শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর প্রথম রিপোর্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।
আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি বৃহস্পতিবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-
Comments Monitoring Report Of Active Super List
Serial | User Name | Point | Comment Count | Remark |
---|---|---|---|---|
01 | @haideremtiaz | 7 out of 10 | 47 | একটু বানান সমস্যা, কম কমেন্ট করে । |
02 | @kawsar | 7 out of 10 | 127 | ফোটগ্রাফি, রেসিপি পাওয়ার আপে কমেন্ট করে, এক জাতিয় কমেন্ট। |
03 | @tasonya | 7.5 out of 10 | 198 | ফোটগ্রাফি, রেসিপি পোস্টে কমেন্ট করে। অনেক তারাতারি করেন্ট করে। ১০ মিনিটে ৭ টি কমেন্ট করেছে। |
04 | @morioum | 9 out of 10 | 194 | মোটামোটি ভালো, পোস্ট পড়ে কমেন্ট করে। |
05 | @tania69 | 9.2 out of 10 | 98 | কমেন্ট কোয়ালিটি ভালো, পোস্ট পড়ে কমেন্ট করে। |
06 | @naimuu | 8 out of 10 | 174 | মোটামোটি ভালো, তবে মাঝে মাঝে এক জাতিয় কমেন্ট হয়ে যায়। |
07 | @engtariqul | 8.5 out of 10 | 285 | মোটামোটি ভালো,মাঝে মাঝে একজাতীয় কমেন্ট করে। |
08 | @wahidasuma | 8.6 out of 10 | 69 | কমেন্ট কোয়ালিটি ভালো, পোষ্ট পড়ে কমেন্ট করে এবং যথার্থ কমেন্ট করে। |
09 | @razuahmed | 8.5 out of 10 | 221 | শর্ট কমেন্ট করে, মোটামোটি ভালো। একটু ইম্প্রুভ দরকার কমেন্ট কোয়ালিটির উপর। |
10 | @saymaakter | 6.5 out of 10 | 36 | অল্প কমেন্ট করে, মাঝে মাঝে এক জাতিয় কমেন্ট করে। কমেন্ট সম্পর্কে একটু সচেতন হতে হবে। |
11 | @sajjadsohan | 8 out of 10 | 149 | মোটামোটি ভালো, তবে এক জাতিয় কমেন্ট হয়ে যায়। |
12 | @parul19 | 5 out of 10 | 194 | এক জাতিয় কমেন্ট বেশি করে, পোস্ট পড়ে কমেন্ট করে না। |
13 | @rayhan111 | 7.1 out of 10 | 159 | মোটামোটি ভালো তবে ফোটগ্রাফি ও রেসিপি পোস্টে এক জাতিয় কমেন্ট হয়ে যায়। একটু সর্তক হতে হবে। |
14 | @aflatunn | 9 out of 10 | 196 | মোটামুটি সবধরনের পোস্ট এ ভালোই কমেন্টস করেছেন। |
15 | @litonali | 8 out of 10 | 272 | কিছু কমেন্টস অনেক ছোট, আর কিছু কিছু মোটামুটি ভালোই করেছেন। |
16 | @anisshamim | 7.2 out of 10 | 124 | নিজের পোস্ট এ রিপ্লাই বেশি, কিন্ত অন্যর পোস্ট এ কমেন্টস কম , ইউনিক আছে। |
17 | @alauddinpabel | 7.0 out of 10 | 112 | মোটামুটি সবধরনের পোস্ট এ ভালো মন্দ মিলিয়েই কমেন্টস করেন। |
18 | @limon88 | 5 out of 10 | 123 | রেসিপি ও আর্ট জাতীয় পোস্টে বেশি কমেন্টস। |
19 | @nevlu123 | 4.5 out of 10 | 58 | আর্ট ও পাওয়ার আপ জাতীয় পোস্টে কমেন্টস বেশি। কিন্তু লাস্ট চার পাঁচ দিন ধরে কমেন্টস নেই বললেই চলে, অন্য কমিউনিটিতে অ্যাক্টিভিটি বেশি। |
20 | @amitab | 6 out of 10 | 126 | মোটামুটি সব ধরনের পোস্টে কমেন্টস করেন, ভালোই আছে কমেন্টসগুলো, কিন্তু বানানের অনেক প্রবলেম আছে। |
21 | @isha.ish | 5 out of 10 | 62 | আর্ট ও ফটোগ্রাফি জাতীয় পোস্টে কমেন্টস বেশি, খুবই সংক্ষিপ্ত কমেন্ট গুলো। |
22 | @roy.sajib | 7 out of 10 | 88 | মোটামুটি সব ধরনের পোস্টে কমেন্টস করেন।কমেন্টস গুলো ভালোই লেগেছে, ইউনিক ছিল। |
23 | @mahbubul.lemon | 2.5 out of 10 | 16 | লাস্ট চারদিন কোনো কমেন্ট নেই, খুব সংক্ষিপ্ত আকারের কমেন্টস। |
24 | @rituamin | 5 out of 10 | 161 | আর্ট এবং রেসিপি জাতীয় পোস্টে কমেন্টস বেশি। নিজের পোস্ট এর রিপ্লাই বেশি। |
