The crown of thrones

in hive-129948 •  3 years ago  (edited)

কাঁটা মুকুট সম্পর্কে কথিত আছে যে, প্রজাতিটিকে মধ্যপ্রাচ্যে প্রাচীনকালে থেকেই চাষ বা জন্মে থাকে। এই গাছের নানা ব্যবহারও ছিলো সেই সময় থেকে; এবং এই কথাও পৌরাণিক রূপ পায় যে, শাস্তি বা নির্যাতন হিসাবে যিশু খ্রিস্টের মাথায় কাঁটার মুকুট পড়ানো হয়েছিলো।
FB_IMG_1635576848265.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

এগুলো কি ধরনের পোস্ট বলে। কমিউনিটির নিয়মগুলো ভালো করে পড়ে তারপর পোস্ট করুন।

আর এখানে একটা ছবি দিয়ে কণো পোস্ট করা যাবে না, তাহলে আপনার পোস্ট কে স্প্যমিং এর আয়তায় ফেলা হবে। তারপর আপনি এখানে বাংলা ছাড়া দ্বিতীয়তো কণো ভাষা ব্যবহার করতে পারবেন না। প্রথমবার সাবধাণ করা হলো আপনাকে। দ্বিতীয়বার করলে পোস্ট মিউট করা হবে এবং বার বার করলে পার্মানেন্টলি মিউট করা হবে। তবে এই মুহুর্তে এই পোস্ট এর ইংলিশ লেখা আউট করুন। আর এতো ছোটো করে লিখলে হবে না, মিনিমাম 400 ওয়ার্ড এ লিখতে হবে।

আর সবথেকে গুরুত্ত্বপুর্ণ বিষয় হলো যেটা, আপনাকে সর্বপ্রথম এখানে পরিচয়মুলক পোস্ট করতে হবে। তা না হলে আমরা আপনার পোস্ট গ্রহণ করতে পারবো না। পরিচয় মুলক পোস্ট এ অবশ্যই সবকিছূ উল্লেখ করবেন। যদি কারো মাধ্যমে এখানে এসে থাকেন তবে তার আইডি উল্লেখ করতে হবে।

পরিচয়মুলক পোস্ট করার সময় একটা কাগজে আমার বাংলা ব্লগ+ আইডি+ তারিখ লিখে সেলফি সহ দেবেন। সাথে আরো কিছু ছবি শেয়ার করবেন।

আরো বিস্তারিত জানতে আমাদের ডিসকর্ড গ্রুপে যোগযোগ করুন।
একই পোস্ট আপনি একই দিনে দুই জায়গায় করেছেন যেটা মারাত্তক অপরাধ।

এই পোস্ট আপনি stock photos + আমার বাংলা ব্লগ এ করেছেন।
https://steemit.com/hive-109286/@sumyya01/the-crown-of-thrones

ডিসকর্ড লিঙ্ক: https://discord.gg/7SyC6uWBTS

এই ধরনের পোস্ট আমাদের কমিউনিটিতে গ্রহণযোগ্য না। আমাদের কমিউনিটিতে শুধুমাত্র বাংলা ভাষায় লেখা যাবে এবং যে পোস্ট করেছেন এটা স্পার্মিং। আপনি আমাদের কমিউনিটির নিয়মগুলো পড়ে নিন। আপনার জন্য শুভকামনা।।