Photography device: Infinix hot 11s
লোকেশন
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাতক্ষীরা ভ্রমণের বিশেষ কিছু মুহূর্তের ফটোগ্রাফি নিয়ে। আশা করি এই থেকে বেশ অনেক কিছু জানতে পারবেন ও ধারণা পাবেন।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা সাতক্ষীরা। এটা আমাদের মেহেরপুর থেকে অনেক দূরে। তবে পরীক্ষা দেওয়ার জন্য আমরা অনেকেই উপস্থিত হয়েছিলাম এই শহরে। চারুকলা বিভাগে পরীক্ষা দিতেই সাতক্ষীরা শহরে যাওয়া। আমাদের পরীক্ষা হয়েছিল "সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সাতক্ষীরা"তে। এটা সাতক্ষীরা সদর হসপিটাল থেকে কিছুটা উত্তরে। এখান থেকে সাতক্ষীরার শ্যামনগর অথবা কলারোয়া বা যশোর এর দিকে যাওয়ার সড়ক পথ। কলেজটাও হাই রোডের পাশাপাশি। যে কয়দিন উপস্থিত ছিলাম এই শহরে আমরা সকাল বিকাল ঘুরতে বের হয়েছি সাতক্ষীরা জিরো পয়েন্টের অলিতে গলিতে। তবে বিশেষ এক প্রয়োজনে আমরা তিন বন্ধু সাতক্ষীরা শহরের দিকে বের হয়েছিলাম অতঃপর এই কলেজে। আমরা তিন বন্ধু যখন সাতক্ষীরা শহরের বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরিও খাওয়া দাওয়া করছিলাম ঠিক এই মুহূর্তে আমাদের কাছে ফোন আসলো বিশেষ প্রয়োজনে এই কলেজে উপস্থিত হতে হবে সেখানে পুরস্কার বিতরণ শুরু হবে। এই বিষয়টা আমার জানা ছিল না। আমাদের ব্যাচের যারা ভালো ছবি অঙ্কন করতে পেরেছিল তাদের জন্য পুরস্কারে ব্যবস্থা ছিল আর ওই দিন বিকেলে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা ছিলাম অষ্টম ব্যাচের স্টুডেন্ট। অষ্টম ব্যাচের সকল ছাত্রছাত্রীরা ঐদিন উপস্থিত ছিল।
Photography device: Infinix hot 11s
লোকেশন
আমরা ফোন পাওয়ার পর সেখানে উপস্থিত হয়ে গেলাম। দেখলাম অনুষ্ঠান কেবলমাত্র শুরু হচ্ছে তাই কলেজের চারিপাশে ঘোরাঘুরি করলাম আর ফটোগ্রাফি করতে থাকলাম তিন বন্ধু মিলে। সেদিনের স্মৃতি বেশ মধুর ছিল আমাদের তিনজনার জন্য। মেহেরপুরের গভমেন্ট কলেজ, মহিলা গভমেন্ট কলেজ, সিনেমা হল এলাকার বিভিন্ন জায়গায় তিন বন্ধু মিলে ঘুরাঘুরি করেছি দীর্ঘ ১০ বছরে। কিন্তু সাতক্ষীরার নতুন একটি জায়গায় এসে ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগছিল তখন আমাদের। আর স্মৃতি ধরে রাখতে আমরা যে যার মত শুধু ফটোগ্রাফি সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েছিলাম।
Photography device: Infinix hot 11s
লোকেশন
এরপর আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এখানে সাতক্ষীরার চারুকলা বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও আমাদের চারুকলা বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন আমাদের ব্যাচের প্রায় অধিকাংশ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। তবে মজার বিষয় আমাদের এই ব্যাচে যারা ছাত্রছাত্রী ছিল সারা দেশের বিভিন্ন প্রান্তের সদস্য তারা। অনেকের সাথে পরিচিত লাভ করেছিলাম কারোর বাসা বরিশালে, আবার কেউ সিলেট থেকে এসেছে,আবার কেউ এসেছে ঢাকা থেকে। এদিকে ফরিদপুরের একটি আপার সাথে তো সেই সুন্দর মিল হয়ে গেছিল আমার দুই বন্ধুর। হয়তো পরবর্তী কোন ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ফরিদপুরই আপাকে। অনুষ্ঠানের মাঝে আমি ভিডিও ধারণ করেছিলাম ফটোগ্রাফি করেছিলাম। অনেকে জানতে চেয়েছিল ভিডিও ধারণ করে কি করবেন বলেছিলাম আমার একটা চ্যানেল খুলেছি এতে আমাদের শিক্ষকরা বেশ খুশি হয়েছিল বলেছিল আপনি সুন্দর করে ভিডিও ধারণ করুন তাহলে এভাবে স্টুডেন্টদের মধ্য দিয়ে ছড়িয়ে পড়বে আমাদের কার্যক্রম। তাই বেশ কয়েকটা ভিডিও ধারণ করার সুযোগ পেয়ে গেছিলাম সহজে এবং অনুষ্ঠানের মঞ্চের পাশ থেকে।
Photography device: Infinix hot 11s
লোকেশন
এদিকে অনুষ্ঠান শেষ না হতেই আমার দুই বন্ধু বাইরে নেমে চলে আসে। তাদের ভালো লাগছিল না। তাই আমরা নিচে এসে বসে অনেক গল্প করছিলাম বিভিন্ন বিষয়ে। অতঃপর বিভিন্ন এলাকা থেকে আগত বন্ধু-বান্ধবীদের সাথে সেলফি ফটো ধারণ করছিলাম আর অনুষ্ঠান সম্পর্কে বেশ অনেক আলোচনা। এদের সাথে আমাদের পরিচয় মেসেঞ্জার গ্রুপে। ঐদিন যেন মনে হয়েছিল আমরা আর দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছি একে অপরের সাথে। ছেলে মেয়ে একে অপরের সাথে কথা বলার জন্য যেন ব্যাকুল ছিল কারণ গ্রুপে এতটাই কথা হয়ে গেছিল। তাই কেউ কোন প্রকার অহংকার বা লজ্জা মনে আনেনি প্রান খুলে সব কথা বলার চেষ্টা করছিল। আর এভাবেই সন্ধ্যাকালীন মুহূর্ত অতিবাহিত করলাম এই কলেজ প্রাঙ্গণে। এদিকে অনুষ্ঠান শেষ হয়ে গেল, অতঃপর যে যার মত বুকিং করা হোটেলে চলে গেল। আর এটাই ছিল আমার সাতক্ষীরা শহরে তিন বন্ধুর আনন্দঘন একটা মুহূর্তের স্মৃতি।
Photography device: Infinix hot 11s
লোকেশন
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
পুরনো দিনের কথাগুলো স্মরণ করে অনেক ভালো লাগছে। আপনি যখন সাতক্ষীরা গিয়েছিলেন তখন আপনার সঙ্গে প্রায়ই কথা হতো তবে আজকে আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে ভাগাভাগি করে দারুন একটা কাজ করেছেন আমরাও এর অংশীদার হতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মতামত প্রকারের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই জীবনের চলার পথে এমন কিছু স্মৃতি মুহূর্ত আমাদের জীবনে রয়ে যায় সারা জীবনের জন্য ৷ যেগুলো হয়তো মাঝেমধ্যেই মনে পড়ে এবং কি সেই আগের পুরনো স্মৃতিগুলো বা মুহূর্তগুলো অজান্তেই চোখে ভাসে৷ আপনি পরীক্ষার সুবাদে সাতক্ষীরা অনেক কিছু দেখেছেন বন্ধুদের সঙ্গে দারুন সময় অতিবাহিত করেছেন ৷
সবমিলে অনেক ভালো লাগলো ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই একদম ঠিক বলেছেন আপনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফির কথা ও বর্ণনা পড়ে মনে হচ্ছে, আপনি যে কেবল একজন দক্ষ ফটোগ্রাফারই নন, বরং একজন সৃজনশীল শিল্পীও বটে। আপনার পোস্ট আমাদের সাতক্ষীরার সৌন্দর্য ও সাংস্কৃতিক ধারাকে আরও নিকটে নিয়ে এসেছে। ধন্যবাদ এমন সুন্দর লেখা ও ছবির জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন মন্তব্য করেছেন আপনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ভ্রমণ যাত্রা পড়ে আমার ভীষণ ভালো লাগলো। আপনারা বেশ দারুন ভ্রমণ করেছেন। ভ্রমণ করতে আমারও ভীষণ ভালো লাগে। বেশ দারুণভাবে তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো ভাইজান আপনার মন্তব্য পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর একটি ঘুরাঘুরির মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। অনেক গুলা বন্ধু মিলে টেকনিক্যাল স্কুল ও কলেজে ঘুরতে গেছেন। অনেক ভালো সময় পার করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। সাথে স্কুলের বেশ কিছু জায়গার ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ওখানে একটা সুন্দর প্রোগ্রাম ছিল আমাদের ব্যাচের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি প্রোগ্রাম ছিলো ভাই?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছবি অংকনে যারা বিজয়ী হয়েছিল তাদের পুরস্কার বিতরণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওহ আচ্ছা বুঝতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাতক্ষীরার এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন এবং খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ খুব সুন্দরভাবে সবগুলো ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে আমরা অনেক কিছুই আপনাদের এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এই পোষ্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit