আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
হাই!
বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক থেকে ধারণ করা সুন্দর একটি ভিডিও গ্রাফি শেয়ার করার জন্য। আশা করবো আমার ধারণা করা এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখার সুযোগ পাবেন। তাহলে চলুন ভিডিওটি প্লে করি এবং পাশাপাশি বর্ণনা পড়ি।
আমরা মূলত নাটোরের লালপুরের এই গ্রিন ভ্যালি পার্কে স্কুল থেকে শিক্ষা সফরে উপস্থিত হয়েছিলাম। আমরা সবাই জানি শিক্ষা সফর ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার অন্যতম মাধ্যম। শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষার্থীদের নতুন কোন বিষয়ে ধারণা দিতে শিক্ষা সফর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা অনেকে জানেন ইতো পূর্বে আমি একটা ক্যাডেট মুখে বিদ্যালয়ে শিক্ষকতা করতাম। আর সে বিদ্যালয় থেকেই শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোরের গ্রীন ভ্যালি পার্কে উপস্থিত হয়েছিলাম। আর সেখান থেকে ধারণ করেছিলাম এই ভিডিওটা। শিক্ষা সফরে যাওয়ার বেশ অনেক আগে থেকেই এই পার্ক সম্পর্কে কমবেশি ধারণা পেয়েছিলাম। আর তাই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা এই পার্কে ভ্রমণ করতে যাব। পার্কে ভ্রমণ করতে যাওয়ার বিষয় নিয়ে সকল শিক্ষক এবং শিক্ষার্থীর পিতা-মাতারা অর্থাৎ অভিভাবকেরা মতামত দিয়েছিলেন এবং আমাদের সাথে অনেকে গিয়েছিলেন। আমরা টাকা জমা দিয়ে টিকিট কেটে পার্কের গেটে প্রবেশ করলাম। আমাদের সকল ছাত্র-ছাত্রীদের কে পার্কের মধ্যে প্রবেশ করিয়ে খুব সুন্দর ভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হল যেন তারা অভিভাবকদের সাথে এবং শিক্ষকদের সাথে চলাচল করে বাইরে এদিকে সেদিকে যেন একলা না যায়। যেহেতু বিদ্যালয় টা ছিল শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস,আর এই সমস্ত ক্লাসের স্টুডেন্ট। তাই তাদের দেখাশোনার পাশাপাশি চেষ্টা করেছিলাম ফটো ও ভিডিও ধারণ করার।
Photography device: Infinix hot 11s
Natore Green valley Park
ভিডিওটি ধারণ করার মুহূর্তে আমি বেশ অবাক হয়েছিলাম এত সুন্দরভাবে সাজানো গুছানো একটি পার্কের পরিবেশ দেখে। গেটে প্রবেশ করার পরেই সামনে সুন্দর এই কৃত্তিম ঝর্ণা। যেখানে বেশ কিছু প্রাণীর মূর্তি দ্বারা সজ্জিত। আরো তার চারিপাশগুলো বিভিন্ন ফুলের গাছ দ্বারা বেষ্টিত। ফুলের গাছগুলোর জন্য খুব সুন্দর ভাবে নির্ধারিত জায়গা তৈরি করে রাখা হয়েছে যার মধ্যে ফুলের গাছগুলো। আরো লক্ষ্য করে দেখলাম সুন্দর এই পার্ক ভ্রমণ করতে এসেছে বিভিন্ন স্থান থেকে প্রাইমারি হাই স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টরা। এছাড়াও ঘুরতে এসেছে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষেরা। আবার অনেকে এসেছে নিজের পরিবারকে সাথে নিয়ে পার্কের সৌন্দর্য উপভোগ করতে। অনেকে আমার মত ভিডিও ধারণ করাই ব্যস্ত আবার অনেককে লক্ষ্য করে দেখলাম ফটোগ্রাফিতে ব্যতিব্যস্ত। আবার অনেকে রয়েছে নিজেদের ফটো সেলফি তোলাই ব্যস্ত। তবে দিনটা ছিল প্রচন্ড রোদ ও গরমের দিন। আমরা অনেকেই শীতের পোশাক সাথে নিয়ে গিয়েছিলাম যেহেতু শীতের পরেই এই শিক্ষাটা শিক্ষা সফর ছিল। তবে শীতের পোশাকের তেমন কোন প্রয়োজন হয়নি পার্কে অবস্থানকালীন মুহূর্তে।
Video device: Infinix hot 11s
Natore Green valley Park
অনেক মানুষকে দেখলাম তারা পিকনিকের আয়োজন করেছে। অনেক স্কুল থেকে আগত শিক্ষার্থীরা জ্বালানি খড়ি চাল ডাল সহ নৃত্য প্রয়োজনীয় জিনিসগুলো এনেছে বনভোজন করার জন্য। আর এই বনভোজন করার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা রয়েছে জায়গায় জায়গায়। এছাড়াও রয়েছে খেলাধুলা করার বেশ সুন্দর ব্যবস্থা। তবে আমরা বনভোজনের উদ্দেশ্যে যায়নি যে যার মত খাবারের ব্যবস্থা নিজেরাই করে নেওয়া হয়েছিল। আর এদিকে আমরা চেষ্টা করেছিলাম যারা শিক্ষকতার দায়িত্বে রয়েছি নিজেরা নিজেদের মতো করে কিছু ছবি ধারণ করতে যেন স্মৃতি করে রাখা যায়। এদিকে এই মুহূর্তে আমাদের বড় বোন আমার মোবাইলে ফটো ধারণ করতে বেশ পছন্দ করতেন। তাই তিনি বেশ কিছু ফটো পাঠিয়েছিলেন আমার মোবাইলে। তার থেকেই অনুমতি নিয়ে রেখেছিলাম তার এই ছবিগুলো অনলাইনে শেয়ার করতে পারব কিনা। এত পূর্বে তার অনেক ছবি আমার পোস্টে দেখেছেন ইনশাল্লাহ পরবর্তীতেও বিভিন্ন পোস্টে দেখবেন ভাই-বোনদের একসাথে সুন্দর ফটো ধারণের মুহূর্ত। আর এভাবেই বেশ এনজয় করেছিলাম আমরা এই পার্কে এসে। আশা করব পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু দেখতে পারবেন।
Photography device: Infinix hot 11s
Natore Green valley Park
ভিডিও বিষয়ক | তথ্য |
---|---|
বিষয় | ভিডিওগ্রাফি |
স্থান | নাটোর, লালপুর, গ্রিন ভ্যালি পার্ক |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
দেশ | বাংলাদেশ |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুদিন আগে আমি নাটোরে গ্রীন ভ্যালী পার্কে ভ্রমণ করেছি। পার্কে অসাধারণ সৌন্দর্যময় ভিডিওটি দেখতে পেয়ে সেই স্মৃতি মনে পড়ে গেল। এখান দিয়ে আমি হেঁটেছি। সত্যিই অসাধারণ লেগেছিলো,আপনার ভিডিওটি দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে তো ভালো অনেক ইনজয় করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ক্যাপচার করা ভিডিওগ্রাফি টা দেখে বেশ ভালো লাগলো। নাটোরের গ্রিন ভ্যালি পার্কে আপনারা শিক্ষা সফরে গিয়েছেন। পার্কটা বেশ সুন্দর। কৃত্রিম ঝর্ণার দৃশ্যটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো এরিয়াটা দেখে ভালো লাগলো। এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এবার তা কিন্তু অনেক সুন্দর সুযোগ করে একদিন ঘুরে আসবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit