নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বরানগরের একটি পূজামণ্ডপের কিছু ছবি ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
এই পুজো মণ্ডপটি বরানগরে হয়েছিল। এই মন্ডপটি প্রতি বছর আমি দেখতে যাই ।আসলে কলকাতার অনেক মণ্ডপকে এই মন্ডপের কারুকার্য হার মানিয়ে দেয় ।কারণ এখানকার মন্ডপের কারুকার্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। কিন্তু একটু ব্যাক সাইডে বলে খুব একটা এখানে ভিড় হয়না। তবু লাস্ট কিছু বছর ধরে তুলনামূলকভাবে ভিড় হয় ।আর আমরা এই ঠাকুর পূজোর প্রথম প্রথমে দেখে নিই তাই ফাঁকায় ফাঁকায় দেখা হয়ে যায়। আমার কাছে প্রতি বছরের মতো গত বছরের পূজা মন্ডপটি খুব ভালো লেগেছে ।আসলেই কিছু শিল্প কার্য হয় যা দেখে শিল্পীকে কুর্নিশ জানাতে হয় ।তেমনই পূজা মন্ডপটি একটি উদাহরণ ।
এই প্যান্ডেলটির থিম হলো অন্তহীন।
বিপুলা এই পৃথিবী অনন্ত তার সম্পদ অবিরাম। তার পথ চলা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। তার অপার রহস্যের সন্ধানে ছুটে চলেছে অন্তহীন পথে। আদি আর অন্ত আজও আমাদের কাছে রহস্যই। সৃষ্টির সূচনা থেকে বিবর্তনকে সঙ্গে নিয়ে কত সহস্র উদ্যান পতনকে ভিত্তি করে আজকে পৃথিবীর উত্তরণ। সময়ের ত্বরনী বেয়ে অন্তহীন পথে সীমাহীন তার ভেসে চলা। ফেলে আসা অতীত , কালের অতলে তলিয়ে গেছে তাকে তো আমরা ছুঁতে পারি না ।আগামী তো অনন্ত সেও আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আমরা ছুঁতে পারি কেবলমাত্র বর্তমানকে। আমাদের বেঁচে থাকা শুধু বর্তমানটুকু নিয়ে ।এই ভাবনা সম্বল করেই আমরা মাতৃ বন্দনার প্রস্তুতি নিয়েছি ।মন্ডপ সজ্জায় প্রাগৈতিহাসিক যুগ পেরিয়ে কত শত নগরীর ধ্বংসাবশেষ পেরিয়ে আধুনিক পৃথিবী রূপান্তরকে রূপদান করেছি পা ফেলেছি বর্তমানে ।অতীত আর ভবিষ্যতের মেলবন্ধনকারী বর্তমানকেই এই মাতৃ পূজার অঙ্গনে দেখানো হয়েছে। সহস্র মন্দিরকে সাক্ষী রেখে মাতৃ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে ।সহস্র আলোক বাতি জ্বালিয়ে মা কে বরণ করা হয়েছে ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাঙালির প্রিয় উৎসব দূর্গাপূজা। আপনার ছবির সাথে লেখার সাথে আমিও ঘুরে নিলাম বরাহনগরের দুর্গাপূজা।
কী দারুণ প্রতিটি ছবিই। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্! বরানগরের পূজা মন্ডপ দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না বৌদি। শিল্পীরা খুবই নিখুঁতভাবে সবকিছু তৈরি করেছে। এমন আয়োজন দেখতে তো একটু ব্যাক সাইডে গেলেও কষ্টটা সার্থক হয়ে যায়। তাছাড়া তাদের থিমটাও দারুণ লেগেছে। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম জাহাজের আদলে পূজা মন্ডপটি। ডেকোরেশন, কারুকাজ, আলোকসজ্জার প্রশংসা করতেই হয়। চোখ ছানাবড়া হয়ে গিয়েছে দিদিভাই, এককথায় দুর্দান্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit