রেকেট মেরামতের উদ্দেশ্যে বামুন্দি বাজারে

in hive-129948 •  11 months ago  (edited)
আসসালামু আলাইকুম

GridArt_20231221_091440189.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। শীতের সময় মানে রেকেট বা ব্যাডমিন্টন খেলার অন্যতম সময়। আর সে খেলনাটা যদি হয় হঠাৎ নষ্ট তাহলে তোর মাথায় কাজ করে না। রাকেট মেরামত করার জন্যই ছুটে চললাম বামুন্বাদি জারের দিকে। আর তারই অনুভূতি নিয়ে আজকের পোস্ট।


ফটোগ্রাফি সমূহ:


বাড়ি থেকে বাইকযোগে বামুন্দি বাজারে উপস্থিত হলাম আমরা দুই বন্ধু আমি আর মারুফ। মারুফের কোন সমস্যা হলে বা আমার কোন সমস্যা হলে একসাথে সমাধান করার চেষ্টা করে থাকি। আর এটাই দীর্ঘদিন হয়ে আসছে আমাদের। যাইহোক বামুন্দি বাজারে পৌঁছে গেলাম এরপর দুইটা পাশাপাশি রেকেট মেরামতের দোকান দেখতে পারলাম। মারুফের পরিচিত দোকানটার দিকে অগ্রসর হলাম।

IMG_20231215_151510_731.jpg

IMG_20231215_151515_432.jpg

উপস্থিত হয়ে দেখছি যেইভাবে রেকেট মেরামত করে থাকে উনি তার নিজ কাজে ব্যস্ত। র‍্যাকেটটা মারুফ তার হাতে দিলেন এবং রেকেটে কয়েকটা তার কেটে গেছে সেটা দেখালেন। উনি বেস ব্যস্ত ছিলেন, একটি রেকেট মেরামত করছেন, আরেকজনের সাথে কথা বলছেন। আমাদের বললো একটু বুঝতে।

IMG_20231215_151424_352.jpg

IMG_20231215_151409_507.jpg

এরপর রেকেট বাধা উপক্রন আমাদের হাতে দিয়ে বাছাই করতে বললেন কোন কালারের তার দিলে ভালো হবে। এরপর আমরা নির্ধারণ করে দিলাম হলুদ কালার টা বেশি ভালো লাগবে রেকেট এর সাথে। উনি বলে দিলেন মোট বিল হবে ২০০ টাকা। রেকেট খেলা বলে কথা ২০০ টাকা সেখানে কিছুই না। তাই কোন কথা না বলে দিলাম দ্রুত সমাধান করে দিন। উনি বললেন মাগরিবের আযানের পর পাওয়া যাবে হাতে অনেকগুলো নষ্ট করেছে। আমরা বললাম বিষয় না, মাগরিবের সময় বাজারে বসে ভাপা পিঠা অথবা ফুচকা খেয়ে তারপর আমরা বাড়ি যাই।

IMG_20231215_151705_976.jpg

IMG_20231215_151714_615.jpg

দোকানটার মধ্যে লক্ষ্য করে দেখলাম এখানে ক্রিকেট ব্যাট বল ফুটবল রেকেট ফেদার জাল সহ খেলনা জাতীয় অনেক কিছু রয়েছে। বেশ ভালো লাগলো নতুন এই দোকানদার ভাইয়ের সাথে পরিচিতি লাভ করে। অবশ্য মারুফের সাথে দীর্ঘদিনের পরিচয় যেহেতু মারুপ এখানে কম্পিউটার প্রশিক্ষণ দিতেন।

IMG_20231215_151341_709.jpg

IMG_20231215_151357_614.jpg

IMG_20231215_151401_331.jpg

IMG_20231215_151606_128.jpg

এরপর দোকানে কিছুটা সময় অবস্থান করে ছবি সেলফি তোলার পর বাজারের দিকে চলে গেলাম নিজেদেরকে কেনাকাটার উদ্দেশ্যে। অবশেষে মাগরিবের পর বাড়ি যাওয়ার আগ মুহূর্তে দোকানে উপস্থিত হয়ে দেখলাম রেকেটটা ঠিকভাবে মেরামত করে দিয়েছে। এরপর বিল পরিশোধ করে আমরা রেকেটটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG_20231215_151634864_BURST0011.jpg
Photography device: Infinix hot 11s
Location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনারা বামুন্দি এসেছিলেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনারা দুই বন্ধু তো দেখছি অনেক মনের মিল, কিছু একটা হলেই দুজন পরামর্শ করে সমাধান করেন। দুজনের রেকেটা মেরামতের উদ্দেশ্যে বামুন্দী গিয়েছেন। বেশ সুন্দর একটা মুহূর্ত উদযাপন করেছেন। ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো, ইনশাল্লাহ দেখা হবে।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই অবশ্যই দেখা হবে আমাদের

শীতের মৌসুমে ব্যাডমিন্টন না খেলে শীত ভালোভাবে উপভোগ করা যায় না। আর শীতের সময় ব্যাডমিন্টন খেলতে খুবই ভালো লাগে। আমি কিছুদিন আগে আমার ব্যাটও স্টিং লাগিয়ে নিয়ে এসেছিলাম। আপনার সাথে আমার ভাইকে দেখে খুবই ভালো লাগলো।

হ্যাঁ আমরা দুজন একসাথে চলাচল করি সব সময়

বিষয়টা খুবই ভালো। সব সময় দুই জন থাকলে পথ চলা সহজ হয়।