নমস্কার বন্ধুরা,
প্রথমে সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমি বিজয়া দশমীর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম।
চারদিন আগে ছিল দশমী। এই দুর্গাপুজোর চারটে দিন বাঙ্গালীদের কাছে বিশাল আনন্দের মুহূর্ত ।আনন্দের দিন ও বলা যেতে পারে ।এই দুর্গাপুজোর সময় ছোটো থেকে বড় সকলেই আনন্দে মেতে ওঠে।বাঙ্গালীদের বারো মাসে তেরো বারবোন হলেও দুর্গা পুজো কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয় ।
এই একটা বছরের অপেক্ষা শেষ হলো আর পুজো শেষ হওয়ার সাথে সাথেই মনটা কেমন খারাপ হয়ে যায় ।কারণ আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে মা কবে আসবে! এই সময়টাতে যেন আনন্দের শেষ থাকে না ।মাঝে মাঝে তো মনে হয় যেন এরকম আনন্দ যদি সবসময় বাঙ্গালীদের মধ্যে থাক তো তাহলে কত ভালো হতো।
দশমীর দিন দুর্গা ঠাকুরের বিসর্জন হয়। বিসর্জন বলতে চারটে দিন মা মর্তলোকে কাটিয়ে আবার কৈলাসে ফিরে যায় । বিসর্জনের দিন সব বাঙালিদেরই খুবই মন খারাপ থাকে। কারন চারটে দিন এত হৈ হুল্লোর করে কাটে। আর দশমীর দিন দূর্গা মা কৈলাসে যায় বলে সকলেরই মন কিছুটা হলেও ভারাক্রান্ত থাকে।আসলেই 'দশমী' কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে বাঙালির আবেগ ও মনখারাপ মিশ্রিত একটি অনুভূতি।
এই দশমীর দিনকে সকল হিন্দু পরিবারের মায়েরা এই দিনকে দেবীবরণ করেন এবং মাকে মিষ্টিমুখ করানো হয় ।তারপরেই চলে মহিলাদের সিঁদুর খেলা। এই মুহূর্তটা ভীষণ সুন্দর এবং দেখার মত হয়।
প্রতি বছরই এই দিনটা আমি আমার মায়ের সাথে থাকি। কারণ এই সুন্দর মুহূর্তটা একটুও মিস করতে আমার ইচ্ছা করে না। এই দশমীর দিনকে মা কাকিমারা যখন দেবী বরণ করে ওই সময়টাতে আমারও মন খুব খারাপ হয়ে যায় ।তারপর পরক্ষণেই মনে হয় আবার একটা বছরের অপেক্ষা। এই অপেক্ষা নিয়ে থাকতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবশেষে যখন সিঁদুর খেলা হয় সেই সময়টার সামিল হই কারণ আমরা ছোটরাও এই খেলায় মেতে উঠি।তারই কিছু সুন্দর মুহূর্ত আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সত্যি দিদি একটি বছর অপেক্ষার পর পূজোর আনন্দে সবাই মেতে উঠে।কিন্তু দশমীর দিন দেবী বরণ করার পর মনটা খারাপ হয়ে যায় সকলের।আবার সেই একটা বছরের অপেক্ষা। আপনি এই দিনটিতে মা, কাকীমার সাথে সময় কাটাতে পছন্দ করেন, জেনে ভীষণ ভালো লাগলো।বড় -ছোট সকলে সিঁদুর খেলায় মেতে উঠেন। সবাইকে খুবই প্রানবন্ত লাগছে।আপনাকে ও খুব মিষ্টি লাগছে শাড়িতে।ধন্যবাদ দিদি সুন্দর মূহুর্ত গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। আসলে পুজো যখন শেষ হয় কিংবা কোন উৎসব যখন শেষ হয় তখন সত্যি মন খারাপ হয়ে যায়। দিদি আপনাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে ।শাড়ি পরে আপনাকে একেবারে বাঙালি বধুর মত লাগছে। খুব সুন্দর লাগছে দিদি। 😍😍😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলব, দিদিভাই ছবিতে আপনাকে অনেক সুন্দর লাগছিল। এটা সত্য উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই শেষ হয়ে গেলে, একটু খারাপই লাগে। তবে যাইহোক, আগামীতে এমন মুহূর্ত আবারো আসুক এমনটাই প্রত্যাশা করি।
শুভেচ্ছা রইল 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরোটা বছর অপেক্ষার পর এই পাঁচটা দিনের অপেক্ষায় থাকেন আপনারা। বেশ আনন্দে কাটে। কিন্তু বিদায় সবসময়ই কষ্টের। সেজন্য বিসর্জনের সময় কষ্ট হবে এটাই স্বাভাবিক দিদি। আর প্রতিবছর এই সময় টা আপনি আপনার মায়ের সঙ্গে কাটান বিষয়টা বেশ ভালো লেগেছে আমার কাছে। আপনার পোস্ট টা বেশ দারুণ লাগল দিদি। ধন্যবাদ আমাদের কাছে দশমীর কিছু মূহুর্ত শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে কী মিষ্টি লাগছিলো গো দিদিভাই দশমীর দিনে 😍😍। আর আপনার শেয়ার করা সিদূর খেলার ছবি দেখেই মনে হলো সামনের বছর বিজয় দশমীতে আপনার সিঁথিতেও সিঁদুর থাকবে 😍। আপনাকেও বিজয় দশমীর শুভেচ্ছা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালি সাজে সবসময়ই তো দিদিকে অনেক সুন্দর লাগে। এই সময়টা পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটে আপনাদের সেটা বেশ বুঝতে পারছি। নেক্সট ইয়ারে ছবির ফ্রেমের মধ্যে আরো একজনকে দেখতে পাবো আশা করি। 🫢🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা একদম, আরেকজনকে দেখতে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি❤️।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit