নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে ভরতপুর বিচের কিছু ছবি এবং সেখানে কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি আপনাদের ভালো লাগবে।
কয়েক মাস আগে যখন আমরা আন্দামানে ঘুরতে গিয়েছিলাম সেখানে নীল আইল্যান্ডে লাস্ট দিন গিয়েছিলাম ।নীল আইল্যান্ড হচ্ছে আন্দামানের খুব ছোট্ট একটি দ্বীপপুঞ্জ। এবং সেখানে ঘোরার জায়গা বলতে তিনটি জায়গা রয়েছে। যার মধ্যে ভরতপুর বিচ পড়ে।
এই বিচটি এত সুন্দর এবং এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মত হয় । আসলেই আন্দামান এই পুরো জায়গাটাই অপূর্ব সৌন্দর্যের এক জগৎ বলা যেতে পারে ।
আমরা আন্দামানের তিনটি দ্বীপপুঞ্জের মধ্যে যখন নীল আইল্যান্ডে গিয়েছিলাম প্রথম দিনকেই আমরা এই ভরতপুর বিচ দেখেছিলাম ।আসলে সূর্যাস্ত দেখতে কতটা সুন্দর লাগে তা নিজের চোখে না দেখলে হয়তো বোঝানো যাবে না। আর যদি সামনে সমুদ্র থাকে আর তার মধ্যে যখন সূর্য অস্ত যায় যেন মনে হয় জলের সাথে একেবারে সূর্যটা মিশে যাচ্ছে। সে যে কি অপরূপ দৃশ্য তা দেখার মত হয় । আর সেটাই আমরা পুরোপুরি ফিল করেছিলাম যখন আমরা এই ভরতপুর বিচে এসেছিলাম ।
বেশ এক ঘন্টা ধরে এই দৃশ্য আমরা দেখেছিলাম দাঁড়িয়ে। যেন প্রতি মুহুর্তে একটা আলাদা আনন্দ এবং একটা আলাদাই উত্তেজনা কাজ করছিল। যেন মনে হচ্ছিল যে আরো আরো কিছুক্ষন যদি দেখতে থাকতাম, তাহলেও ভালো লাগতো ।
এখানকার সাদা বালি আর তার ওপর যে জল, বিশ্বাস করুন জল এতটাই পরিষ্কার যে দেখলে মনে হবে শুধু বালি। কিন্তু তার উপর যে কাঁচের মত পরিষ্কার জল রয়েছে। সেটা না ধরলে কিন্তু একেবারেই বোঝা যাবে না ।তেমন একটি ছবি আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ।
ভরতপুর বিচে সূর্যাস্ত দেখে আমরা গাড়ি ধরার জন্য আরেকটু হেটে যাচ্ছিলাম। তার সাথেই দেখলাম যে বিচের সাথে লাগোয়া কয়েকটি ছোট দোকান বসেছে। আর তার সাথেই কিছু স্নাক্স খাওয়ার মত দোকান ছিল । তখনের ওয়েদার এতটা সুন্দর ছিল যেন মনে হচ্ছিল আরও কিছুটা সময় সেখানে বসে যাই ।তাই আমরা সাথে নিয়ে নিয়েছিলাম যার ভেজ ম্যাগি এবং চা।
প্রকৃতির সাথে যেন আমরা মনে হচ্ছিল মিশে গিয়েছিলাম ।যেমন সুন্দর আবহাওয়া তেমন সুন্দর আকাশের রং। সব মিলিয়ে যেন আমরা ভরতপুর বিচটা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আনন্দ উপভোগ করেছিলাম ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সত্যি দিদি ভারতপুর বীচের সৌন্দর্যটা অনেক ভালোভাবে উপভোগ করলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম সুন্দর বীচে ঘুরতে গেলে অনেক ভালো সময় কাটানো যায়। প্রত্যেকটা মুহূর্ত আপনারা অনেক ভালোভাবে অতিবাহিত করেছিলেন এটা তো দেখেই বুঝতে পারতেছি। ঘুরাঘুরি করার পাশাপাশি খাওয়া-দাওয়া ও করেছিলেন দেখে খুব ভালো লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর করে মুহূর্তটা সবার মাঝে শেয়ার করেছেন দিদি। সব মিলিয়ে পুরোটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অপূর্ব সব ছবি। ভরতপুর বীচের নাম শুনেছি৷ অসাধারণ সৌন্দর্য। কিন্তু যাওয়া হয়নি৷ সবথেকে ভালো বিষয় হল এখানে সমুদ্রের জল পুরী বা দীঘার মত দুষিত হয়ে যায়নি। এই মনোরম বীচে আপনার অভিজ্ঞতা বেশ ভালো লাগলো। আন্দামান সত্যিই ছবির মত সুন্দর। শুধু বিভিন্ন সাইক্লোন জায়গাটির প্রচুর ক্ষতি করে দেয়৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছেন দেখেই তো খুব ভালো লেগেছে। এরকম জায়গা গুলোতে ঘুরতে গেলে কিন্তু, মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটাও দেখছি অনেক ভালোভাবে উপভোগ করেছিলেন। অনেক সুন্দর করে আপনি আবার অনেকগুলো ফটোগ্রাফিও করেছেন, যেগুলো দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। ঘুরাঘুরির মুহূর্তটার সাথে ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভরতপুর বিচ তো দেখছি আসলেই খুব সুন্দর। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে যে কি ভালো লাগে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পানি তো দেখছি একেবারে স্বচ্ছ। বালির উপর যে পানি রয়েছে, সেটা আসলেই বুঝা যাচ্ছে না। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন বৌদি। আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন সেখানে। সবমিলিয়ে পোস্টটি ভীষণ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জায়গাটি দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে আপু। যেহেতু ফটোগ্রাফির মাধ্যমে ভীষণ ভালো লাগলো আমার দেখে। সূর্যাস্তের দৃশ্যটা আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের মত। আন্দামানে গিয়ে তো আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘোরাঘুরি করলেন। সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো। বিশেষ করে ফটোগ্রাফি গুলো দেখে এবং অনুভূতিগুলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদিভাই, ভরতপুর বিচে সময়টা যে আপনারা দারুণ উপভোগ করেছেন, তা কিন্তু বুঝতেই পারছি অন্তত ছবিগুলো দেখে। ভার্চুয়ালি ঘুরে ফেললাম জায়গাটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে প্রকৃতির নতুন রূপ ধারণ করে। আর প্রকৃতির সেই সুন্দর রূপ দেখে ভালো লাগে। নীল আইল্যান্ডের ভরতপুর বিচে অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি দিদি। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলোও দারুন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit