নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাবের কালী পূজার কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
কলকাতার দিকে দমদম এ সবথেকে ভালো কালীপুজো হয় ।এই দমদমে কালীর পুজো দেখার জন্য বহু মানুষ দূর দুরান্ত থেকে ছুটে আসে।
বারাসাত আর মধ্যমগ্রাম কালী পূজা মন্ডপের জন্য খুব বিখ্যাত দমদম তেমন কলকাতায় কালী পূজার জন্য তেমনিই জনপ্রিয় ।এখানে জনপ্রিয় এই কারণেই এখানে পূজা মন্ডপ গুলো সমস্ত কিছুর রাস্তার উপরেই করা হয়। এবং এত সুন্দর ভাবে সাজিয়ে মন্ডপ গুলো বানানো হয় এবং খুব স্বল্প জায়গার মধ্যে পূজা মন্ডপ গুলো তৈরি করে। তাতে করে দেখতেও ভীষণ সুন্দর লাগে।
এই প্যান্ডেলটির থিম হলো জবা।
অশুভ এবং মন্দের সংহার করতে দেবাদিদেব মহাদেবের তৃতীয় নয়ন থেকে আবির্ভাব হয় শক্তিরূপিনী দেবী কালীর ।মহাদেব হলেন আদি এবং মা কালী হলেন অন্তঃকাল ।অর্থাৎ ভগবান শিবের স্ত্রী মা কালীর আরাধনার প্রধান উপকরণ হলো জবা। গন্ধহীন এই ফুলের রক্তবর্ণ যেন মায়ের তেজের প্রতিরূপ । সকল ফুলের সৌন্দর্য এবং সৌরভ এই তেজের কাছে পরাজিত। জবার রূপের যেন কোন কৃত্রিমতাই নেই। রয়েছে শুধু বিশুদ্ধতা এবং পবিত্রতা। মা কালী ও তার শক্তিরূপে এবং তেজ এর বিচ্ছুরণে এক অতুলনীয় রূপসী মূর্তি ধারণ করেছে। সৃষ্টি করেছেন সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন।
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
আসলে একেক জায়গা একেকটা জিনিসের জন্য জনপ্রিয়। আর সেই জনপ্রিয় জায়গা গুলোতে লোকজনের আনাগোনা সবচেয়ে বেশি দেখা যায়। তাইতো দমদমের কালীপূজা এতো জনপ্রিয় বলে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে পূজার মন্ডপ দেখতে। যাইহোক স্বল্প জায়গায় তারা পূজার মন্ডপ চমৎকার ভাবে সাজিয়েছে। ফটোগ্রাফিতে দেখতেই কতোটা সুন্দর লাগছে, আর সামনাসামনি মনে হচ্ছে আরও সুন্দর লেগেছে দেখতে। প্যান্ডেলের থিমটাও চমৎকার হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে বৌদি। সম্পূর্ণ পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলকাতার অনেক জায়গার নাম শুনেছিলাম দমদম ও তার মধ্যে একটি। তবে এসব জায়গাগুলো দেখতে কি রকম তার আগে কোন ধারণা ছিল না তবে দমদমের সেই বিষয়গুলো পড়ে অনেক ভালই লাগলো। এছাড়াও বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয় বস্তুগুলো বিখ্যাত হয়ে থাকে সেই বিষয়েও আপনি মাঝে মাঝে আমাদের কাছে শেয়ার করেন। তবে এই কালীপুজোর থিমটি আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছে। অন্যান্য কালী পূজার তুলনায় এটি একটু আমার কাছে ব্যতিক্রম লাগল। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা কিন্তু সত্যিই জানা ছিল না দিদিভাই। তারমানে কালী পূজাতে অবশ্যই জবা ফুল লাগবে। বেশ তথ্যবহুল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পড়ুন? আপনি কি বিনিয়োগ, বিটিসি, ফরেক্স, এনএফটি, ক্রেডিট কার্ড ইত্যাদি স্ক্যামের শিকার? আপনি একটি প্রতারণা পত্নী তদন্ত করতে চান? আপনি কি ক্রেডিট মেরামত চান (সমস্ত ব্যুরো)? Gmail এর মাধ্যমে হ্যাকার স্টিভ (ফান্ডস রিকভারি এজেন্ট)-এর সাথে যোগাযোগ করুন: [email protected] শুরু করতে যত তাড়াতাড়ি সম্ভব। তিনি নৈতিক হ্যাকিং, ক্রিপ্টোকারেন্সি, জাল বিনিয়োগ স্কিম, পুনরুদ্ধার কেলেঙ্কারি, ক্রেডিট মেরামত ইত্যাদির সমস্ত ক্ষেত্রে বিশেষজ্ঞ। সেখানে নিরাপদে থাকুন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইন্ডিয়ায় বেশিরভাগ পুজোর প্যান্ডেল গুলোই কোন না কোন থিমের উপর তৈরি করা হয়। এ ব্যাপারটা আমার দারুন লাগে। অসাধারণ লাগছিল দিদি মায়ের পুজোর এই পোস্টটা। দমদমের কালীপুজোর কথা এর আগেও আমি শুনেছি তবে ছবিতে এবারই প্রথম দেখা হল আপনার মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit