নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বিয়ের তত্ত্বের কিছু ছবি ভাগ করে নিলাম । আশা করি ভালো লাগবে।
বাঙালি অবাঙালি প্রত্যেকেরই বিয়েতে শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি থেকে মেয়ে এবং জামাইকে বিয়ে এবং বৌভাত উপলক্ষে কিছু তত্ত্ব পাঠানো হয়। এই তত্ত্বগুলো বিয়ের দিন হবু জামাইয়ের জন্য কিছু প্রসাধনী সামগ্রী এবং মিষ্টি ও জামা কাপড় পাঠানো হয়। একইভাবে বৌভাত উপলক্ষে ছেলে বাড়ি থেকে হবু বউয়ের জন্য জামা কাপড়, মিষ্টি এবং প্রসাধনী সামগ্রী সাজিয়ে পাঠানো হয়।
এর বাইরেও কিছু জিনিস আছে যা দেখতে সুন্দর লাগার জন্য অনেক কিছু দিয়ে তত্ত্ব সাজানো হয়। আর এই সকল তত্ত্ব আমাদের বাড়ি থেকে এসেছিল, তারই মধ্যে ছটা জিনিস আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম।
প্রথমেই যে প্রজাপতিটি দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই ক্ষীর দিয়ে তৈরি। আর দেখতে এত সুন্দর লাগছিল, সাজিয়েই রেখে দিয়েছিলাম ।খাওয়াও হয়নি আর কাউকে দেওয়া হয়নি একইভাবে রয়ে গেছে।
দ্বিতীয় যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক প্রকার মিষ্টি এটাকে ছানার জিলিপি বলা হয়। ছানার জিলিপির উপরে খুব সুন্দর ভাবে আরেক রকম মিষ্টি দিয়ে সাজানো হয়েছে । আর এতে করে দারুণ দেখতে লাগছিল।
তৃতীয় যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রথ ।রথের মধ্যে সমস্ত রকম আমার সাজার জিনিস ছিল। এতে করে দেখতেও খুব ভালো লাগছিল আর যেহেতু রথটা অনেক বড় ছিল, তাই অনেক রকম সাজার জিনিস ধরে গিয়েছিল এতে।
চতুর্থ যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাই পুরোটাই সুপারি তেজপাতা এবং লজেন্স দিয়ে বানানো হয়েছে সোলার উপরে।এমন ভাবে সাজানো হয়েছিল তার মধ্যে পুরো বাড়িটি মৌরি দিয়ে এবং যে গাছটি সাজানো হয়েছে সেটি সুপারি এবং তেজপাতা দিয়ে সাজানো হয়েছিল। এতে করে ভীষণ সুন্দর লাগছিল দেখতে।
আর এটি হচ্ছে তোয়ালে দিয়ে খরগোশ বানানো হয়েছিল। খুব কিউট লাগছিল দেখতে।
আর ৬ নম্বর যে ছবিটি দেখতে পাচ্ছেন আর সেটি বার্বি ডলের মধ্যে বিভিন্ন রকম লজেন্স দিয়ে বানানো হয়েছিল। মানে বার্বি ডলের যে ড্রেস রয়েছে সেটা পুরোটাই লজেন্স এবং কিছু ফুল দিয়ে বানানো হয়েছিল ।
ডিভাইস | iPhone 13 pro |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ্ দিদি তত্ত্ব গুলো দেখতে তো অনেক সুন্দর লাগছে। বিয়ের সময় সুন্দর সুন্দর তত্ত্ব পাওয়া মানে সারপ্রাইজ পাওয়া। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক কথায় চোখ ধাঁধানো তত্ত্ব।ক্ষীরের প্রজাপতি এতো সুন্দর হয়েছে যে মনে হচ্ছে সত্যিকারের প্রজাপতি বসে আছে।এতো সুন্দর প্রজাপতি হোক না ক্ষিরের এটা না খেয়ে রেখে দেয়াটাই ভালো করেছেন দিদি।ছানার জিলিপি গুলো খুব লোভনীয় লাগছে।রথে আপনার কসমেটিকস গুলো তাঁর সৌন্দর্য ছড়াচ্ছে। সোলার উপরে বানানো সুপারি তেজপাতা মৌরি দিয়ে বানানো বাড়িটি তার শোভা ছড়াচ্ছে। কি দারুন লাগছে তোয়ালে দিয়ে খরগোশটি। বারবি ডল টি খুব সুন্দর হয়েছে। সব গুলো তত্ত্ব এতো সুন্দর হয়েছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।ধন্যবাদ দিদি চোখ ধাঁধানো সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিয়ে মানেই তত্ত্বের বিভিন্ন সাজ। বিয়েতে তত্ত্বগুলো এত সুন্দর করে সাজান হয় যে নস্ট করতে ইচ্ছে করে না।তবে প্রজাপতির তত্ত্বটি অসাধারন। বোঝার উপায় নেই যে প্রজাপতিটি ক্ষির দিয়ে বানানো। আর এতো সুন্দর তত্ত্ব কি নস্ট করতে ইচ্ছে করে! তবে সবগুলো তত্ত্ব বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ধন্যবাদ দিদি তত্ত্বের ফটোগ্রাফিগুলো শেয়ার করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শেয়ার করা বিয়ের তত্ত্বের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি ঠিক বলছেন আপু বাঙ্গালি হিসাবে আমাদের সমাজ কিংবা দেশের মধ্যে অনেক কালচার রয়েছে। কমবেশি বাঙালি হিসেবে সবাই পালন করার চেষ্টা করে থাকেন। আপনার শেয়ার করা বিয়ের তত্ত্বের সব ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তত্ত্বের ডিজাইনগুলো ছিল একদম নজরকরা, বিশেষ করে দিদিভাই লজেন্স দিয়ে বার্বি ডলের ড্রেসআপ ব্যাপারটা কিন্তু অনেক ইউনিক ছিল। বেশ ভালো লাগলো সৃজনশীল ফটোগ্রাফি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তত্ত্বের ফটোগ্রাফি গুলো দেখে তো প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি বৌদি। সবকিছু এতো ইউনিক লেগেছে আমার কাছে, যা বলার মতো নয়। সবচেয়ে বেশি ইউনিক লেগেছে প্রথম, চতুর্থ এবং ষষ্ঠ ফটোগ্রাফি গুলো। এগুলো না খেয়ে বা নষ্ট না করে,আজীবন স্মৃতি হিসেবে রেখে দিতে পারলে খুব ভালো হতো। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম বৌদি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit