শরতের দিনগুলি মনে পড়ে আজও

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। শরতের সেই অপরূপ দৃশ্য গুলো ফিরে পাওয়ার ব্যাকুলতা অনুভূতি নিয়ে আজকের এ পোস্ট। আশা করি ফেলে আসা সেই দিনগুলির ভালোলাগা অনুভূতি আপনারা খুঁজে পাবেন আজকের এই পোষ্টের মধ্যে তাই চলনা দেরি না করে বিস্তারিত আলোচনা এখনো যাওয়া যাক।


ফটোগ্রাফি সমূহ:



প্রচন্ড এই গরমে আজও মনে পড়ে যায় শরতের সেই রোদেলা দিনের কথা, যে দিনগুলিতে গরম হালকা থাকলেও আকাশে ছিল সাদা সাদা মেঘের ভেলা। আর অপরূপ এই আকাশের দৃশ্য দেখে যেন মন জুড়িয়ে যেত। তাই মাঝেমধ্যে মোবাইলটা হাতে নিয়ে বের হয়ে পড়তাম সুন্দর কোন স্থান থেকে আকাশের এই মেঘের ভেলার ফটোগ্রাফি করার জন্য কিন্তু আজ আকাশের দিকে তাকালে আর খুঁজে পাওয়া যায় না সে মেঘের ভেলা কিন্তু আজ রয়েছে আকাশের থেকে নেমে আসা প্রচন্ড রোদ আর গরম। এই রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে যেন বাইরের দিকে চলতেই মন চায় না। আকাশ থেকে নেমে আসা এই রোদ আর গরম যেন মানুষকে অতিষ্ট করে তুলেছে। হঠাৎ মোবাইলে ফটোগ্রাফি গুলো দেখতে যেয়ে শরতের দিনের এই ফটোগ্রাফি গুলো দেখে যেন মনের মধ্যে একরাশ আফসোস অনুভূতি জেগে উঠলো। হায়রে দিনকাল শরতের দিনগুলি না জানি কতই মধুর ছিল। হালকা বাতাস আর আকাশে ভেসে যাওয়া মেঘের দৃশ্য মন ছুঁয়ে যেত। তাই পুকুর পাড়ে বসে অথবা পথ চলতে উপভোগ করতাম শরতের দিন।

IMG_20221007_125829_263.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন



শরতের দিনের এমন অপরূপ দৃশ্য দেখলে যেন মন চায় মেঘের ভেলায় ভেসে বেড়ায়। ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন সাজায়। প্রিয়জনকে নিয়ে ইচ্ছে জাগে শরতের দিনগুলো উপভোগ করি দূর কোন অজানায়। যেখানে রয়েছে কাশফুল। প্রিয়জনের হাতে হাত ধরে চলি একসাথে যেখানে সাদা সাদা কাশফুল চাওয়া রয়েছে আর আকাশের মেঘগুলো যেন বারবার তার রূপ পরিবর্তন করে। এমন সুন্দর একটা মুহূর্তে ভালোবাসার মানুষের সাথে রোমান্টিক কথা বলতে বলতে চলে না জানি কত আনন্দ। আমি সবচেয়ে বেশি পছন্দ করি শরতের দিনের কাশফুল আর সাদা সাদা এই মেঘ তাই উপহার দিতে তাই ভালোবাসার মানুষের সুন্দর একটা মুহূর্ত। যদি আপন জন অর্থাৎ প্রিয়জনকে সাথে নিয়ে একা একা মনের কথা বলতে বলতে নদীর পাড় ঘেসে চলতে পারি হয়তো জীবন হয়ে উঠবে ধন্য। প্রচন্ড এই গরমের দিনে আকাশে নেই মেঘের ভেলা তাই বড়ই তৃষ্ণার্তবোধ হচ্ছে শরতের এই সুন্দর দৃশ্য দেখে।

IMG_20221007_125856_056.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন



তবে শরতের এই দিনগুলোকে আবারো মন থেকে আহ্বান করি তুমি আবার ফিরে এসো ফিরে এসো নিজ ঠিকানায়। যেখানে আমি ও আমার প্রিয়া তোমার পানে পথ চেয়ে রয়েছি। ভালবাসার মানুষকে নিয়ে তোমার সৌন্দর্য মুগ্ধ হয়ে হারিয়ে যাবো দুজনা দূর নীলিমায়। আজকের এই প্রচন্ড রোদ আর গরমে যেন নিজেরা অতিষ্ঠ হয়ে পড়েছি অতিষ্ঠ হয়ে পড়েছে জনবহুল। ভালোবাসার মানুষ পাশে থাকলেও যেন রোমান্টিক অনুভূতি আর মনের মধ্যে আসতে চায় না এই প্রচন্ড রোদেলা দিনে। তাই তোমার এই অপরূপ দৃশ্যকে সামনে রেখে বারবার আহ্বান করছি তুমি ফিরে এসো। তুমি ফিরে এসো আবার। নেই আমি আর একাকী মৌনতা নিয়ে, আমার পাশে রয়েছে আমার প্রিয়জন। আর প্রিয়জনের হাত ধরে তোমার সুন্দরযে মুগ্ধ হয়ে পথ চলব দুজনে।

IMG_20220720_100810_580.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


শরতের দিনগুলোতে যখন পুকুর পাড়ে অবস্থান করতাম আকাশের সুন্দর সুন্দর ছোট ছোট মেঘের ভেলা লক্ষ্য করতাম, আরো লক্ষ করতাম পুকুরের আশপাশে অনেক গরু ছাগল চরাই করে বেড়াচ্ছে মনের শান্তিতে। কিন্তু আজকের এ প্রচন্ড গরমের দিনে লক্ষ্য করেছি পুকুরে যাওয়ার পথে বাগানে অনেকগুলা গরুর বাছুর একসাথে হয়ে হাপাচ্ছে। শরতের দিনগুলোকে আনন্দে তারা মাঠে লাফিয়ে ঝাপিয়ে বেরিয়েছে চোখের সামনে। কিন্তু আজ সম্ভব হচ্ছে না প্রচন্ড এই অসহনীয় গরমের মাঝে।

