বেড়াতে যাওয়ার আগে শপিং মাস্ট🤓

in hive-129948 •  19 days ago  (edited)

নমস্কার বন্ধুরা,


অনেকদিন পর আজকে আবার শপিং করতে গেলাম ডায়মন্ড প্লাজাতে । অলরেডি ক্রিস্টমাস উইক চলছে। কলকাতা শহরের চারদিকে লাইটিং আর লাইটিং ।অনেক জায়গায় আবার মেলা বসেছে ।শীতকালে এই দিনগুলো আবার ভীষণ ভালো লাগে। যেন মনে হয় চার দিকটা জমজমাট ।যখনই শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসি বিশাল একটা আনন্দ কাজ করে ।যেহেতু ছোটো বেলা থেকে কলকাতায় বড় হওয়া। তাই যখনই আমি আমার বাড়িতে আসি তখনই মনে হয়ে যায় একটু এদিক ওদিক কোথাও ঘুরে আসি।

WhatsApp Image 2024-12-23 at 03.18.18.jpeg

ডায়মন্ড প্লাজা আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট। দুদিন পর পুরীতে ঘুরতে যাব আপনারা হয়তো জানেন আমি প্রতি বছরই পুরীতে যাই । আর কোথাও ঘুরতে যাওয়ার আগে কেন জানিনা নতুন কিছু জামা কাপড় কিনতে ইচ্ছে করে । যাইহোক রাত আটটা নাগাদ ডায়মন্ড প্লাজা চলে গেলাম। মলে গিয়ে দেখলাম প্যান্টালুনস, ট্রেনন্ডস, ম্যাক্স সব জায়গাতে প্রায় ৫০% করে ছাড় দিচ্ছে ।আর যেহেতু আজকের রবিবার ছিল,অনেক ভিড় ছিল কোনো জায়গাতে দাঁড়ানোর মত অবস্থা ছিল না ।বিশেষ করে জামা কাপড়ের দোকান গুলোর কথাই বলছি ।

WhatsApp Image 2024-12-23 at 03.17.58.jpeg

প্রথমে গিয়েছিলাম প্যান্টালুনস এ ওখানে যে পরিমাণ ভিড় মনে হল জামাকাপড় কিনে ট্রাইল দিতে দিতে আমার রাত হয়ে যাবে ।আর তার মধ্যে যেহেতু আটটার সময় বেরিয়েছিলাম তাই আর ওখানে দাঁড়ালাম না, সোজা চলে এলাম ট্রেনডস এ।অনেকদিন পর ট্রেন্ডস এ ঢুকলাম ।গত এক বছর ধরে খুব একটা কালেকশন এখানে ভালো লাগছিল না। কিন্তু আজকে এসে দেখলাম প্রতিটা কালেকশন খুবই ভালো, বিশেষ করে শীতের ড্রেসগুলো ।

WhatsApp Image 2024-12-23 at 03.17.57 (1).jpeg


যে কটা জামা তুলেছি ট্রায়াল দেওয়ার জন্য। সব কটা জামাই আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে থেকে একটা রেখে বাদবাকি চারটে জামা নিয়ে বিলিং কাউন্টারে চলে গেলাম। ভাবছিলাম অনেকটা লেট হবে কিন্তু অনেকগুলো কাউন্টার থাকায় খুব একটা দাঁড়াতে হলো না তাড়াতাড়ি বিলিং করে চলে গেলাম ফুট কোটে। যেহেতু আমি আমার বোনকে নিয়ে এসেছিলাম তার মধ্যে এতটা শপিং করেও আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি একটা ফিশ ফ্রাই আর চাওমিন এর সাথে চিলি চিকেন কম্বো নিয়ে নিলাম। বেশ তাড়াতাড়ি আমাদের খাবার চলে এলো ।

WhatsApp Image 2024-12-23 at 03.17.57.jpeg


খেয়ে যখন উঠেছি অলরেডি তখন দশটা বাজতে যায় তার মধ্যে আমাদের বাড়িও যেতে হবে,এই ভেবে যখনই গ্রাউন্ড ফ্লোরে এসে নামলাম তখন কসমেটিকসের দোকানে দেখছি অনেকটা অফ দিয়েছে । যেহেতু আমি একেবারেই সাজিনা সাজার মধ্যে কাজল আর লিপস্টিক ।তাও দোকানটাতে ঢুকে দেখলাম দারুন দারুন নেলপালিশের কালেকশন আছে। তার মধ্যে তিনটে নিলে একটা ফ্রি। আর আমার কাছে এই কালারগুলো একেবারেই ছিল না ।তাই নিজের পছন্দমত তিনটি কালার তুলে নিলাম আর ফ্রি পেতে কার না ভালো লাগে ।নিয়ে নিলাম চারটে নেল পলিশ।যাই হোক দারুন একটা সময় কাটিয়ে এবং বেশ মনের মতো করে শপিং করে বাড়ি চলে এলাম।

WhatsApp Image 2024-12-23 at 03.17.59 (1).jpeg

WhatsApp Image 2024-12-23 at 03.17.59.jpeg

WhatsApp Image 2024-12-23 at 03.17.58 (2).jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঘুরতে যাওয়া আর শপিং এ দুটো বিষয় যেন একে অপরের সাথে ওতপ্রেতভাবে জড়িত। ডায়মন্ড প্লাজার প্রত্যেকটি পণ্যই দেখতেছি বেশ চমৎকার জামাকাপড় ।নেলপলিশ সহ প্রত্যেকটা জিনিস। কালেকশন এত সুন্দর হওয়ার কারণেই হয়তো বা আপনার সেখানে যাওয়া হয়। যাইহোক শপিং করতে যাওয়ার সুন্দর কিছু মুহুর্ত এবং অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ বৌদি।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.852664829002571 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

শপিং এ গেলে কিছু কিনি আর না কিনি নেইলপালিশ অবশ্যই কিনব। হা হা হা । নেশা যেন। কোথাও বেড়াতে যাওয়ার আগে অনেকেই শপিং করতে ভালোবাসে। আমি যদিও শপিং এর বিষয়ে অনেকটাই কুঁড়ে। যাইহোক ভালো ভালো কালেকশন এসছে জেনে ভালো লাগল। অনেকদিন কলকাতায় শপিং করা হয় না।

বাহ,ঘুরতে যাওয়ার আগে শপিং করার মজাই আলাদা।বৌদি বেশ সুন্দর সুন্দর জামা শপিং করেছো দেখছি,আর নেলপলিশের কালারগুলিও অসাধারণ লাগছে।খাবারটিও বেশ লোভনীয় ছিল মনে হচ্ছে, ধন্যবাদ।

ডায়মন্ড প্লাজা মল সত্যিই কেনাকাটি করার এক দারুন জায়গা। আমি বেশ কয়েকবার গিয়েছি। আপনার বাড়ি তো তবে দারুন জায়গায়। দুদিন আগে ওই মলের উল্টোদিকে আদিত্য একাডেমী স্কুলে একটা কাজে গিয়েছিলাম। ভালো করে ঘুরে আসুন পুরী থেকে। পুরী আমার অলটাইম ফেভারিট জায়গা। সেখানকার সমুদ্র স্নান বাঙালির কাছে যেন এক অন্যরকম পাওয়া। সকলে মিলে খুব আনন্দ করুন।

আদিত্যতে আমার ভাই বোনরা পড়ে।
সত্যি বলতে পুরী আমার অসম্ভব ভালো লাগার জায়গা।খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ।

আসলেই দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে শপিং না করলে হয় না। আপনার বোনকে নিয়ে বেশ ভালোই শপিং করেছেন বৌদি। পাশাপাশি ফুড কোর্টে গিয়ে খাওয়া দাওয়া করেছেন দেখছি। জামা গুলো যেমন সুন্দর হয়েছে, তেমনি নেলপলিশ গুলোও সুন্দর হয়েছে। তাছাড়া একটি নেলপলিশ তো ফ্রি তে পেয়ে গেলেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

শীতে দিদি জামা কাপড়ের উপর বড় বড় ব্যান্ডের দেকানগুলোতে কিছু ছাড় দেয়। এজন্য শপিং করতেও ভালো লাগে । এবারো তাহলে পুরীতে যাবেন দিদি। তিনটা নেলপালিশের সাথে একটা ফ্রি এটা ভালো লাগলো। আপনার বোনকে ভাল সময় অতিবাহিত করেছেন।

একদম ঠিক বলেছেন দিদি কোথাও ঘুরতে যাওয়ার আগে শপিং না করলে জমে না। দিদি বেশ দারুন কিছু জামা কিনেছেন প্রত্যেকটি জামার কালার খুব সুন্দর ছিল। এবং নেলপলিশের কালার গুলা এককথায় জাস্ট অসাধারণ।ধন্যবাদ দিদি চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

তিনটি নেলপালিশ কিনে একটি ফ্রি পেয়েছেন জেনে ভালো লাগলো দিদি। নেলপালিশের কালার গুলো একটু বেশি সুন্দর। আর ড্রেস গুলোও দারুন হয়েছে দিদি। কেনাকাটা করতে সত্যি অনেক ভালো লাগে।

কোথাও ঘুরতে গেলে কেনাকাটা তো করতেই হয়।আপনি আপনার বোনকে নিয়ে ৮ টায় গেলেন।আর নতুন নতুন কালেকশন দেখে নিজের প্রয়োজনীয় কেনাকাটা করে ফুড কোটে গিয়ে খাবার খেয়ে নিয়ে ভালো ই করেছেন। ফ্রি কিছু পেলে সত্যি ই আমার ও খুব ভালো লাগে। আপনার কেনাকাটা দেখে আর অনুভূতি গুলো পড়ে খুব ই ভালো লেগেছে দিদি।পুরী ঘুরে আসুন আনন্দ নিয়ে এই কামনাই করি।অনেক অভিনন্দন জানাই আপনাকে দিদি।

অনেক কেনাকাটা করেছেন দেখছি দিদিভাই, আপনার পুরী ভ্রমণ ভালোভাবে সফল হোক এবং সেখানকার ভ্রমণের মুহূর্ত নিয়ে আপনি লেখালেখি করিয়েন এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি ভ্রমণটা ভাগ করে নিয়েন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

জীবন হোক আনন্দময়।

বেড়াতে যাওয়ার আগে শপিং না করলে, বেড়ানো পরিপূর্ণতা পায় না। অনেক কিছু কেনাকাটা করলেন। শপিং করতে কিন্তু দারুন লাগে। ধন্যবাদ।