংশ জুড়ে এমন শিমের গাছ। আমার মনে হয় না আমাদের মেহেরপুর দৃষ্টিকে কোন পুকুর পাড়ে মাছ চাষি এত বড় ব্যাপক জায়গা জুড়ে শিমের বান তৈরি করেছে। তবে সাফল্যতা যখন অধিক পরিমান শিম সংরক্ষণ করে বিক্রয় করে টাকা হাতে নিতে পারব। তবে প্রাথমিক পর্যায়ে সফল হয়েছি সেটা হচ্ছে শিমের গাছ পরিপূর্ণরূপে তৈরি করতে পারা।

Video device: Infinix hot 11s
location



পুকুর পাড়ের পড়ে থাকা পরিত্যাক্ত জমি তাই গাছের অনেক বৃদ্ধি। যেহেতু এখানে বোন জঙ্গল বেঁধে থাকতো। সেখানে আমি উদ্যোক্তা হয়ে এমন সবজি গাছ করতে সক্ষম হয়েছি। এখানে শত শত পুকুর রয়েছে। প্রত্যেক মাছ চাষিরা যদি সিদ্ধান্ত নিয়ে এভাবে শাকসবজি উৎপাদন করে তাহলে প্রচুর শাকসবজি হয়। এতে করে দেখা যায় আমাদের দেশে শাক সবজির যে ঊর্ধ্ব গতি সৃষ্টি হয় সেটা কিন্তু কমিয়ে আনা যায়। আমি কখনো চাই না যে শাক সবজির দাম ব্যাপক বৃদ্ধি পাক আর দেশের মানুষ না খেয়ে থাকুক। হয়তো আমি ব্যাপক সবজি গাছ করেছি, নিজের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রয় করে কিছু টাকা হাতে আসবে। তবুও আমি সবসময় দোয়া করি শাক সবজির দাম সকল শ্রেণীর মানুষের হাতের মধ্যে থাক। যেন হাতের নাগালের বাইরে না যায়। আমার সবজি বেশি হোক দাম কম পায় এতে আমার আফসোস নেই। আমার আফসোস তখনই যখন দেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত তরকারি খেতে পারে না। আমি মূলত চাই কঠিন মুহূর্ত গুলো যেন মানুষের সামনে না আসে। দশ কুড়ি টাকার সিমের দাম যেন কখনো দেড়শ টাকা না হয়। এটা যেন ১০ থেকে ৪০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। যাইহোক অনেক সুন্দর ভাবে প্রচুর পরিমাণ সিমের গাছ তৈরি করতে পারায় বেশ ভালো লেগেছে। পরবর্তীতে আরো সুন্দর ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে সব গাছে যখন ফুলে ফুলে পরিপূর্ণ হবে। আবার ফুল থেকে ফলে পরিণত হবে। এ সময় এমন সবজি বাগান দেখতে অনেক ভালো লাগে। এ ভালোলাগাটুকু আপনাদের মাঝে শেয়ার করে নেব।

IMG_20241230_170557_8.jpg

IMG_20241230_171246_8.jpg

Photography device: Infinix hot 11s
location



গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিওসবজি বাগান
বিষয়শিম গাছ
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
YouTube channelসোর্স
লোকেশনগাংনী-মেহেরপুর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png



Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrdEx32sFcYs2yjo...Zcy27Sm1uTHx2pNTvnG6fwvq5GAHeYyhJZKmmvXSFW4CKgpJjikSESepQRRaStZXwGQSRZQ5pD8fCtzUJZvkUPWiPmwEfZfxvFGNmdf6RdLiGUY76q3k9UbFj.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে সিম গাছের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি করলেন। আপনার সিম গাছ দেখে আমাদের সিম গাছের কথা মনে পড়ে গেল। এ বছর দুঃখের কথা কি বলব আর। আমরা অসীম গাছ লাগিয়েছিলাম কিন্তু ছোটবেলায় মোরগি খেয়ে ফেলেছে। তাই আমাদের এ বছর আর সিম গাছ নিজের হয়নি। বাহির থেকে কিনে খেতে হবে। যাই হোক আপনার সিম টা দেখে মনে হচ্ছে বেশ ভালো ফসল হবে।

বাড়িতে মুরগি ছাগলে খেয়ে যায়।

বেশ বড়সড় শিম বাগান। ফুলও হয়েছে অনেক। আশা করি ভালোই ফলন হবে৷ বাড়ির চাষের সবজির দারুণ স্বাদ হয়। তাছাড়া এই ধরনের সবজিগুলো চাষ করলে পরিত্যক্ত জমিগুলোর সঠিক ব্যবহার হয়।

হ্যাঁ দোয়া করবেন আপু

আপনার হাতে তৈরি করা এতো বড় একটি সবজি বাগান দেখে বেশ ভালো লাগলো। আপনি দেখছি সবজি চাষাবাদ করতে বেশ পারদর্শী। এবছর আপনার শিমের বাগানের মধ্যে বেশ ভালোই ফলন হয়েছে। আশা করছি এই শিম বাগান থেকে প্রচুর পরিমাণে শিম নামবে আর অল্প কিছু দিনের মধ্যে। বেশ ভালো লাগলো আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ টি দেখে।

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

আপনার পুকুরপাড়ের শিম গাছের পাতাগুলো মনে হচ্ছে পোকায় খেয়ে গেছে। সবুজ পাতার মধ্যে গোলাপি রঙের এই ফুল গুলো দেখতে অসম্ভব ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

ভালো লেগেছে জেনে খুশি হলাম।

11-01-24

Screenshot_20250111-145658.jpg

Screenshot_20250111-133605.jpg

Screenshot_20250111-133251.jpg

গ্রামের প্রকৃতি দেখতে সবসময় আমি অনেক পছন্দ করি। আর সেটা যদি হয় পুকুর বা সবজি বাগান তাহলে আমি মুগ্ধ হয়ে যাই। আজ আপনার সবজি বাগানের ভিডিওগ্রাফিটি দারুন করে পরিবেশন করেছেন। সিম দেখে মনে হলে ভালোই সিম হয়েছে। তার সাথে সিমফুলগুলো ভিডিওগ্রাফিতে সুন্দর করে ফুটে উঠেছে।

আপনার গাছগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো। ভালোই ফুল এসেছে আপনার সিম গাছের মধ্যে। এবার কিন্তু মজাদার সিম শীতকালে প্রচুর খাওয়া হচ্ছে। আপনাদের কাজ গুলো দেখেও মনে হচ্ছে ভীষণ ভালো ফলন হবে। সিম হলে কিন্তু আমাদের জন্য পাঠাতে হবে। যাইহোক ভালো লাগলো ভিডিওগ্রাফি দেখে।

অবশ্যই পাঠানো যাবে ভাই।

গ্রামীণ পরিবেশে সময় কাটাতে যেমন ভালো লাগে তেমনি সবকিছু দেখতে ভালো লাগে। শিম গাছের ভিডিও দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। গাছটি দেখে মনে হচ্ছে অনেক ফলন হবে।

ঠিক বলেছেন আপনি

অনেক ভালো লাগলো ভাইয়া আমাদের শিম বাগানের সুন্দর একটি ভিডিও উপস্থাপন করেছেন দেখে। আপনি চমৎকার ভাবে পুকুরপাড়ের বাগান থেকে শিমের ভিডিওগ্রাফি করেছেন। আমারও ভালো লাগে সবজি বাগানে সবজি তোলার মুহূর্তে ফটো ভিডিও ধারণ করতে।

মন্তব্য করার জন্য ধন্যবাদ

আপনাদের শিমের বাগানটা অনেক বড়। এত গাছে যদি সঠিকভাবে শিম ধরে তাহলে তো বেশ অনেক টাকা হবে। তবে এখন বাজারে শিমের দাম অনেক কম। আমি দেড়শ টা টাকা কেজি শিম কিনে খেয়েছি। এখন ত্রিশ টাকা তে পাওয়া যায়। তবে আপনার কথাগুলো ভালো লাগলো।

আপনার মহামূল্যবান মন্তব্য দেখে খুশি হলাম

এরকম সবজির বাগান গুলো দেখতে ভালই লাগে। আপনার সবজি বাগানে দেখছি খুব সুন্দর শিম গাছ হয়েছে। গাছগুলোতে খুব চমৎকার ফুল ফুটেছে। আসলে যখন পুরো গাছে শিম হবে তখন আপনার কষ্ট সার্থক হবে এবং আপনি সফল হবেন। ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফি দেখে। ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ আপু ব্যাপক পরিমাণ।