পুকুরে বড় পাঙ্গাস মাছ দেওয়ার ভিডিও ও ফটোগ্রাফি

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম




হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি ভিডিওগ্রাফি নিয়ে যেখানে আপনারা দেখতে পারবেন পুকুরে মাছ ছাড়ার সুন্দর এই দৃশ্য। তাই চলুন আর দেরি না করে ঝটপট দেখে ফেলি ভিডিওটা।


ফটো ও ভিডিওগ্রাফি:



আপনারা জানেন আমাদের এখানে অনেক পুকুর রয়েছে এবং মাছ চাষ হয়ে থাকে। বিশেষ করে পাঙ্গাশ আর তেলাপিয়া মাছ বেশি চাষ হয় এখানে। মজুদকৃত পুকুরগুলোতে পাঙ্গাসের পোনা রাখা হয় ভাদ্র আশ্বিন মাসে কিন্তু এবার আমরা ছোট পাঙ্গাসের বাচ্চা নিয়ে আসেনি কারণ কয়েকবার লক্ষ্য করা যাচ্ছে ভাগ ফাল্গুন মাসে মাসের ভাইরাস লেগে মাছ নষ্ট হয়ে যায় এবং লাখ লাখ টাকা এখানেই লসে পড়ে যেতে হয়। তবে এবার পাঙ্গাস চাষে আমরা একটু পিছিয়ে গেছিলাম। যেহেতু গতবার পাঙ্গাসের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ায় পরবর্তীতে আবার চৈত্র মাসে যশোর থেকে পাঙ্গাসের পোনা আনা হয়েছিল। সে মাছগুলো আর এবার সিজেনে বড় করে বিক্রয় করা হয়ে ওঠেনি। আমাদের মাঠেও যেমন পুকুর রয়েছে, বাড়িতেও দুইটা রয়েছে। তবে সামনের শীতের সময় চলে আসছে বাড়ির পুকুর গুলোতে বিভিন্ন গাছের ছায়ার কারণে মাছ বৃদ্ধি তো দূরেই থাক অনেকাংশে মারা যাওয়ার ভয় রয়েছে আবার ভাইরাস লাগার সমস্যা। অবশ্য বড় মাসে ভাইরাস লাগলেও মাছ মারা যায় কম তবে অতিরিক্ত ঠান্ডার কারণে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকাই বাড়ির পুকুর থেকে বড় সাইজের পাঙ্গাস অর্থাৎ হাফ কেজি থেকে এক কেজি সাইজের মাছগুলো তুলে এনে মাঠের পুকুরে দেওয়া হচ্ছিল। ঠিক তারই সুন্দর একটি ভিডিও ধারণ করেছি যা আপনাদের দেখানোর জন্য। ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমাদের ছোট চাচা খুব সাবধানতার সাথে মাছের হাড়িটা পুকুরের দিকে টেনে নিচ্ছে। মাথা থেকে নামানোর সময় আমি নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এরপরে ভিডিও ধারণ করি। অনেক জেলেরা রয়েছে সাথে না থাকলে মাথা থেকে পুকুরের মধ্যে হাড়ি ফেলে দেয় এতে অনেক মাছের ক্ষতি হয়। কিন্তু আমার চাচা এই বিষয়ে বেশ সুন্দর সচেতন ও সজাগ আমার আসতে একটু দেরি হচ্ছিল কিন্তু তিনি মাথায় হাড়ি রেখে হাটছিলেন এবং আমাকে ডাকছিলেন। যাইহোক তার সাথে চলে আসা।


Video device: Infinix hot 11s
[location]



চাচা খুব মনোযোগ সহকারে ধীরে ধীরে পুকুরের দিকে নেমে গেলেন এবং হাড়ির মুখের জাল টা খুলে দিলেন। যেহেতু পাঙ্গাস মাছের তিনটা বড় বড় কাঁটা থাকে তাই খুব সাবধান থাকতে হয় এ বিষয়ে। হাড়িটা পুকুরের মধ্যে নামিয়ে নিয়ে তারপরে উনি উনার সুবিধামতো জাল খুলেছেন। পুকুরে যথেষ্ট পানি, পুকুরে নামামাত্রই প্রায় বুক ডুবে যায়। এইজন্য আরো বেশি সজাগ হতে হয় যেন মাছের কাঁটা গায়ে লেগে না যায়। তাই আপনারা ভিডিও লক্ষ্য করছেন উনি ওনার সাধ্যমত চেষ্টা করল সুন্দরভাবে মাছগুলো পুকুরে ছেড়ে দেওয়ার জন্য। আর এরই মধ্যে বলছিলাম চাচা দর্শকদের সুন্দরভাবে একটু মাছ দেখানোর চেষ্টা করুন তাই নিজে হাতে ধরে মাছ দেখানোর চেষ্টা করল। হয়তো মাছের পিছনে কাজ করতে গেলে একটু হয়রানের শিকার হতে হয় কিন্তু তারপরেও যেন ভালোলাগা আর যারা এ বিষয় নিয়োজিত তাদের ভালোলাগাটা আরো বেশি। ওই মুহূর্তে প্রশ্ন করছিলাম চাচা আপনি যে এতক্ষন ধরে মাছের কাজ করছেন ক্লান্ত লাগছে না? উনি বলেছিলেন হয়রানি হচ্ছে ঠিকই কিন্তু মাছের সাথে যেন অন্যরকম সম্পর্ক হয়ে গেছে মাছের কাজ করি তো মনে হয় যেন খেলা করছি মাছের সাথে। অবশ্য আমাদের ছোট চাচা খুবই ভালো মানুষ আর সেনসিটিভ। মাছ পুকুরে ছেড়ে দেওয়ার পর খুব সাবধানতার সাথে উনি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসার চেষ্টা করলেন এই মুহূর্তে অনেক মাছ পায়ের নিচে পড়ে যায় আবার লাফিয়ে চলতে যাওয়ার সময় কাটা গেঁথে যায়। তাই উনি মাছ ছেড়ে দেওয়ার পর হাড়িটা ভালো করে ধুয়ে নিয়ে আবার ধীরে ধীরে উপরের দিকে চলে আসলেন। আর এটাই ছিল আমার মাছের ভিডিও ফটোগ্রাফি করার সুন্দর একটি মুহূর্ত আশা করি আপনাদের অনেক ভালো লাগলো কিছুটা তথ্য জানার পর।

IMG_20231108_103208_3.jpg

IMG_20231108_103209_4.jpg

IMG_20231108_103216_4.jpg

IMG_20231108_103300_5.jpg

IMG_20231108_103301_8.jpg

IMG_20231108_103314_4.jpg

IMG_20231108_103316_0.jpg

IMG_20231108_103318_0.jpg
Photography device: Infinix hot 11s


ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  last year (edited)

পুকুরে যে কোন মাছ দেওয়ার মুহূর্তটা আসলে দারুন। পুকুরে বড় পাঙাশ মাছ দেওয়ার ভিডিও ও ফটোগ্রাফি দেখে বেশ ভালো লেগেছে। এই মাছ গুলো দেখে বোঝা যাচ্ছে শীতের পরে দুই একটা মাস খাওয়ালেই এই মাছগুলো বিক্রি উপযোগী হয়ে যাবে। এত সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

অবশ্যই ঠিক কথা বলেছেন সুন্দর একটি মুহূর্ত ছিল কিন্তু

মাছ চাষ করার পোস্টগুলো প্রতিনিয়ত আপনার মাধ্যমে দেখতে পাই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আপনি যেভাবে মাছ চাষ করতে শুরু করেছেন তাতে তো মনে হচ্ছে আপনি খুবই ভালো একটা অবস্থানে চলে যেতে পারবেন। আপনার দেখা দেখে আমিও কিছুটা পাঙ্গাস মাছ চাষ করা শিখছি।

আশা করি সবকিছু তোমাদের দোয়া