25 | @bdwomen | 4.5 out of 10 | 163 | রেসিপি আর্ট ও ফটোগ্রাফি জাতীয় পোস্টে কমেন্টস বেশি। অন্যান্য পোস্টের কমেন্টস থেকে নিজের পোস্টে রিপ্লাই বেশি। |
26 | @rahimakhatun | 9 out of 10 | 176 | কমেন্টের ধরন ভালো। সব ধরনের পোস্টে কমেন্ট করেন। কমেন্টের আকার ছোট হলেও বোঝা যায় তিনি পোস্ট ভালোভাবে পড়ে কমেন্ট করেছেন। |
27 | @emon42 | 8 out of 10 | 205 | সবকিছু মিলিয়ে তার কমেন্টের মান ভালো এবং সব ধরনের পোস্টে কমেন্ট করেন। |
28 | @mayedul | 5 out of 10 | 94 | শুধু এবিপি ফান পোস্টে কমেন্ট করলে হবে না। অন্যের পোস্টে কমেন্ট সংখ্যা বাড়াতে হবে। |
29 | @bristy1 | 5 out of 10 | 29 | কমেন্ট সংখ্যা খুবই কম। বেশিরভাগ কমেন্ট করেন রেসিপি ও ফটোগ্রাফি পোস্টে। অন্যের পোস্টে কমেন্ট সংখ্যা একেবারেই কম। |
30 | @gopiray | 7 out of 10 | 126 | কমেন্টের মান বাড়াতে হবে। বানানের প্রতি যত্নশীল হতে হবে। |
31 | @mohamad786 | 4 out of 10 | 142 | শুধু রেসিপি ও ফটোগ্রাফি করতে কমেন্ট করেন। |
32 | @kibreay001 | 4 out of 10 | 129 | আর্ট রেসিপি ও পাওয়ার আপ পোস্টে বেশিরভাগ কমেন্ট করেন। কমেন্টের মান ভালো না। |
33 | @bobitabobi | 2 out of 10 | 56 | অন্যের পোষ্টে কমেন্টের সংখ্যা খুবই কম। বেশিরভাগ কমেন্ট করেন রেসিপি ও আর্ট পোস্টে। |
34 | @jahidulislam01 | 7 out of 10 | 131 | কমেন্টের মান আরো ভালো করতে হবে। সবকিছু মিলিয়ে মোটামুটি ভালো। |
35 | @selinasathi1 | 3 out of 10 | 55 | কমেন্টের সংখ্যা কম। রেসিপি পোস্ট বাদে অন্যান্য পোস্টে কমেন্ট করতে হবে। সম্ভবত ছুটিতে থাকার কারণে উনার কমেন্টের সংখ্যা কম। |
36 | @gorllara | 3 out of 10 | 86 | ইরেগুলার কমেন্ট করেছেন। সব কমেন্ট রেসিপি ও আর্ট পোস্টে। একদিনে ৪৮ টা কমেন্ট করেছেন। |
37 | @shuvo2021 | 2 out of 10 | 18 | কমেন্টের সংখ্যা খুবই কম। কমেন্টের সংখ্যা বাড়াতে হবে। |
38 | @tauhida | 6 out of 10 | 116 | অন্যের পোস্টে কমেন্টের সংখ্যা কম। বেশিরভাগ কমেন্ট করেছেন রেসিপি ও আর্ট পোস্টে। কমেন্টের মান মোটামুটি ভালো। |
39 | @green015 | 8.5 out of 10 | 160 | overall it s ok. but need more relevant comment |
40 | @tarique52 | 8.5 out of 10 | 82 | overall ok |
41 | @monira999 | 8 out of 10 | 127 | need more attentions in commenting |
42 | @sikakon | 7 out of 10 | 50 | spelling mistake and low rate of comment |
43 | @emranhasan | 7.5 out of 10 | 109 | need relevant comment |
44 | @ashikur50 | 0 out of 10 | 0 | zero comment |
45 | @tanjima | 7.1 out of 10 | 83 | spelling mistake and need more relevant comment |
46 | @Jibon47 | 0 out of 10 | 6 | very low activity |
47 | @joniprins | 7.6 out of 10 | 149 | spelling mistake |
48 | @narocky71 | 7.8 out of 10 | 123 | need more relevant comment |
49 | @bidyut01 | 8.5 out of 10 | 139 | ok |
50 | @isratmim | 7 out of 10 | 150 | Format commenting |
ধন্যবাদ,
@swagata21 , Community Moderator
Team Leader, C & W Monitoring Team
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
নিঃসন্দেহে এটি অনেক ভালো উদ্যোগ। এর ফলে আমাদের কোথায় সমস্যা আছে আমরা বুঝতে পারব। এর আগে আমরা আমাদের ত্রুটিগুলো ঠিকমতো জানতে পারতাম না। এখন সমস্যাগুলো জেনে দ্রুত সংশোধন করতে পারব। আমার মনে হচ্ছে এই উদ্যোগটি শতভাগ সফল।
ধন্যবাদ সকলকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করছি এই রিপোর্ট থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল মেম্বারদের উপকৃত হবে। তাদের কমেন্টে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই বিষয়টি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলা হয়েছে এই রিপোর্টে। সবার জন্য শুভকামনা রইল সবাই ভালোভাবে ব্লগিং করুন, আমার বাংলা ব্লগ কমিউনিটি সাথেই থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া যাদের নাম এখানে নেই তারা কি ঠিকঠাক? নাকি তারা আরো বেশি বিপদে আছে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা গত সাপ্তাহে সুপার এক্টিভ লিস্ট এ ছিলেন তাদের রিপোর্ট এটি।
আপনার কমেন্ট এখনো এনালাইসিস করা হয় নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সঠিক তথ্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই সকল মেম্বারে অনেক উপকৃত হবে। আমার জন্য ও অনেক ভালো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার দুর্বলতা গুলো এই রিপোর্ট থেকে জেনে নিলাম। এই নিয়ে কাজ করবো। অনেক অনেক ধন্যবাদ দিদি। মনিটরিং এর দায়িত্বে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই রিপোর্ট দ্বারা কমিউনিটির সদস্যগণ দুইভাবে উপকৃত হবেন, প্রথম তারা নিজেদের দূর্বলতাগুলো চিহ্নিত করতে পারবেন এবং সেগুলোকে কাটিয়ে উঠে নিজেদের কাংখিত অবস্থানে নিয়ে যেতে পারবেন। এটা সত্যি দারুণ একটা উদ্যোগ এবং চমৎকার একটা রিপোর্ট। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা কি সাপ্তাহিক রিপোর্ট?আর পয়েন্টটা কি শুধু কমেন্ট কাউন্টের উপর ভিত্তি করেই হয় নাকি গঠনমূলক কতটা সেটার ভিত্তিতেও হয়?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি, এটি সপ্তাহিক রিপোর্ট। আপনার কমেন্ট কতটা গঠনমূলক হয় সেটার উপর ভিত্তি করেই এই মার্কিং করা হয়। আপনি অন্যের পোস্ট পড়ে কতটা গঠনমূলক কমেন্ট করছেন সেটাই দেখার বিষয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটি খুবই সময়োপযোগী উদ্যোগ। এতে করে সুপার একটি ইউজারসহ বাকি ইউজাররাও উৎসাহ ও অনুপ্রাণিত হবে। তাছাড়া সৃজনশীল ব্লগার সৃষ্টি হবে। অনেক অনেক অভিনন্দন আমার বাংলা ব্লক কমিউনিটি কে এই উদ্যোগটি নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশাকরি ইউজাররা তাদের মতামতের ধারাবাহিকতা এখন থেকেই জানতে পারবে এবং কোথায় সংশোধন করতে হবে , সেটাও এখান থেকেই বুঝতে পারবে । শুভেচ্ছা রইল সকলের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো একটি উদ্যোগ। এর ফলে কমেন্টের ক্ষেত্রে আর কেউ ফাঁকি দিতে পারবে না। তাছাড়া কমেন্টে যার যে সমস্যা আছে তা দেখে শুধরে নিতে পারবে।
আমার রিপোর্ট টি দেখে খুব ভালো লাগলো। ১০ এর মধ্যে ৯.২ পেয়েছি। ভবিষ্যতে ও এই ধারাবাহিকতা বজায় রাখতে সম্পূর্ণ চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপনার কমেন্টের ধরন অনেক ভালো ছিল। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ। এতদিনেও যেহেতু পাল্টে নি। আগামীতে ও থাকবে ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো কাজকেই গুরুত্ব সহকারে করাই
