নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে পুনকু সোনার বাড়িতে আসার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি সকলের ভালো লাগবে।
দিনটা ছিল ১৫ ই অক্টবর। রাত থেকেই ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম। সকালে উঠেই রেডি হয়ে বেরিয়ে গেলাম নতুন সদস্যকে আনার জন্য। আর বেশ ভোর ভোর পৌছে গেলাম আইএলএস হসপিটালে । হসপিটালে পৌঁছে যা যা প্রসিডিউর ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম।আর আমরা আলাদা একটা কেবিল নিয়েছিলাম। ওখানে নার্সরা গিয়ে তাদের মতো করে চেকআপ করে ড্রেস চেঞ্জ করেই ওটিতে পাঠিয়ে দিল। বেশ বুক দুরু দুরু করা একটা সময়। সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি ওটি হয়ে গিয়েছিল।
৩০ মিনিটের মধ্যেই খবর পেয়ে গেলাম আমাদের সবার আদরের ছোট্ট গাবলু বাবা এসেছে। আমি তো দেখেই সাথে সাথে কোলে নিয়ে নিয়েছিলাম।
এরপর তো ঘরে আসার অপেক্ষা করছিলাম। তিনদিন পরেই রিলিজ করে দিয়েছিলো আমাদের গাবলুকে।তাই আমি ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আর একটা ছোট্ট কেক এনে সেলিব্রেট করেছিলাম।
ছোট্ট সোনার আগমনে পুরো বাড়ি জুড়ে যেন একটা খুশির আবহাওয়া ছড়িয়ে পড়েছে।আমাদের গাবলু অনেক বড় হোক অনেক সুন্দর মনের মানুষ হোক এটাই চাওয়া।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
গাবলু সুস্থ থাক এই কামনা করি৷ সাথে বৌদির জন্যও তাড়াতাড়ি সেরে ওঠার কামনা রইল। বাড়িতে নতুন সদস্য আসার মজাই আলাদা। নতুন সর্বোচ্চ হলে প্রথম বেশ কিছুদিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটে। তাই না? আপনারাও নিশ্চই ভীষণ ব্যস্ত। গাবলুর ন্যাপি চেঞ্জ, ওর কান্না ওর খিদে, ওর ঘুম। সবই খুব টাচি৷ আপনাদের সব্বাইকে অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি নতুন অতিথিকে বরণ করার আগমনে আপনারা যে অনেক আনন্দিত তা ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি। আপনাদের সাথে আমরাও এই আনন্দে যোগ হতে পেরেছি বলে খুব ভালো লাগছে। অবশেষে তিন দিন পরে ছোট্ট অতিথি কে ঘরে তুলেছেন দেখে ভালো লাগলো। সবার প্রিয় গাবলুর জন্য দোয়া ও ভালোবাসা রইলো যেনো বড় হয়ে একজন আদর্শ মানুষ হতে পারে। ধন্যবাদ দিদি এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি নতুন অতিথি কে খুবই সুন্দর করে নিজ বাড়িতে তুলেছেন, দেখে বেশ ভালো লাগলো।টুনকু অনেক বড় হোক এবং একজন মানুষের মতো মানুষ হোক, এমনটাই প্রত্যাশা করছি। আশা করছি সে একদিন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে।টুনকু বাবুর জন্য দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি নতুন অতিথিকে বরন করার বিষয়টি দাদার পোস্টে পড়েছিলাম। কিন্তু আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম যে আপন বেশ এক্সাইমেন্ট। আমাদের সবার গাবলু সোনা অনেক বড় হউক। অনেক ভালো মনের মানুষ হউক আর অনেক সুন্দর জীবন হউক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুনকুর জন্য অফুরন্ত ভালোবাসা রইল দিদিভাই। বড় হয়ে, ও ওর ছোট কাকুর মত মানুষ হয়ে উঠুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে নতুন অতিথি বাসায় আসলে আনন্দের সীমা থাকে না। জুনিয়র টিনটিনকে খুবই কিউট লাগছে। টুনকু সুস্থভাবে পৃথিবীতে বেড়ে উঠুক এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার পোস্টে পড়েছিলাম টুনকুর বাড়ি ফেরার আনন্দে পুরো বাড়িটা নাকী আপনিই সাজিয়েছিলেন। বেশ সুন্দর লাগছিল কিন্তু দিদি। আপনাদের পরিবারে নতুন আরেকজন সদস্য চলে এলো। আপনি ওকে গাবলু নাম দিয়েছেন। এটাও বেশ চমৎকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট্ট গাবলু বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো। তার জীবন যেনো আনন্দে ভরে উঠে এই প্রার্থনাই করি। বাবুর জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশেষে বড় দিদি টুনকুকে নিয়ে বাড়ি এলো।আপনি খুব সুন্দর আয়োজন করলেন টুনকুর আগমনে।দোয়া করি টুনকু মানুষের মতো মানুষ হোক।সুস্থ ও সুন্দর থাকুক এই কামনাই করি। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন সদস্যর জন্য অভিনন্দন। তবে এটা দেখে বেশ ভালো লাগলো নতুন অতিথিকে বরণ করার জন্য ঘর সাজিয়েছেন। কেক জানিয়েছেন। যদিও দাদার পোস্ট থেকে পড়েছিলাম। সব মিলিয়ে সবার জন্য শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার ছোট ছেলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। হসপিটাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে আর বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে জেনে খুবই খুশি হলাম দিদি। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইতিমধ্যে কিন্তু আমরা দুটো নাম পেয়ে গেছি দিদি, একটা হলো গাবলু আর একটা হলো টুনকু, নামগুলো দারুণ। অফুরন্ত ভালোবাসা রইল আমাদের গাবলু সোনামণির জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit