আমার দুরন্তপনা ছোট ছেলে

in hive-129948 •  2 years ago 

আমার ছোট ছেলে নাম তাসকিন সরকার সুপ্ত তার জন্ম হয় ২০১২ সালে সে যখন জন্ম হয় তাকে সিজার করানো হয় আশ্চর্যের বিষয় হলো আমার এই সন্তানটি আশ্চর্যের বিষয় হলো যখন তার বয়স সাড়ে সাত মাস তখন সে হাঁটা শিখ ে সে একদিনও হামাগুরি দেয়নি সে ট্রেট হাঁটা শিখ ে এবং তার বয়স যখন ৯ মাস তখন সে কথা বলে এটি আশ্চর্যের বিষয় হলেও সত্য আমি তার বাবা হিসেবে বলছি একটু মিথ্যা বলছি না এই ছেলেটি তার অনেক আশ্চর্য ধরনের গুন আছে তার বয়স যখন আড়াই বছর তখন সে সাঁতার কাটা শিখে তার বয়স যখন তার বয়স যখন চার বৎসর তখন সে সাইকেল চালানো শেখে তার বয়স যখন 5 বছর তখন সে স্কুলে যাওয়ায় এবং সে লেখাপড়ায় এত ভালো যা বোঝানো যাবে না এবং সে খেলাধুলায় এত পারদর্শী যেটা কল্পনা করা যায় না সে দৌড়ে লং জাম্পে হাই জাম্পে ফুটবলে ক্রিকেটে এমন কিছু এই বয়সে ভলিবল খেলে আপনারা দেখলে আশ্চর্য হবেন কে ফলো করে এখনই এখন তার বয়স ১১ বছর সে এখন যাদের বয়স ১৭-১৮ বছর তাদের সঙ্গে ফুটবল খেলে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তার কীর্তি কলাপ তার শরীরে কোন ভয় নেই ডর নেই সে কাউকে পরোয়া করে না এখনো যদি রাত এগারোটার সময় তাকে বলি বাবা বাজারে যাও এই জিনিসটা নিয়ে আসো সে তখনই দৌড় দিবে কাউকে ভয় পায় না সে কোনো ভুল কিছুই সে ভয় পায় না তার যখন যা মনে চায় তাই করে তাকে বোঝানো যায় না যে এটা করা যাবে না ওটা করা যাবে না তার মন যেটা চায় সেটাই সে করে এই হচ্ছে আমার দুরন্ত ছবি দিলাম
IMG_20230318_205008.jpg

JPEG_1678157495679_2283087893152345959.jpg

JPEG_1677657821749_5857635736953902604.jpg

JPEG_1677082814041_1988249328428005045.jpg

JPEG_1676733562055_7584845635272531871.jpg

IMG_20220611_163842~2-01.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!