উত্তম। ভালো মতামত কারীদের লিস্ট দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা পোস্টের তথ্যবহুল হওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই উদ্যোগটি সত্যিই অসাধারণ ৷ আমি মনে করি সাপ্তাহিক এই রিপোর্ট সুপার একটিভ মেম্বাদর জন্য খুবই উপকৃত ৷ কারণ তাদের ভুল গুলো সংশোধনের জন্য এটি অনেক কাজে দিবে ৷ প্রথম সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিঃসন্দেহে চমৎকার একটা উদ্যোগ । এই রিপোর্ট টা সত্যিই দারুন লাগলো । আর এই জন্যই আমার বাংলা ব্লগ সবার সেরা। এগিয়ে চলুক এই পথ চলা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাল উদ্যোগ। আমরা যারা নতুন তাদের জন্য দরকারি পোস্ট।একই ধরণের এবং একই টাইপের লেখায় কমেন্ট না করে ভিন্ন ধরণের পোস্ট পড়ে কমেন্ট করতে চেস্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিস্টের প্রথমেই আমার নাম । আমার সমস্যাটা কোথায় সেটা আজকের রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি। এখন থেকে এই বিষয়গুলি নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। এরকম উদ্যোগের ফলে সবারই উপকার হবে আমি মনে করি। যে বিষয়ে যাদের সমস্যা সে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই উদ্যোগ টি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। রিপোর্টটি খুবই চমৎকার হয়েছে। এতে করে সবাই অনেক উপকৃত হবে ।সবাই যার যার সমস্যা গুলো ধরতে পারবে এবং সে অনুযায়ী পরবর্তীতে আরো ভালোভাবে কাজ করতে পারবে। ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো উদ্যোগ। তাই প্রথমে এত চমৎকার একটি উদ্যোগ গ্রহন করায় আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আসলে আমরা না চাইলে ও অনেক সময় ভূল হয়ে যায়।আমার মনে হয় নিজের ভূলটাকে বুঝে পরবর্তীতে সংশোধন করে চলাই আসল স্বার্থকতা।কথায় আছে নিজের দোষ কখনো নিজে দেখতে পারে না। তেমনি নিজের লিখার ভুলটাও নিজের চোখে নাও পরতে পারে। আপনাদের এধরণের মহৎ উদ্যোগের কারনে এবার আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে ভালো মানের ব্লগার হতে পারবো। ইনশাআল্লাহ। আবারও অনেক অনেক ধন্যবাদ আমার বাংলা ব্লগ পরিবারের সকল সম্মানিত এডমিন ও মডারেটদদের।সাথে আমাদের প্রানপ্রিয় ফাউন্ডার দাদাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত চমৎকার একটি উদ্যোগ দেখে আসলেই অনেক ভালো লাগছে। নিজেদের যত ভুল ভ্রান্তি আছে এটার মাধ্যমে শুধরে নেওয়ার একটা সুযোগ পাওয়া যাবে। এই সপ্তাহে একটু সমস্যা থাকার কারণে তেমন ভালো করতে পারিনি, আগামীতে আরও ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি রিপোর্ট করেছেন আপনি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। কারণ আমার ভুলগুলো সংশোধন করে নেওয়ার সুযোগ থাকবে। দেখে মনে হচ্ছে অনেক কষ্ট করে রিপোর্ট তৈরি করেছেন। আমি আশা করি আগামী সপ্তাহ থেকে আরো ভালো কাজ করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি এটা একটা মহত উদ্যোগ। এর মাধ্যেম আমাদের সবার কমেন্টের মান আরো উন্নত হবে৷ গত সপ্তাহে কিছু প্রোবলেমের জন্য খুবই কম কমেন্ট করে ফেলেছি। তবে এ সপ্তাহে বৃদ্ধি করার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময়ই চমৎকার উদ্যোগ নিয়ে থাকে। আমার কাছে এই উদ্যোগ ভীষণ ভালো লেগেছে।
অনেক সুন্দর ভাবে আমাদের কমিউনিটি এগিয়ে যাবে ইনশাল্লাহ 🤲 এই কামনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভালো একটা উদ্যোগ নিয়েছেন।আমার অনেক ভালো লেগেছে। ভুল গুলো সংশোধন করার সুযোগ রয়েছে। আশাকরি সামনের দিন গুলো তে আরো ভালো কাজ করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে ধন্যবাদ জানাই দিদি আমাদের ভুল গুলো ধরে দেওয়ার জন্য। এই রিপোর্টের মাধ্যমে আমাদের দুর্বল পয়েন্ট গুলো জেনে পরিবর্তিতে আরো সতর্ক হয়ে কাজ করতে পারবো। আমি মনে করি এই রিপোর্টটি সবার জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটি খুব সুন্দর একটি উদ্যোগে নিয়েছে ৷সত্যি একটা পোষ্ট করে সেটা যদি কাঙ্খিত মন্তব্য না হয় ৷
