একটি তেঁতুল গাছের আত্মকাহিনী

in hive-129948 •  2 years ago 

এই গাছটি আমাদের গ্রামের আমাদের মাঠের ঠিক উপরে ঠিক কোনায় এই গাছটির বয়স আমরা বলতে পারব না, এখন যে রকম দেখা যাচ্ছে এরকম আমার বাপ আমার দাদা তারাও দেখেছে। আমার আব্বা বলেছিল আমি যখন বুঝি তখন থেকে দেখে আসছি । এর পাশে আরেকটি গাছ ছিল সেম একরকমই সেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এত বড় তেতুলের গাছ আমার জীবনে আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এরকম বড় তেতুলের গাছ আর কোথাও দেখিনি যে গাছটি আছে ।আমার বাড়ির পাশেই আমার মাঠের উপরেই এই গাছটি ঘিরে অনেক কাহিনী অনেক কথা আছে কোথায় আছে ভূত নাকি তেতুলের গাছের থাকে আমরা সেরকমই ভাবতাম ছোটবেলায় এই গাছের নিচ দিয়ে কখনোই যেতাম না গাছটির ভিতরে সব সময় অন্ধকারেই থাকতো আমরা যখন নিচ দিয়ে যেতাম তখন দেখতাম ওপরে তাকিয়ে গাছটির যত ডালপালা তার ভেতরের জায়গাটুকু অন্ধকার কালো ঘুটঘুটে অন্ধকার ভাবতাম ওখানে ভূত বসে আছে তাই অন্ধকার দেখাচ্ছে এই গাছের নিচ দিয়ে আগে মানুষ সন্ধার পরে কখনোই যেত না আমরাও যেতাম না। এই গাছটি হয়েছে এখন আমাদের একটা ছায়ার অবলম্বন আমরা বা আমাদের এলাকার ছেলেপেলে যে যেখানেই থাকুক যখনই কখনো পেরেশানিতে পড়ে অথবা রেস্ট এর দরকার হয় অথবা ছায়ার দরকার হয় তখনই তারা এই তেতুল গাছের নিচে চলে আসে । আরেকটি মজার বিষয় হচ্ছে এখন বর্তমানে আমাদের গ্রামে কোন মোবাইলের নেটওয়ার্কই ঠিকমতো পাওয়া যায় না। কিন্তু এই তেতুলের গাছের নিচে আসলে ফোরজি পাওয়া যায় । তেতুলের গাছের থেকে সামনে ফোরজি কিন্তু এই তেতুলের গাছটির নিচে সব সময় ফোরজি নেটওয়ার্ক থাকে এর কারণ কি তা আমরা কখনোই ভাবতে পারি না বা বাইর করতে পারি না যা একটি অসম্ভব ঘটনাবলী আমার কাছে মনে হয় আশেপাশের কোথাও নেটওয়ার্ক নেই কিন্তু এই তেঁতুলের গাছটিকে ঘিরে এবং এর নিচে ফোরজি নেটওয়ার্ক পাওয়া যায় যার জন্য এখন এই তেতুলের গাছের নিচে সব সময় পোলাপাইন পাওয়া যায় রাত একটা দুইটা পর্যন্ত এখানে কেউ না কেউ বসে মোবাইল চালায় আমিও মাঝে মাঝে এগারোটা বারোটা একটা পর্যন্ত গাছের নিচে বসে
IMG_20230318_073328.jpg

IMG_20230318_073315.jpg

IMG_20230318_173238.jpg

IMG_20230318_073319.jpg

IMG_20230318_073358.jpg

IMG_20230318_073403.jpg
মোবাইল চালাই কারণ বাসায় গেলে আর নেটওয়ার্ক পাওয়া যায় না এটি রহস্য কি তা আমরা আজও খুঁজে পাই না আসলে কি তেঁতুলের কাছে নেটওয়ার্ক থাকে না ভূত থাকে নাকি ভূতেই এ নেটওয়ার্কের টেনে নিয়ে আসে আমার কাছে মনে হয় যে ভূতেই নেটওয়ার্ক টেনে নিয়ে আসে সত্যিই এক আজব ঘটনা ধন্যবাদ সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক বড় তেতুল গাছ দেখছি। আসলে সত্যি কথা বলতে এরকম বড় তেতুল গাছ আমি আমার জীবনে একটিও দেখিনি আজ পর্যন্ত। এটা শুনে অবাক হলাম গ্রামের কোথাও নেটওয়ার্ক থাকে না কিন্তু তেতুল গাছের নিচে সব সময় ফোরজি থাকে। আপনি তাহলে রাত ১১ টা বা বারোটা পর্যন্ত মোবাইল চালিয়ে থাকেন সেখানে গিয়ে। আপনাদেরকে ভুতে ধরে না তখন। যদি কখনো আপনার সামনে একটা ভূত আসে তখন কি করবেন আপনি?? যাইহোক বেশ ভালোই লাগলো পড়ে।

সত্যি অবাক করার মতো, আসলে আমি যখন ঐ গাছের নিচে বসে মোবাইল চালাই তখন আমার গা ছমছম করে, আর বেশ লাগে। আমাকে এলাকার অনেকেই। নিষেধ করে কিন্তু 4G বলে কথা।।।।।।।

তেতুল গাছে ভুত থাকে সেটা আমিও অনেক শুনেছি। কিন্তু আপনাদের তেতুল গাছ ত উপকারী এবং অনেকভাবেই সাধারণ মানুষের উপকার করে যাচ্ছে। কখনো ছায়া দিচ্ছে, কখনও আবার মোবাইল নেটওয়ার্ক। তেতুল গাছটি দেখে সত্যিই বিশাল বড় দেখাচ্ছে। ভাইয়া আপনার লেখায় দাড়ি কমার অনেক ভুল রয়েছে একটু দেখে নেবেন। ধন্যবাদ ভাইয়া।

Thanks for information.

আমার কাছে কিন্তু শুরু থেকে গল্পটি পড়তে ভীষণ ভয় লাগছিল এরকম বড় তেতুল গাছে সত্যি ভূত থাকতে পারে। আমি শুনেছি তেঁতুল গাছে নাকি পেত্নী বসবাস করে। এই তেঁতুল গাছটি কিন্তু দেখছি অনেক বড় এই গাছটির নিচে বসেই সময় কাটাতে ভীষণ ভালো লাগবে কিন্তু। গাছটির নিচে তাহলে ফোরজি পাওয়া যায় গ্রামের কোথাও পাওয়া না গেলেও। আপনার মত আমারও মনে হচ্ছে ভুতে মনে হয় নেটওয়ার্ক টেনে নিয়ে আসে।

সত্যি অবাক করার মতো, আসলে আমি যখন ঐ গাছের নিচে বসে মোবাইল চালাই তখন আমার গা ছমছম করে, আর বেশ লাগে। আমাকে এলাকার অনেকেই। নিষেধ করে কিন্তু 4G বলে কথা।।।।।।।