স্কুল থেকে ক্যালেন্ডার বিতরণ ২০২৩ সাল

in hive-129948 •  last year 

আজ - বৃহস্পতিবার

১৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
৩০ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

IMG_20221010_140757_561.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। যেখানে আমি আপনাদের মাঝে তুলে ধরব ২০২৩ সালের নতুন বছর উপলক্ষে আমাদের ক্যাডেটমুখী বিদ্যালয়ের ক্যালেন্ডার বিতরণের পর্ব। তাই চলুন দেরি না করে এখনই বিস্তারিত পর্যায়ে চলে যাওয়া যায়।


ফটোগ্রাফি সমূহ:



স্কুলে ছাত্র কালেকশন এবং বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য ২০২২ সাল থেকে আমাদের বিদ্যালয়ের উপদেষ্ট্রীরা সুন্দর একটি বিষয় মাথায় এনেছিল, যে বিষয়টি হচ্ছে বিদ্যালয় থেকে ক্যালেন্ডার বিতরণ। বিদ্যালয়ের আশপাশে ১৪ টা গ্রাম জুড়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট এবং ছাত্র-ছাত্রী আছে এমন পরিবারের ক্যালেন্ডার বিতরণ করতে হবে। এমন একটি ধারণা নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছিল এবং বিস্তারিত অনেক কিছু উপস্থাপন করেছিল এই সুন্দর মিটিং এ। শুধু সাতক্ষীরা শহর থেকে এ ক্যালেন্ডার গুলো তৈরি করে এনেছিল। আপনারা জানেন আমাদের বিদ্যালয় গাংনী মেহেরপুরে এর মড়কা বাজারে অবস্থিত। আমাদের বিদ্যালয় প্রত্যেক মাসে অভিভাবক সমাবেশ;সাংস্কৃতিক অনুষ্ঠান; পাশাপাশি উপদেষ্টা মন্ডলী কর্তৃক একটি সমন্বয় মিটিং হয়ে থাকে। যে সমন্বয় মিটিং এর সকল শিক্ষক মন্ডলী উপস্থিত থাকেন এবং উপদেষ্টা মণ্ডলির মধ্য থেকে কেউ না কেউ উপস্থিত থাকেন। আর এই উপদেষ্টা মন্ডল কর্তৃক আয়োজিত সমান্বয় মিটিং গুলো প্রত্যেক মাসের প্রথম সপ্তাহ হয়ে থাকে। গত অক্টোবর মাসে উপদেষ্টা পরিষদের সমন্বয় মিটিং হয়েছিল এবং সেখানে আমাদেরকে খুব সুন্দর ভাবে পরামর্শ করা হয়েছিল কিভাবে ক্যালেন্ডার বিতরণ করতে হবে প্রত্যেকটা গ্রামে যেয়ে।

IMG_20221007_104525_576.jpg

IMG_20221007_082815_125.jpg

IMG_20221007_103314_784.jpg

IMG_20221007_082844_880.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



উপদেষ্টা মন্ডলীদের কথামতো আমরা ক্যালেন্ডার গুলোকে প্রত্যেকটা শিক্ষকের জন্য আলাদা আলাদা ভাগ করে নিয়েছিলাম। যেহেতু ২০০০ এরও বেশি ক্যালেন্ডার ছাপানো হয়েছিল তাই বিদ্যালয়ে দশ জন শিক্ষকের মাঝে ২০০ টি করে ক্যালেন্ডার ভাগ হল। তবে সবাই একদিনে ২০০ টাকা ক্যালেন্ডার করে নিতে রাজি হয়েছিল না কারণ ২০০ টাকা ক্যালেন্ডার তো একদিনে বিতরণ করা সম্ভব নয়, তাই মাঝে মাঝে যেন নিয়ে যেতে পারে সেই হিসেবে ভাংনী করা হচ্ছিল এমন একটি মুহূর্তের ফটোগ্রাফি গুলো ছিল এই। তবে এক্ষেত্রে কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল প্রত্যেকটা শিক্ষক এতটি করে ক্যালেন্ডার নিতে রাজি হয়েছিল না কারণ একটা প্রতিষ্ঠানের শিক্ষাদান করতে এসে কেন আমরা এই ক্যালেন্ডার বিতরণ করবে এমনও অনেক কথা উঠেছিল এবং অনেকে পিছু টান দেখাচ্ছিল এজন্য যে প্রত্যেকটা গ্রামে ক্যালেন্ডার বিতরণ করতে যেতে হলে অবশ্যই একটা খরচ রয়েছে। এই বিষয়ে উপদেষ্টা পরিষদ কোন প্রকার দৃষ্টিপাত করছিলেন না। নিজ খরচে প্রত্যেক শিক্ষক মন্ডলীর এটা করতে হবে এমন একটা কথা বলেছিল।

IMG_20221007_122408_374.jpg

IMG_20221007_122410_143.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



এরপর সকল শিক্ষকের আলোচনা সাপেক্ষে ক্যালেন্ডার গুলোকে একসাথে ভাংনী করা নেয়া হয়েছিল। সর্বশেষে লক্ষ্য করা গেল সকল শিক্ষক মন্ডলী হাসিখুশি মনে ক্যালেন্ডার গুলোকে ভাগ করে নিল এবং যে যার মত চেষ্টা করল নিজ নিজ দায়িত্বে দাবি পূরণ করতে যাবার সিদ্ধান্ত। হয়তো একটি প্রাইভেট প্রতিষ্ঠানে অনেক প্রকার নিয়ম শৃঙ্খলা থেকে থাকে। তবে এমন কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যেগুলোকে মানুষের প্রতি খারাপ আচরণ বা পেশার দেওয়া হয়,যার জন্য সে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা নষ্ট হয়ে যায়। ঠিক এমন একটা বিষয় সৃষ্টি হয়েছে এ পর্যায়ে। আমাদের প্রাণপ্রিয় জান্নাতুল ম্যাম বিভিন্ন চাপ সইতে না পেরে স্কুল থেকে বিদায় নিয়েছেন। তবে বিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষক ছিলেন তিনি, যার সহায়তায় দিনকে দিন বিদ্যালয় একটি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল।

IMG_20221010_133034_120.jpg

IMG_20221010_133037_395.jpg

IMG_20221010_140757_561.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



এ পর্যায়ে বিভিন্ন জনার বাড়িতে এভাবে ক্যালেন্ডার বিতরণ করতে যাওয়া হয়েছিল এবং অনেক বাড়িতে সুন্দর আচরণ করে বিস্তারিত জানার চেষ্টা করেছিল বিদ্যালয় সম্পর্কে আবার অনেক পরিবার তেমন একটা গুরুত্ব সহকারে গ্রহণ করেছিল না। বিভিন্ন পরিবারের মানুষের সম্পর্কে হয়তো সুন্দর কিছু ধ্যান-ধারণা লাভ করতে পেরেছি এই ক্যালেন্ডার বিতরণের মধ্য দিয়ে। তবে এ পর্যায়ে এটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল প্রচন্ড রোদ গরমে অন্যের বাড়িতে যে এ সমস্ত কাজ করে বেড়ানো। অবশ্য আমি খুব কম এই কাজ করেছি। বিভিন্ন কৌশলে এদিকে সেদিকে দিয়ে দিয়েছিলাম। তবে জানি খুব একটা কষ্টসাধ্য বিষয় ছিল শিক্ষকদের জন্য। যাই হোক এই ক্যালেন্ডার বিতরণের মধ্য দিয়ে অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রাম থেকে এসেছে কিন্তু উপদেষ্টা মন্ডলী তাদের সুখ ও শরিফ উদ্দিন আমাদের মাঝে প্রয়োগ করে বেশি একটা বেতন বৃদ্ধি করেনি যার জন্য সকল শিক্ষকদের মধ্যে হতাশ সৃষ্টি হয়েছে আর আন্তরিকতা হ্রাস পেয়েছে আর এটাই স্বাভাবিক। কারণ একটি প্রাইভেট প্রতিষ্ঠানকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে অবশ্যই শিক্ষক মন্ডলীদের হাসিখুশি রাখা প্রয়োজন কিন্তু সেটা তারা জেনেও ব্যর্থ হয়েছে। আর ব্যর্থই বা হবে না কেন এখানে উপদেষ্টা পরিষদের কৃপণতা বিরাজমান।

IMG_20221010_190751_313.jpg

IMG_20221010_192450_932.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্কুলের প্রচার-প্রচারনার জন্য ক্যালেন্ডার বিতরণ খুবই দারুণ একটি উদ্যোগ। এভাবে আপনাদের স্কুলের যেমন প্রচার হবে তেমনি স্টুডেন্ট সংখ্যাও বৃদ্ধি পাবে। অনেকে হয়তো স্কুল সম্পর্কে জানেন না। তারা ভালোভাবে জানতে পারবেন। স্কুল থেকে ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে দেখে ভালো লাগলো ভাইয়া। এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করেছেন আপনি

স্কুলের প্রচারের জন্য আপনারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। তবে স্কুলের ক্যালেন্ডার বিতরণ দেখে খুব ভালো লাগলো। তবে আমার মত একজন লোক ২০০ টি ক্যালেন্ডার বিতরণ করা অনেক কষ্টকর। যেভাবে অভিভাবক সমাবেশ করছেন আসলে খুব প্রশংসারযোগ্য। তবে আপনাদের প্রতিষ্ঠানে অনেক ধরনের প্রচার দেখে খুব ভালো লাগলো। আশা করে আপনাদের প্রতিষ্ঠান আরও সামনের দিকে যাবে। খুব চমৎকারভাবে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

স্কুলের প্রসারের জন্য আপনারা খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন। স্কুলের জন্য ক্যালেন্ডার তৈরি করে অভিভাবক এবং মান্যগণ্য লোক গুলোর মাঝে ক্যালেন্ডার বিতরণ করছেন দেখে খুব ভালো লাগলো। তবে ২০০০ ক্যালেন্ডার তৈরি করেছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান। এবং আপনাদের ১০ জন শিক্ষকের মধ্যে এই ক্যালেন্ডার গুলো ভাগ করে দিয়েছে। তবে একজন শিক্ষক ২০০ ক্যালেন্ডার বিতরণ করা অনেক কষ্টকর। যেভাবে আপনাদের স্কুল উদ্যোগ গুলো নিয়েছে সত্যি প্রশংসারযোগ্য। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

খুব ভালো লেগেছে আপনার মন্তব্য পড়ে।