যে পোষ্ট করছে সে কিভাবে উপকৃত হবে যে তার পোষ্টি কি রকম হয়েছে ৷
খুব ভালো লাগলো দিদি আমরা ভুল ধরিয়ে দেওয়ার জন্য ৷আশা করছি এরপর চেষ্টা করবো ভূুল ঠিক করার ৷
ধন্যবাদ দিদি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটি খুব সুন্দর একটি উদ্যোগে নিয়েছে ৷সত্যি একটা পোষ্ট করে সেটা যদি কাঙ্খিত মন্তব্য না হয় ৷
যে পোষ্ট করছে সে কিভাবে উপকৃত হবে যে তার পোষ্টি কি রকম হয়েছে ৷
খুব ভালো লাগলো দিদি আমরা ভুল ধরিয়ে দেওয়ার জন্য ৷আশা করছি এরপর চেষ্টা করবো ভূুল ঠিক করার ৷
ধন্যবাদ দিদি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে অনেকদিন থেকেই ভাবছি কেও জাস্ট না পড়েই ছবি দেখে কমেন্ট করে দেয় আবার কেউ পড়ে কমেন্টে করে ফলে তার কমেন্ট এর সংখ্যাও কম হয়। এখন সে চিন্তা দূর হলো।যোগ্য ব্যাক্তিই এক্টিভ লিস্টে স্থান পাবে পাশাপাশি কমিউনিটির জন্যও ভালো একটি পদক্ষেপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটির এত চমৎকার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ।এভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই করলে প্রত্যেকেই নিজের সমস্যাগুলো তুলে আনতে পারবে এবং তার সমাধানের জন্য কাজ করতে পারবে ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করছি এখন থেকে সকল সুপার একটিভ লিস্টের ইউজাররা আরো সতর্ক হবে।তা না হলে উনাদের ই সমস্যা হবে।খুব ভালো সিস্টেম হয়েছে এটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই রিপোর্টের মাধ্যমে আমরা আমাদের দুর্বল জায়গা গুলো খুঁজে পেলাম।আমার বাংলা ব্লগ কমিউনিটি খুবই সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে যা আমাদের জন্য খুবই উপকারী।গত সপ্তাহে আমার কোথায় কোথায় ঘাটতি ছিল সেগুলো আমি শুধরে এই সপ্তাহের সেইসকল ঘাটতি গুলো পূরণ করে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি উদ্যোগ আমাদের জন্য গ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই চমৎকার উদ্যোগটি খুবই প্রশংসনীয়।আসলে সকলেই সকলের
সমস্যা সম্পর্কে প্রতি সপ্তাহে জানতে পারবেন এবং ঘাটতিগুলি
দ্রুত শুধরে নিতেও পারবেন।ধন্যবাদ দিদি সুন্দর রিপোর্ট প্রকাশ
করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমেন্ট মনিটরিং এর ব্যবস্থা গ্রহণের ফলে প্রত্যেকটি ইউজার নিজ নিজ অবস্থান থেকে তাদের কাজের প্রতি আরো বেশি যত্নবান হবেন এটাই সকলের প্রত্যাশা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে । হ্যাং আউটে সব সময় এই বিষয়ে সতর্কতা প্রদান করা হয় কিন্তু সমস্যা যা হয় তা হলো আমরা কেউ কথা গুলো নিজের জন্য অনুভব করিনা । এইভাবে প্রতিনিয়ত তদারকি করলে কয়েক সপ্তাহেই সবার মাঝে সংশোধনি চলে আসবে বলে আশা করছি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের পয়েন্ট জানতে পারবো। সত্যিই আজকের এই পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটি রিপোর্ট দেখে মুগ্ধ হলাম এ থেকে আমরা সবাই অনেক উপকৃত হব বলে আমার বিশ্বাস।।এত চমৎকার একটি উদ্যোগকে সাধুবাদ জানাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো লাগলো কমেন্টের ধরনগুলো আমার কেমন হয় জানতে পেরে, মোটামুটি অবস্থান ভালো এটি জেনে খুবই খুশি হলাম তবে চেষ্টা করব একজাতীয় কমেন্ট গুলো যেন না হয় আরো বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করব ধন্যবাদ এত চমৎকার একটি উদ্যোগ নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit