নমস্কার বন্ধুরা,
আজ আমি আপনাদের সঙ্গে দুর্গা পূজার একটি পূজা মন্ডপের থিম এবং তার সম্পর্কে কিছু কথা ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে ।
বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। টানা পাঁচ দিনের এই উৎসব এতটাই আনন্দময় জাতি ধর্ম নির্বিশেষে তা বলার অপেক্ষা রাখে না। আমি আগেও বেশ কয়েকটা পোস্টে বলেছিলাম পুজোয় ঠাকুর দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্রতিটা বছর আমি নর্থ এবং সাউথের ঠাকুর দেখে থাকি ।যেহেতু আমি নর্থ কলকাতায় থাকি সেহেতু অষ্টমী নবমীতে নর্থ কলকাতা ঠাকুর দেখি।আর পূজো শুরু অর্থাৎ ষষ্ঠী এবং সপ্তমী এই দিনগুলোতে সাউথের দিকে ঠাকুর দেখতে যাই ।কিন্তু এই বছর এত ঠাকুর দেখেছি গুনে শেষ করতে পারবো না ।কারণ পুজোর চারটে দিন সারা সন্ধ্যা, সারা রাত জেগে ঠাকুর দেখেছি ।যেহেতু এটা আমার বিয়ের পর প্রথম পুজো সেহেতু বেশ স্বাধীনভাবে যেন সারা রাত জেগে ঠাকুর দেখতে পেরেছি ।
আমার বাড়ির সামনে এত সুন্দর পুজো মন্ডপ হয় যে না দেখলে মনে হয় ঠাকুর দেখা শেষ হলো না। আমার প্রায় সব ঠাকুর দেখা শেষ করার পর দশমীর দিনও ঠাকুর দেখতে গিয়েছিলাম সকালবেলা ।এই পুজোটি প্রদীপ সংঘ এর পুজো নামে পরিচিত ।
এই পূজা মন্ডপের থিম এর নাম শ্রম।
এই পূজা মন্ডপ এর থিমে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় তিনটি মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র ,বাসস্থান এই তিনটি চাহিদা পূরণের জন্য যারা অদম্য পরিশ্রম করে চলেছে। সেই সকল শ্রমিকদের প্রতি নিবেদন এই পূজোয় থিমের মাধ্যমে তুলে ধরেছে ।তারা যে নিঃস্বার্থভাবে নিজেদের সমস্ত শক্তি ও পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন আমাদের জীবনযাত্রার ভিত্তি ,তারাই সমাজের মেরুদন্ড। দেবী দুর্গার শক্তির মতোই শ্রমিকদের শ্রম আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।এই নতুন পল্লী প্রদীপ সংঘ দুর্গোৎসবের মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং তাদের অবদানকে স্মরণ করেছে। এবং কুর্নিশ জানিয়ে এই বছরের থিম ভাবনা শ্রমকে তুলে ধরেছে ।
পূজা মন্ডপটি এক কথায় অসাধারণ হয়েছে ।শিল্পের শ্রম নিয়ে আলাদা করে কি বলবো !তাদের জন্যই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি। যে সকল শিল্পীরা এই পুজো মন্ডপ তৈরি করেছে তাদের চিন্তা ভাবনাকে আমি শ্রদ্ধা জানাই ।কারণ তাদের ভাবনা-চিন্তার মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারি এবং দেখতে পারি। তাই আপনাদের সাথেও সেটি ভাগ করে নিলাম।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.668134332538458 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রদীপ সংঘের পূজা মন্ডপটি দারুণ হয়েছে। তারা দূর্গা পূজা উপলক্ষে চমৎকার আয়োজন করেছে। তাছাড়া তাদের থিমটাও খুব সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। সব মিলিয়ে অসাধারণ একটি পোস্ট উপহার দিয়েছেন আমাদেরকে। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শ্রমকে থিম করে দারুন একটি পূজা মন্ডব দর্শন করালেন। এদের অভিনব ভাবনা আমার দারুন ভালো লাগলো। প্রদীপ সংঘের যে মন্ডপটি হয়েছে তার প্রতিমা এবং মণ্ডপ সজ্জা তাই এক কথায় অসাধারণ হয়েছে। আপনার পোষ্টের মাধ্যমে দারুন সুন্দর একটি মণ্ডপের ছবি দেখতে পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবেই হাসি আনন্দে থাকুন সারাটা জীবন দাদা কে নিয়ে, দিদিভাই। ফটোগ্রাফি গুলো দারুণ উপভোগ করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit