নমস্কার বন্ধুরা,
গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার । শ্রাবণ মাসের প্রথম সোমবার বাঙ্গালীদের মধ্যে অনেকেই মহাদেবের পুজো করেন এবং উপোস থাকেন। বাবার মাথায় জল ঢেলে তবেই খাবার গ্রহণ করে এবং যারা উপোস করেন তারাও দিনশেষে সাবু বা অন্যান্য ফল খেয়ে থাকে।
আমাদের বাড়িতেও এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার নিরামিষ খাবার হয়ে থাকে। গত বছর পর্যন্ত মা শ্রাবণ মাসের প্রতিটা সোমবার উপোস করে বাবার মাথায় জল ঢালতো ।কিন্তু এই বছর প্রথম মাকে দেখলাম অসুস্থ থাকার জন্য উপোস করতে পারেনি। তবে যাই হোক আমি শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে নিজের মতো করে ক্লে দিয়ে শিবলিঙ্গ তৈরি করেছি।
উপকরণ
• কালো রংয়ের ক্লে
• তুলি
• সাদা ও লাল ফেব্রিক কালার
প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ
তৃতীয় ধাপ
চতুর্থ ধাপ
পঞ্চম ধাপ
ষষ্ঠ ধাপ
সপ্তম ধাপ
অষ্টম ধাপ
নবম ধাপ
দশম ধাপ
VOTE @bangla.witness as witness
OR
__
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ! দারুণ হয়েছে দিদি ভাই। সত্যি ক্লে দিয়ে অনেক কিছুই সুন্দরভাবে উপস্থাপন করা যায়। বাড়িতে বেশ কিছু ক্লে রয়েছে চিন্তা করছি কিছু তৈরী করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওম নমঃ শিবায়৷
সুন্দর হয়েছে শিবলিঙ্গ৷
এর সাথে সবুজ ক্লে দিয়ে একটা বেলপাতা করে দিলে কেমন হত দিদি? ছোটবেলায় আমরা গ্রামের বাড়িতে মাটি দিয়ে তৈরি করতাম। আর সামনে একটা মাটির প্রদীপও রেখে দিতাম। সেই সব মনে পড়ে গেল।
আজকাল আর মাটিতে হাত দিতে হয়না। এই আর্টিফিশিয়াল ক্লে রঙিন করে দিয়েছে সব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা বেলপাতা দিলে তো খুব ভালো লাগতো ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে দিয়ে অসাধারণ শিবলিঙ্গ বানিয়েছেন দিদিভাই। মন ভরে গেল৷ নিখুঁত হয়েছে। আমার কন্যা কিছুদিন আগে একটি শিবলিঙ্গ বানিয়েছিল৷ তবে পিচবোর্ড দিয়ে৷ সেটি রেখে দিয়েছি যত্ন করে৷ আপনার কাজটা দারুণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লে আসলেই খুব দরকারী একটি জিনিস। ক্লে দিয়ে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তাছাড়া ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতেও খুব সুন্দর লাগে। যাইহোক ক্লে দিয়ে চমৎকার ভাবে শিবলিঙ্গ তৈরি করেছেন বৌদি। এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit