নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে মুদিয়ালি ক্লাব সর্বজনীন পূজা মন্ডপের কিছু কিছু ছবি ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
কলকাতার কিছু কিছু পুজো দেখলে কিন্তু মনে অনেকটা দাগ কেটে যায়। কারণ বেশিরভাগ মানুষ এখন পুজো দেখতে যায় ঠিকই কিন্তু তার থেকে বেশি যেটা দৃষ্টি আকর্ষণ করে সেটা হল পূজা মন্ডপ। ২০২২ এ দেখা একটু পূজা মন্ডপ আমার কাছে আজও মনে আছে তখন প্রায় করোনার পরপর।
সেই সময়টা ভিড় ছিল আবার খুব একটা ভিড় ছিল না। কিন্তু পুজো মন্ডপে যে পরিমাণ ভিড় হয় ,সেই তুলনায় অনেকটাই কম ছিল ।এই মন্ডপকে আমরা একটু দূর থেকে দেখেছিলাম ।কারণ দূরত্ব বজায় রেখেই মণ্ডপ দেখানো হয়েছিল। সেখানে যখন আমরা পৌঁছে ছিলাম বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম। আর যখন আমি মন্ডপে ভেতরে ঢুকি সত্যি বলতে চোখ যেন ধাঁধিয়ে গিয়েছিল। আর শোলা দিয়ে ব্যবহার করেছিল পদ্ম ফুলের কুঁড়ি। যেহেতু করোনা পরবর্তী, তাই সেই থিমকে বজায় রেখে এই পূজা মন্ডপটির নাম ছিল প্রতীক্ষা।
এই প্যান্ডেলটির থিম হলো প্রতীক্ষা।
আলোক সজ্জাতে ব্যবহার করা হয়েছিল সৌর বিদ্যুৎ ।এছাড়া লোহার কাঠামো দিয়ে উপরে ফিতে দিয়ে নানা রকম কারুকার্য তৈরি করা হয়েছিল। এমনকি এই পূজাতে সাবেকি প্রতিমা তৈরি হয়েছিল।
মাঝে মাঝে আমরা এমন কিছু পুজোর মণ্ডপ দেখি যা দেখলেও যেন মনে হয় মন ভরে না। তেমনি একটি পুজো মণ্ডপ বলা যেতে পারে এটি ।এই পুজো হলো দক্ষিণ কলকাতার পুজো। দক্ষিণ কলকাতার প্রত্যেকটি পুজোই নজর কাড়া পুজো হয় ।তাছাড়াও এই মন্ডপের মধ্যে একটা ঝলমলে আলোকসজ্জা ছিল ।তার জন্য আরও বেশি মন্ডপটি ফুটে উঠেছিল ।আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে,তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আসলে দিদি কলকাতার পুজো মন্ডপ গুলো এত সুন্দর করে সাজায় এবং এত সুন্দর সুন্দর থিম দিয়ে উপস্থাপন করে, যেটা সত্যিই অনেক প্রশংসার যোগ্য। মুদিয়ালি ক্লাব এর পুজো মন্ডপটা আমার সামনে থেকে দেখা না হলেও মোটামুটি তোমার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি যে কতটা সুন্দর করে সাজিয়েছিল। পুজো মন্ডপে ভিড় একটু কম থাকলে ঘুরে মজা আছে, বেশি ভিড় থাকলে ঘুরতেও খুব বেশি একটা ভালো লাগে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর করে পুজোর মন্ডপটা সাজানো হয়েছে দেখে তো বেশ ভালো লাগলো। যেহেতু করোনার পরপরই ছিল তাই মনে হয় ভিড় তত বেশিও ছিল না। পুরোটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে, এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। এত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে পুরোটাই অনেক ঝলমল করছে আর সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর করে আমাদের মাঝে এগুলো শেয়ার করেছেন। এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পূজা মন্ডপটি দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না বৌদি। থিমটাও খুব সুন্দর হয়েছে। কতো সুন্দর ভাবে সাজিয়েছে সবকিছু। তাছাড়া আলোকসজ্জা গুলো একেবারে চোখ ধাঁধানো। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন বৌদি। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পূজা মন্ডপটির নাম প্রতীক্ষা জেনে খুবই ভালো লাগলো দিদি। আর নামটি যেমন দারুন ছিল তেমনি ছিল ডেকোরেশন। পূজার থিমটা সত্যিই অসাধারণ ছিল। এত সুন্দর করে পূজা মন্ডপটি সাজানো হয়েছে দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit