নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে বড়িষা সর্বজনীন পূজা মন্ডপের কিছু কিছু ছবি ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
অমঙ্গলের কালো মেঘ ঘিরে রেখেছে গোটা পৃথিবীকে ।মহামারীর তাণ্ডবের মানব সভ্যতা যখন বিপন্ন, তখনই দিকে দিকে বাজছে যুদ্ধের দামামা। চলছে প্রাণহানি আর সম্পদের বিনাশ।লোভ, হিংসা, মিথ্যা রেষারেসিতে জড়িয়ে গিয়ে মানুষ আজ বিবেকহীন। তাদের পাশে শিব দুর্গার শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম আজ বিপর্যয়ের মুখে ।
এই চরম দুর্গতি থেকে মুক্তি পেতে আমরা দেবী দুর্গার শরণাপন্ন ।একমাত্র তার কৃপায় ধরণী পাপ মুক্ত হতে পারে ।এই সাঁঝবাতির পবিত্র আলোয় তারই বন্দনা করি।এখানে সেই দিকটাই তুলে ধরা হয়েছে ।সংসারে সবার মঙ্গল কামনায় মা যেমন সাঁঝবাতি জ্বালিয়ে গৃহ দেবতার কাছে প্রার্থনা জানান তেমনি হৃদয়ের পূর্ণ আকুতি দিয়া মা দুর্গার কাছে আমরা প্রার্থনা জানাই যাতে এই পৃথিবী পাপ মুক্ত হয়। কেটে যায় অমঙ্গলের সমস্ত কালো মেঘ ।দুর্গার চির সুন্দর সৃষ্টিকর্ম যেন অবিচলভাবে বিরাজ করে এই পৃথিবীতে ।
এই প্যান্ডেলটির থিম হলো সাঁঝবাতি।
এই পুজোটি আমরা দেখতে গিয়েছিলাম ২০২২ এ ।এই পূজা মন্ডপ বরিসা ক্লাবে হয়েছিল। এবং খুব সুন্দর ভাবে সাজিয়েছিল ।এমনিতেও বরিশা ক্লাবের পুজো গুলো আমার সব সময় নজর কাড়ে। কারণ ওখানকার থিমের চিন্তাভাবনা একেবারেই আলাদা হয়। যার জন্য ভীষণ ভালো লাগে। তাই আপনাদের সাথেও এই মন্ডপটি ভাগ করে নিলাম ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বরিশা ক্লাবের উদ্যোগে সাঁঝবাতি থিমের পুজো প্যান্ডেলের ডেকোরেশন ছিল এক কথায় নান্দনিক। দারুণ উপভোগ করলাম দিদিভাই ছবিগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি, খুব সম্ভবত আমি এই ক্লাবের পুজো দেখতে গিয়েছিলাম গত বছর। আর এটা ঠিক কথা, এখানকার পুজোর থিমগুলো বরাবরই অনেক সুন্দর হয়। যদিও সাঁঝবাতি থিমটা আমার সেখানে গিয়ে দেখা হয়নি, তবে তোমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে সেই আশা পূর্ণ হয়ে গেল। তাছাড়া বর্তমান সমাজের বিশৃঙ্খলতার প্রেক্ষাপটে থিমটা অত্যন্ত যৌক্তিক মনে হয়েছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে, এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit