DIY ||এসো নিজে করি 🏕️🏕️ আউটডোরে ক্যাম্পিংয়ের প্রাকৃতিক দৃশ্য অংকন 🏕️🏕️ ।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।



all (8).png



আজকে আমি আউটডোরে ক্যাম্পিং এর একটি প্রাকৃতিক চিত্র অংকন করছি। এই চিত্রটিতে পাহাড়ের কিনারা দিয়ে প্রবাহমান নদী, চারপাশে গাছপালা এবং পাহাড় চূড়ায় অবস্থিত চাঁদের একটি দৃশ্য উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে আজকের পেন্সিল স্কেচ টি ভালো লাগবে। চলুন শুরু করি তাহলে আজকের পেন্সিল স্কেচ টি।



0101010.png

অঙ্কনের জন্য ব্যবহৃত জিনিস:
01পেন্সিল
02রাবার
03স্কেল
04কম্পাস
05কটন বার্ড

0101010.png



selfie(1).png



down.png

চিত্রটি অংকনের বর্ণনা নিচে তুলে ধরছি:

up.png

১ম ধাপঃ

path19368.png

all.png


প্রথমে কম্পাসের সাহায্যে একটি বৃত্ত আঁকবো এবং বৃত্তের মাঝখান দিয়ে একটি সমান্তরাল রেখা টেনে নিব ।


২য় ধাপঃ

path19368.png

all (1).pngall (2).png

এরপর সমান্তরাল রেখার সাথে মিলিয়ে কয়েকটি পাহাড় অঙ্কন করব নিব ।


৩য় ধাপঃ

path19368.png

all (3).png


এরপরে পাহাড়ের কিনারা দিয়ে প্রবাহিত একটি নদী অঙ্কন করব ।


৪র্থ ধাপঃ

path19368.png

all (4).png


এবার ডান সাইডে একটি সমতল পাহাড়ের চূড়া অঙ্কন করব ।


৫ম ধাপঃ

path19368.png

all (5).png


এরপর পাহাড়ের নিচের দিকে একটি ক্যাম্প বা তাবু অংকন করে নিব ।


৬ষ্ঠ ধাপঃ

path19368.png

all (6).png


এখন নদী এবং ক্যাম্প এর আশপাশ দিয়ে কয়েকটি ছোট ছোট গাছ অঙ্কন করব ।


৭ম ধাপঃ

path19368.png

all (7).png


এরপর পাহাড়ের উপর একটি চাঁদ অঙ্কন করব ।


সর্বশেষ ধাপঃ

path19368.png

all (8).png


চিত্রটি অঙ্কন এর সর্বশেষ ধাপ এটি। এখন কলম এবং কটন বার্ড এর সাহায্যে অনেকগুলো কে গারো করে দিব ।


all (1).png

চিত্রের অংকটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হল।




02design-down.png

all.png

চূড়ান্ত চিত্র

02design-up.png



design-down.png

আপনাদের কাছে আজকে পেন্সিল স্কেচ টি কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে জানাবেন। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

design-up.png


abb logo.png




আমার সাথে এতক্ষণ থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।

@svshuvo



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আউটডোরে ক্যাম্পিং এর প্রাকৃতিক দৃশ্যের এই পেন্সিল স্কেচ টি দারুন লেগেছে ভাই। আপনি খুবই সুন্দর ভাবে স্কেচটি সম্পন্ন করেছেন এবং তার প্রতিটি ধাপ আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

পেন্সিল দিয়ে আপনি খুবই সুন্দর আউটডোরে ক্যাম্পিংয়ের প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পেন্সিল দিয়ে এতো সুন্দর একটি দৃশ্য এঁকেছেন। আমি দেখে সত্যিই মুগ্ধ। অনেক সুন্দর হইছে। আর খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

আপনি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। বেশ ভালো লাগলো। নিজের দক্ষতা খাটিয়ে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া।

আউটডোরে ক্যাম্পিংয়ের প্রাকৃতিক দৃশ্য অংকনটি অনেক সুন্দর হয়েছে।দেখতেও একদম ক্যাম্পিংয়ের প্রাকৃতিক দৃশ্য মত লাগছে। চিত্রটিতে পাহাড় এবং প্রবাহমান নদী খুব সুন্দর করে এঁকেছেন।আপনার সৃজনশীলতা অনেক ভাল ছিল। আউটডোরে ক্যাম্পিংয়ের প্রাকৃতিক দৃশ্য অংকনটি সম্পর্কে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন।শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া আপনি সুন্দর করে পেন্সিল দিয়ে সুন্দর একটি আউটডোরে ক্যাম্পিংয়ের প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার চিত্র অংকন টি। একটু কালার করলে হইতো আরোও সুন্দর লাগতো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া ।

পেন্সিল দিয়ে অনেক সুন্দর ভাবে আউটডোরে ক্যাম্পিংয়ের প্রাকৃতিক-দৃশ্য-অংকন করলেন। দেখতে তো খুবই অসাধারণ দেখাচ্ছে। চাঁদ তারা আর রাস্তাটা আমার কাছে অসাধারণ লাগলো দেখে। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

আপনার প্রতিটি ধাপ অত্যন্ত আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন হয়েছে। এজন্য আপনার চিত্রটি আরও বেশি ফুটে উঠেছে। সত্যিই আপনি অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া ।

প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। আপনি নিখুঁতভাবে পেন্সিল দিয়ে প্রাকৃতিক দেশের চিত্র অঙ্কন করেছেন। আমার কাছে আপনার চিত্র অংকন খুবই ভালো লেগেছে। এত সুন্দর ভাবে চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া ।

ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ।
আপনি পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনারে পেন্সিল আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া।

খুব সুন্দর করে পেন্সিল দিয়ে একটি অঙ্কন করেছেন। আপনার অঙ্কনটি অনেক ভাল লাগলো। তবে আশা করি সামনে আরও ভাল কিছু অঙ্কন নিয়ে আমাদের সামনে হাজির হবেন এই কামনা করি।ভালো থাকুন সুস্থ থাকুন ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।

ধন্যবাদ ভাইয়া ।

ভাইয়া পেন্সিল দিয়ে অনেক সুন্দর ভাবে আউটডোরে ক্যাম্পিংয়ের প্রাকৃতিক-দৃশ্য-অংকন করেছেন। অনেক সময় নিয়ে করেছেন তা বোঝাই যাচ্ছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ সাজিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

বাহ,খুবই সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন ভাইয়া।পাহাড়ের পাদদেশে গাছগুলো খুবই ভালো দেখতে লাগছে।পাশ দিয়ে বহমান নদীও খুব সুন্দর, ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপু।

অসাধারণ ভাই। আপনি খুব সুন্দর করে আউটডোরে ক্যাম্পিং এর জন্য একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। পেন্সিল দিয়ে চিত্রটি খুব সুন্দর করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আপনার হাতের কাজের প্রশংসা করতে হয়। খুব সুন্দর করে সবকিছুর উপস্থাপনা করেছেন। এছাড়া প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল ভাই আপনার জন্য।

এত সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

খুব সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করেছেন আমাদের সাথে। আপনি খুব সুন্দর ভাবে আউটডোরে ক্যাম্পিংয়ের প্রাকৃতিক-দৃশ্য অংকন করেছেন। বিশেষ করে রাস্তাটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল 🤗🤗

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ভাই আপনার আজকের চিত্রাংকনটি দেখতে খুবই ভালো লাগছে। কি সুন্দর দৃশ্য আপনি অঙ্কন করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা অবিরাম আপনার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার অংকিত চিত্রের প্রসংস্যা করতে হয়। আপনার আইডিয়া অনেক সুন্দর। আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

আউটডোর ক্যাম্পিংয়ের দারুন একটি চিত্র প্রস্তুত করেছেন চারপাশের পরিবেশ খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে

ধন্যবাদ ভাইয়া।