অনলাইন থেকে একাধিক সেকেন্ড হ্যান্ড সৌর প্যানেল কেনার অভিজ্ঞতা

in hive-129948 •  2 years ago 

আজ - বুধবার

০৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
২০ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

GridArt_20220720_194059431.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা জানেন নতুন কোন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়া আমার কাজ। সেই সাথে আরো জানেন যে আমি সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে বেশি পছন্দ করে থাকি। এখন প্রচন্ড গরমের দিন যেমন গরম পড়ছে, ঠিক তেমন কারেন্ট বেশি একটা থাকে না। যার জন্য রুমে থাকা বড় কঠিন হয়ে পড়েছে। তাই বিকল্প পদ্ধতি অবলম্বন করার জন্য ভেবেছিলাম যে সৌর প্যানেল কিনব অনলাইন থেকে। আমি প্রায় অনলাইনের পাতায় চোখ রেখে থাকি সেকেন্ড হ্যান্ড কম দামে সৌর প্যানেল পাওয়া যায় কিনা।

অনলাইনে একটি ভাইয়ের সাথে ভালই সম্পর্ক হয়ে গেছে ইলেকট্রনিক্সের জিনিস ক্রয় এর ক্ষেত্রে। গত বছর ঢাকা সাভার থেকে একটি সৌর প্যানেল নিয়েছিলাম। সব সময় সেকেন্ড হ্যান্ড প্যানেলগুলো পাওয়া যায় না। তাই ওনার সাথে একটু যোগাযোগ রাখতে হয়। উনি তার ইউটিউব চ্যানেলে একটি বিজ্ঞাপন দিয়ে দেয় যখন উনার কাছে সেকেন্ড হ্যান্ড প্যানেলগুলো পাওয়া যায়। যাই হোক এই বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে একটি পোস্ট করতে চলেছি। গত বছরে আমি যে প্যানেলটি কিনেছিলাম সেটা কোন সমস্যা দেখা দেয়নি এখনও সেভাবে সার্ভিস দিয়ে যায় আর আমরা জানি যে একটি প্যানেল ২০-২৫ বছর এর গ্যারান্টি থাকে। তাই নিঃসন্দেহে সেকেন্ড হ্যান্ড গ্রেডের প্যানেল কেনা যায়। সেকেন্ড হ্যান্ড প্যানেলগুলো দামের সস্তা। সাথে হোম ডেলিভারি হয়ে যায় বলে ভোগান্তি সৃষ্টি হয় না। এ গ্রেডের নতুন সৌর-প্যানেলগুলো স্থানীয় বাজার থেকে কিনতে গেলে ৬০-৬৫ টাকা ওয়াট লেগে যায়। বাইরে থেকে কিনতে গেলে ৪০ টাকা ওয়াট পড়ে। তবে সেকেন্ড হ্যান্ড গুলো মাত্র ২৪ টাকা ওয়ার্ডে কিনতে পারা যায়।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


📸🦊📸



শেয়ার করতে চলেছি
সেকেন্ড হ্যান্ড সৌর প্যানেল ক্রয়ের অভিজ্ঞতা
স্থান:
গাংনী, মেহেরপুর


ফটোগ্রাফি সমূহ:


প্রথম পর্যায়ের ফটোগ্রাফি

একাধিক সেকেন্ড হ্যান্ড সৌর প্যানেল এর অর্ডার করেছিলাম ঢাকা সাভারে। প্যানেল গুলো বিশ ওয়াটের এ গ্রেডের প্যানেল। অর্ডার করার ৩ দিনের মধ্যেই গাংনী করতোয়া কুরিয়ার সার্ভিসে মাল চলে আসলো। আমার অবশ্য এই করতোয়া কুরিয়ার সার্ভিস সেন্টারটি চিনা ছিলনা যার জন্য ভ্যান আলাদের সহায়তায়,করতোয়া কুরিয়ার সার্ভিস সেন্টারে পৌঁছালাম।

IMG_20220412_141139_272.jpg

IMG_20220412_141146_111.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


দ্বিতীয় পর্যায়ের ফটোগ্রাফি

গাড়ি থেকে নেমেই করতোয়া কুরিয়ার সার্ভিস সেন্টারে চারিপাশে ফটোগ্রাফি করে নিলাম যেন পরবর্তীতে আসলে খুব সহজেই আসতে পারি।

IMG_20220412_141207_918.jpg

IMG_20220412_141158_964.jpg

IMG_20220412_142729_576.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


তৃতীয় পর্যায়ের ফটোগ্রাফি

কর্মরত অবস্থায় থাকা ব্যক্তিকে সালাম দিয়ে করতোয়া কুরিয়ার সার্ভিস সেন্টারে প্রবেশ করলাম এবং তাকে জানালাম আমার একটি অর্ডার দেয়া ছিল হোম ডেলিভারি। এসেছে কিনা। উনি আমার কথা শুনে আমার নাম পরিচয় জিজ্ঞেস করলেন এবং তার হাতে থাকা লিস্ট এর মধ্যে আমার নাম খোঁজ করলেন। তাৎক্ষণিকভাবে আমার নাম পেয়ে গেলেন এবং আমার মোবাইল নম্বর জানতে চাইলেন। সব কিছু মিল পাওয়ার পরে একটি রশিদ বের করে আমার হাতে দিলেন। আমি যখন বলেছিলাম আপনাদের করতোয়া কুরিয়ার সার্ভিস সেন্টারটি খুঁজে পেতে আমার একটু সময় লেগেছে তাই উনি তাদের একটি কার্ড বের করে আমার হাতে দিলেন। উনার আচরণ আমাকে মুগ্ধ করলো উনি খুব সুন্দরভাবে মিষ্টি ভাষা আমার সাথে কথা বলছিলেন।

IMG_20220412_142540_659.jpg

IMG_20220412_142452_572.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


চতুর্থ পর্যায়ের ফটোগ্রাফি

উনি আমাকে নির্দিষ্ট পরিমাণের টাকা পরিশোধ করতে বলে আমার সৌর প্যানেলগুলো ভেতর থেকে নিয়ে আসতে গেলেন। ঠিক সে মুহূর্তে আমিও চেষ্টা করলাম কয়েকটা ফটোগ্রাফি করার জন্য।

IMG_20220412_142032_373.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পঞ্চম পর্যায়ের ফটোগ্রাফি

উনি আমার সৌর প্যানেলের কাটুনটি খুঁজে পেলেন। একটা প্যাকেটের মধ্যে চারটি প্যানেল প্যাকেটিং করা ছিল। এবং তার সাথে থাকা অর্ডারকৃত প্রেমেন্ট কাগজটি আমার হাতে দিলেন স্বাক্ষর করার জন্য। আমি নির্দিষ্ট টাকা পরিশোধ করার পরে ওখানে একটি স্বাক্ষর করে দিলাম। এবং অনলাইনে যে ভাইয়ের কাছ থেকে প্যানেল নিয়েছিলাম উনার সাথে মোবাইলে কথা বলতে বলল। আমি তার সাথে কথা বলে বুঝিয়ে দিলাম আপনার থেকে প্যানেল বুঝিয়ে পেলাম এবং টাকা পরিশোধ করলাম।

IMG_20220412_141229_477.jpg

IMG_20220412_140624_111.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ষষ্ঠ পর্যায়ের ফটোগ্রাফি

সুযোগসাপেক্ষে চেষ্টা করলাম ফটো উঠানোর জন্য। করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা জানতে চাইলেন এত ফটো কি হবে। আমিও নির্ভয়ে বললাম আমি ফটো ব্লগিং এর কাজ করে থাকি, সেখানে একটি ব্লগ লিখব।

IMG_20220415_141307_414.jpg

IMG_20220412_142857_408.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


সপ্তম পর্যায়ের ফটোগ্রাফি

প্যানেল বুঝিয়ে নেওয়ার পরে আমি পুনরায় বাড়ির দিকে রওনা হলাম। প্রথমে একটি ভ্যান গাড়ি, পরবর্তীতে অটো রিক্সায় এর মাধ্যমে বাড়ির দিকে চলে এলাম। আসতে পথে গাড়ি যখন থেমেছিল গাংনী বাজারে, তখন চেষ্টা করলাম কিছু ফটোগ্রাফি করার জন্য। খুব সাবধানতার সাথে গাড়িতে প্যানেলগুলো রেখেছিলাম,যেন জোরে ঝাকি লেগে ভেঙে না যায়।

IMG_20220412_144342_110.jpg

IMG_20220412_144305_231.jpg

IMG_20220412_144322_385.jpg

IMG_20220412_144309_984.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


অষ্টম পর্যায়ের ফটোগ্রাফি

বাড়িতে নিয়ে আসার পরে সৌর প্যানেলগুলো খুলে দেখলাম কোন ভাঙা বা ফাটা দাগ রয়েছে কিনা। যেহেতু সেকেন্ড হ্যান্ড আবার এসেছে ঢাকা থেকে তাই খুব মনোযোগ সহকারে সব প্যানেলগুলো দেখলাম।কোনটাই কোন দোষ পাই নাই।

IMG_20220415_141533_220.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


শেষ পর্যায়ের ফটোগ্রাফি

আমার কাছে থাকা মাল্টিমিটারের সাহায্যে ভোল্ট ও ওয়ার্ড পরীক্ষা করে দেখলাম সত্যিকারের এ গ্রেডের মাল কিনা। প্রত্যেকটা প্যানেল ঠিক ভাবে সার্ভিস দিতে থাকল। এতে বুঝতে পারলাম অনলাইনে কেনাকাটায় অবশ্যই ভালো সেলার এর কাছ থেকে জিনিস ক্রয় করতে হবে। সব ছেলাররা খারাপ হয় না তবে মানুষ বুঝে জিনিস ক্রয় করাটাই উত্তম। প্রতিটা সৌর প্যানেল ভালো ছিল এবং সঠিক পরিমাণে ভোল্ট দিতে পারছে। যার ফলে দিনের বেলায় কারেন্ট না থাকলেও আমি খুব ভালোভাবেই ১২ ভোল্টের ফ্যান এর মাধ্যমে বাতাস গ্রহণ করতে পারি এবং সৌর-কন্ট্রোলার ও ব্যাটারি সিস্টেম করে রাতের বেলায় বাল্ব জ্বালাতে পারি এবং ফ্যান চালাতে পারি। যার জন্য কারেন্টের সমস্যাটা আমার তেমন সইতে হয় না। শুধুমাত্র অনলাইনে কাজ করার সময় কারেন্ট না থাকলে ওয়াইফাই লাইন চলে যায় যার জন্য সমস্যা পোড়াতে হয়।

IMG_20220415_141558_891.jpg

IMG_20220415_141646_814.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সৌর প্যানেল কিনেছেন জেনে খুব ভালো লাগলো। বিদ্যুৎ ভোগান্তি কিছুটা লাঘব হবে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

প্রতিদিন যেভাবে লোডশেডিং বেড়েই চলেছে তাতে করে আপনার এই পদক্ষেপকে স্বাগত জানাই । এমন কয়েকটি সোলার প্যানেল থাকলে অন্ততপক্ষে দিনের বেলাতে ফ্যন চালানোর জন্য কারেন্ট এর অপেক্ষা করা লাগবে না । আর সেকেন্ড হ্যান্ড বিধায় দামের দিকটাও কম হবে । দেখতেও খুঁত বিহীন বলেই মনে হচ্ছে ।
ধন্যবাদ আপনাকে আজ একটা নতুন আইডিয়া খুজে পেলাম ।

স্বাবলীর ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার পোস্ট মানেই ব্যতিক্রম কিছু দেখতে পাওয়ার অভিজ্ঞতা, আজও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। এভাবেই এগিয়ে যান এবং আপনার নতুন নতুন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন সে প্রত্যাশাই রইল।

চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরতে, যা থেকে উপকৃত হতে পারে।

এখন প্রচন্ড গরমের দিন যেমন গরম পড়ছে, ঠিক তেমন কারেন্ট বেশি একটা থাকে না

আমি চিন্তা করে দেখছি আপনার মত আমারও এই ধরনের কাজ করা দরকার। কেননা এখন এত বেশি পরিমাণে গরম পরছে আর বিপরীত দিক থেকে লোডশেডিং এর সমস্যা। সব মিলিয়ে জীবনধারণ আমাদের সবার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

আপনিও চাইলে লোডশেডিং এর হাত থেকে বাঁচতে এমন সৌর প্যানেল কিনতে পারেন।

সঠিক সময়ে আপনি সেকেন্ড হ্যান্ড সৌর প্যানেল ক্রয় করেছেন। বর্তমানে দেশের বিদ্যুৎ ঘাটতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমিও বিকল্প চিন্তাভাবনা করছি। অনলাইনে ক্রয় পদ্ধতিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সৌর প্যানেল বর্তমান সময়ের জন্য খুবই উপকারী। তাই আমি মনে করি আমাদের সকলের পরিবারে এক্সট্রা সৌর প্যানেল থাকা প্রয়োজন।

আপনি অনলাইনে অর্ডার করে সৌর প্যানেল খুব ভালোভাবে পেয়েছেন জেনে খুব ভালো লাগলো । আসলে ব্র্যান্ড কোম্পানি হতে অনলাইনে কোন জিনিস কিনলে তাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকেনা। এই গরমে সোলার প্যানেল কেনার সিদ্ধান্ত নিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আশা করি এবার তীব্র গরম আপনাকে আর জ্বালা দিতে পারবে না ।ধন্যবাদ ভাই আপনার প্রতি অনেক শুভকামনা রইল।

এবার গরমে খুব শান্তিতে রয়েছি ভাইয়া,বিশেষ করে রাতে ঘুমানোর সময় কষ্ট করতে হয় না।