IMG_20220908_054346_451.jpg


IMG_20230608_143206_730.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন



স্কুলে যখন ছাত্র-ছাত্রীদের ক্লাস নিতাম ক্লাস শেষে বের হয়ে আসতেই অর্থাৎ অফিসের দিকে যেতেই আকাশে সুন্দর অপরূপ দৃশ্য দেখেই পকেট থেকে মোবাইলটা বের করেই ফটোগ্রাফি করে ফেলতাম। কিন্তু আজ আর দেখি না সে দৃশ্য মন চায় না মোবাইলটা বের করে ফটোগ্রাফি করি আকাশের দিকে।

IMG_20220708_110302_585.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


শরতের আকাশে শুধু যে সাদা মেঘের ভেলায় ভাসে তাই কিন্তু নয় মাঝেমধ্যে লক্ষ্য করতাম কালো মেঘ ভেসে আসতো বিকেল টাইমে। পুকুরে মাছের খাবার দেয়ার মুহূর্তে এত সুন্দর অপরূপ দৃশ্য যেন মন ছুয়ে যেত। একদিকে পুকুরে মাছের খাবার খাওয়ার দৃশ্য, অন্যদিকে আকাশের অপরূপ দৃশ্য সব মিলে যেন মনটা অনেক শান্তিতে থাকতো।

IMG_20220708_190538_871.jpg


IMG_20220708_192519_035.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


শরতের দিনগুলোতে স্কুল থেকে বাড়ির দিকে আসার সময় এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে যেন মনের মধ্যে কবিতা এসে যেত। তাই পথ চলতে কবিতাও লিখতাম। একদিন তো মুস্তাফিজুর কে বলেছিলাম মুস্তাফিজুর আমি পথ চলতে স্কুল থেকে বাড়ি পৌঁছানোর আগেই একটি কবিতা লিখে ফেলেছি। আর এই অনুপ্রেরণা শুধুমাত্র শরতের সুন্দর দৃশ্য। কিন্তু আজকের এই আকাশের দৃশ্য মনের মধ্যে সে অনুপ্রেরণা জাগাতে পারে না প্রচন্ড গরমে যেন মন চায় দ্রুত কোন ছায়া স্থলে নিজেকে হেফাজতে রাখি। তাই প্রিয়জনকে পাশে রেখে রোমান্টিক মৌনতা ফিরে পেতে আমি আজও মিস করি শরতের দিনগুলি।

IMG_20221007_125804_032.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ সুন্দর অনুভূতি ছিল আপনার পড়ে অনেক ভালো লেগেছে। আসলে এই গরমের দিন এবং শরতের দিন গুলোর মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করা যায়। শরতের দিনের আকাশ ও বেশ সুন্দর হয়। সুন্দর আকাশের ফটোগ্রাফি এবং সাথে সুন্দর বর্ণনা সব মিলিয়ে অসাধারণ ছিল আপনার আজকের অনুভূতি।

অনেক খুশি হলাম আপু আপনার মন্তব্য দেখে

শরৎকাল নিয়ে আপনার অনুভূতির গল্প পড়ে অনেক ভালো লাগলো। শরৎকাল আকাশ একদম পরিষ্কার থাকে। সাদা মেঘের ফাঁক দিয়ে যখন নীল আকাশ দেখা যায় তখন খুব ভালো লাগে। বিশেষ করে এই সময়ে কাশফুলে ভরা থাকে চারদিকে তারজন্য বেশি ভালো লাগে। যাই হোক আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

এমন দৃশ্য গুলো কিন্তু খুবই মনোমুগ্ধকর

আপনি ঠিক বলেছেন শরতের দিনগুলি দেখতে অনেক ভালো লাগে। রোদ কম ছিল এবং কিছু জায়গা হালকা আকাশের মেঘ থাকতো দেখতে বেশ ভালই লাগতো। ওই সময় যেখানে সেখানে বসে কথা বলা যেত। আর গরম কালে তো কোথাও বসে কথা বলা দূরের কথা গাছের নিচে বসলেও ঠান্ডা লাগে না। শরতের দিন তাহলে স্কুল থেকে আসতে মোস্তাফিজ ভাইকে বলতেন তাহলে আপনার কবিতা লেখা হয়ে গেছে। শরৎকাল এবং গরমকালের মধ্যে অনেক পার্থক্য। আপনার শরতের দিনগুলোর অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো।

এমন দিনগুলিতে কিন্তু আমি ঘরে থাকি না মন চায় সব সময় দূরে কোথাও ঘুরে আসি

শরতের দিনগুলোর মজাই আলাদা। বিশেষ করে হালকা রোদ এবং আকাশে হালকা হালকা সাদা মেঘ দেখা যায়। ঠিক বলেছেন পুকুরপাড়ে এবং কোথাও বসে শরৎকালে গল্প করতে খুব ভালো লাগে। তবে এখন গরমকালের যে অবস্থা এই কারণে শরৎকাল অনেক ভালো লাগে আমার কাছেও। আমি নিজেও শরৎকালে সাদা মেঘ এবং নীল মেঘ দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনার শরত কালের পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগলো ধন্যবাদ।

একদম ঠিক কথা বলেছেন ভাইজান।