"প্রচণ্ড গরম"
সূর্য তাপে জ্বলে,
মিষ্টি হাওয়া ফুঁটে,
ধূপের আগুন সব জলে,
গরমের প্রচন্ড রুপ নিয়ে।
পানি খোলে পাপন পাপন,
জল মাত্রই এখন শীতল,
সাঁতার চোখে মানুষ হারা,
গরমের আগুনে ভেসে যাওয়ার ভয় মনে।
চাপার নীচে ভাসে ধূলো,
প্রতিদিন জীবন একই মেলা,
গরমের আগুনে জলে সব,
কিন্তু কোনোদিনও বাঁচা যেতে না চায় মেলা।
গরমের প্রচন্ড গল্প অদৃশ্যে,
জল কড়া যেখানে ক্রোধে,
মানুষ পানিতে তারাতারি পারে হারা,
গরমের আগুন যেন বহুদুরে পানিতে ছায়া।
প্রচন্ড গরমের মাঝে প্রেম নিয়ে,
সুখের আশা মনে ধরা,
গরমের জ্বলন্ত আগুনে জলে,
সবাই ভাবে, কখন হবে শীতের প্রচুর প্রহর।