ব্যাডমিন্টন খেলার পূর্ব প্রস্তুতি, ইলেকট্রনিক্স পণ্য ক্রয়

in hive-129948 •  17 days ago 


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। চলে এসেছে শীতের সময়, এখনই ব্যাডমিন্টন খেলার উপযুক্ত সময়। আর এই জন্য বন্ধুরা সবাই মিলে ঘর তৈরি করা হয়েছে। এরপর লাইটিং এর জন্য বাজার থেকে কারেন্টের তার ও বাল্ব কিনা প্রয়োজন মনে করেছিলাম। আজকে সেই কেনাকাটার অনুভূতিটা আপনাদের মাঝে উপস্থাপন করব।


IMG_20241108_172636_347.jpg

photography device:
Infinix Hot 11s

বামুন্দি বাজার


ফটোগ্রাফি সমূহ:


কখনো কোন কিছু কেনাকাটার প্রয়োজন হলে আমরা দুই বন্ধু বামুন্দিবাজারে উপস্থিত হয়ে যায়। যেহেতু শীতের সময়, ব্যাডমিন্টন খেলার জন্য লাইটিং এর ব্যবস্থা করতে হবে। তাই দুই বন্ধুর সময় সুযোগ বুঝে বাম্বুন্দিবাজারে উপস্থিত হয়ে গেলাম। বামুন্দি বাজারে উপস্থিত হয়ে নিজেদের প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে যখন ইলেকট্রনিক্সের ঘরে গেলাম তখন মাগরিবের সময় হয়ে আসলো। বামুন্দি বাজারের সুপরিচিত কাফিরুল ভাইয়ের দোকানে আমরা দুজন উপস্থিত হলাম। দেখলাম তখনো বেশ অনেক মানুষের ভিড়। এই ইলেকট্রনিক্সের দোকানটা বেশ জনপ্রিয় তাই, সব সময় মানুষজন এইখান থেকে জিনিস কেনার চেষ্টা করে থাকে। দামে ও বেশ সাশ্রয়ী কেনাকাটা করা যায়। এই ইলেকট্রনিক্সের দোকানে ইলেকট্রনিকের যাবতীয় মালামাল পাওয়া যায়। তাই প্রথমে বদ্ধ মারুফকে বললাম যে সমস্ত জিনিসগুলো নিতে হবে সেগুলো জানার লিস্ট বের করে দেখিয়ে দেয়।

IMG_20241108_171803_215.jpgIMG_20241108_171804_146.jpgIMG_20241108_171757_190.jpgIMG_20241108_171758_183.jpg


দোকানে থাকা ছেলেদের হাতে মারুফ লিস্ট ধরিয়ে দিল। এরপর দোকানের ছেলেটা লিস্ট অনুসারে কারেন্টের বাল্ব তার হোল্ডার সুইচ সহ যাবতীয় জিনিস খুঁজে আনতে থাকলো। আর সে ফাকে আমিও বেশ কিছু ফটো ধারণ করতে থাকলাম। দুই বন্ধু একসাথে আসতে দেখে তাদের কাছে বেশ সুপরিচিত হয়ে গেছি আজ থেকে পাঁচ বছর আগে। তাই অন্যরকম এক সম্মান ও শ্রদ্ধা উভয়ের মধ্যে বিদ্যমান। যাই হোক দোকানের মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, এগুলো ফটো ধারণ করে রাখলে মাঝে মধ্যে প্রয়োজন হলে ফটো দেখে নেওয়া সহজ হয়। তবে আমাদের দুই বন্ধুর মধ্যে একটা ভালো লাগা জিনিস রয়েছে বিভিন্ন ডিজাইনের লাইট। চীন দেশ থেকে আমদানি করা বিভিন্ন ধরনের লাইট গুলো আমারও পছন্দ করি। প্রয়োজন থাকলে বা না থাকলে আমরা সেই লাইট কিনে থাকি। বিশেষ করে শীতের রাতে দুই বন্ধু যখন একটু ঘুরাঘুরি করি তখন ওই লাইটগুলো ভালো লাগে জ্বালিয়ে বেড়াতে। চায়না লাইটগুলো ছোট হলেও বেশ দীর্ঘক্ষণ আলো জলে। তাই এর প্রতি অন্যরকম ভালোলাগা রয়েছে।

IMG_20241108_171620_186.jpgIMG_20241108_171621_347.jpgIMG_20241108_171633_558.jpg
IMG_20241108_171634_418.jpgIMG_20241108_171636_400.jpgIMG_20241108_171637_315.jpg


এরপরের ছেলেটা আমাদের কাছে বিভিন্ন বিষয়গুলো জানতে চাইলেন, ভালো মন্দ উভয় ধরনের জিনিস রয়েছে।নরমাল এরমধ্যে দেবে নাকি ভালো মানের মধ্যে দিবে। ভালো মানের জিনিস নিলে কেমন দাম পড়বে নরমাল জিনিস নিলে কেমন দাম পড়বে সবগুলোই আমাদের জানিয়ে দিলেন। এরপর বন্ধু মারুফ নিজ দায়িত্বে দেখে দেখে সে জিনিসগুলো দিতে বলল। আমাদের উদ্দেশ্য ছিল আটটা বাল্ব নিব। বেশ কয়েকটা হোল্ডার সুইচ এক কথায় সেটিং করতে যা যা লাগে সব কিছু নিয়ে যাব। তবে একটা বিষয়, বাল্বগুলো আমরা চেক করে নেই। কারণ অনেক সময় নষ্ট বাল্ব চলে যায়। পরবর্তীতে সেগুলো ব্যাক দেওয়া ঝামেলার বিষয়।

IMG_20241108_171604_543.jpgIMG_20241108_171603_443.jpgIMG_20241108_171749_838.jpg
IMG_20241108_171556_313.jpgIMG_20241108_171558_937.jpg


যাহোক এরপর ছেলেটা প্রত্যেকটা বাল্ব চেক করে দিতে থাকলাম। এভাবেই প্রয়োজনের জিনিসগুলো একের পর এক নিয়ে হিসাব নিকাশ করে দিল। আমরা হিসাব করে দেখলাম সবকিছুর দাম যতটা হয় তার থেকে ১০০ টাকা মতো কমে কিনতে পারলাম এই দোকান থেকে। এখানে পাইকারি খুচরা বেচাকেনা হয়, এইজন্য সবার জন্য সুবিধা। আমরা খেয়াল করে দেখেছি যে সমস্ত লাইটগুলো গ্রামে হকাররা বিক্রয় করতে আসে অথবা অন্যান্য ইলেকট্রনিক্সের দোকানে 100 কোটি টাকা দেড়শ টাকা করে নেয় সে সমস্ত লাইনগুলো এখানে মাত্র ৪০ টাকা থেকে শুরু করে ৭০ টাকার মধ্যে। এখানে বড় বড় কুড়ি ওয়াটের বাল্ব গুলো ৭০ টাকা করে নিয়েছে। এ জাতীয় লাইট গুলো গ্রামের দেড়শো টাকা করে কিনতে হয়। তবে এর মধ্যে বিশেষ কোনো কিছুই নেই শুধু সার্কিট প্লেট টা একটু উন্নত করে তৈরি করা হয়। নিজেরা তৈরি করতে পারলে কাঁচামাল বাবদ খরচ পড়ে ৩০ টাকা ৪০ টাকা। আর এই সমস্ত লাইট গুলো আমরা দুই বন্ধু নিজেরাও বানাতে পারি। এর আগে নিজেদের প্রয়োজনে অনেকগুলো বানিয়েছি। কিন্তু এখন আর সেভাবে ওগুলো ধরা সুযোগ হয় না। জয় হোক এভাবে একটা মুহূর্ত কেনাকাটা সম্পূর্ণ হলো সমস্ত জিনিসগুলো ব্যাগের মধ্যে উঠিয়ে তারা হিসাব করে টাকা কথা বলল। টাকা দিয়ে আমরাও বিদায় হয়ে গেলাম। আর এভাবেই ব্যাডমিন্টন খেলার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্সের জিনিস কেনাকাটার কাজ সম্পন্ন করলাম দুই বন্ধু মিলে।

IMG_20241108_171609_765.jpg

IMG_20241108_171610_797.jpgIMG_20241108_171559_823.jpgIMG_20241108_172633_163.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
লোকেশনবামুন্দি বাজার
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

05-12-24

Screenshot_20241205-215926.jpg

Screenshot_20241205-215823.jpg

Screenshot_20241205-215128.jpg