নলেন গুড়ের পায়েস তৈরি করার পদ্ধতি।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  3 years ago 

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে পৌষ সংক্রান্তি উপলক্ষে নলেন গুড়ের পায়েস রেসিপি তৈরি করে দেখালাম।আশা করি সকলের ভাল লাগবে।


বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর আর এক পার্বণ হল পৌষ সংক্রান্তি। যা পৌষ পার্বণ নামে পরিচিত। এই পৌষ পার্বণে বাঙালির ঘরে পিঠে হবে না সেটা ভাবাই যায় না। এই উৎসবে প্রতিটি ঘরে ঘরে তৈরি হয় পাটিসাপটা, পুলি পিঠে,গোকুল পিঠে,মালপোয়ার মতো একাধিক সুস্বাদু পদ।আর মিষ্টির প্রতি বাঙালির দুর্বলতা চিরকালের। বাংলার ঘরে ঘরে যেমন পিঠেপুলি হয় তার সাথে কিন্তু জুড়ে যায় নলেন গুড়ের পায়েস ও। বাঙালির রসনায় এমন মিষ্টি স্বাদ আর কোথাও পাওয়া যায় না।


WhatsApp Image 2022-01-15 at 4.41.28 PM (1).jpeg


চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি।


নলেন গুড়ের পায়েস রেসিপি তৈরী করার পদ্ধতি


উপকরণের নামপরিমাণ
১ গোবিন্দভোগ চাল২৫০ গ্রাম
২. দুধ৫ প্যাকেট
৩.গুড়৩০০ গ্রাম
৪. গুঁড়ো দুধ১ প্যাকেট
৫. কাজুপরিমান মতো
৬. কিসমিসপরিমান মতো

রন্ধন প্রণালী :



প্রথম ধাপ


•প্রথমে ২৫০ গ্রাম মত চাল নিয়ে নিলাম। তারপর ৫ প্যাকেট মত দুধ নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-01-15 at 5.26.45 PM.jpeg


দ্বিতীয় ধাপ


•তারপর একটা হাড়িতে ঢেলে নিলাম।

WhatsApp Image 2022-01-15 at 4.45.06 PM (3).jpeg


তৃতীয় ধাপ


•তারপর দুধ টাকে ভালো করে ফুটিয়ে নিলাম।

WhatsApp Image 2022-01-15 at 4.45.06 PM.jpeg


চতুর্থ ধাপ


• ভালো করে দুধটা ফোটানোর পর চাল টাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে।

WhatsApp Image 2022-01-15 at 4.45.05 PM (4).jpeg


পঞ্চম ধাপ


• এরপর নতুন গুড় নিয়ে নিলাম। যেহেতু গুড়টা চাকা ছিল, তাই জন্য গুড় টার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম।

WhatsApp Image 2022-01-15 at 4.39.27 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর গুড়টা দুধের মধ্যে ঢেলে দিলাম।

WhatsApp Image 2022-01-15 at 5.30.03 PM.jpeg


সপ্তম ধাপ


• এরপর আমি আলাদা একটি পাত্রে অল্প দুধ নিয়ে তাতে কিছুটা আমূলের গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম সেটা দুধের মধ্যে ঢেলে দিলাম।

WhatsApp Image 2022-01-15 at 4.39.25 PM.jpeg


অষ্টম ধাপ


• এরপর চালটা সেদ্ধ হয়ে এলে বাদাম কিসমিস দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-01-15 at 4.45.05 PM (2).jpeg


নবম ধাপ


• এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে পায়েসটা নামিয়ে দিলাম।

WhatsApp Image 2022-01-15 at 4.45.05 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-15 at 4.45.05 PM.jpeg


দশম ধাপ


• ব্যস তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস

WhatsApp Image 2022-01-15 at 4.41.28 PM.jpeg





WhatsApp Image 2022-01-15 at 4.41.28 PM (2).jpeg

নলেন গুড়ের পায়েস এর সাথে আমার একটি নিজস্বী



ধন্যবাদ



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিদি,পায়েশ আমার খুব পছন্দের।মিষ্টি জাতীয় খাবারগুলো আমি একটু কমই খাই,তবে আমার কাছে পায়েশ খুব ভালো লাগে৷ খুব টেস্টি আর মুখে লেগে থাকার মত হয় বলে খুব মজা লাগে। আপনার এই পায়েশ তো দেখতে একদম টেস্টি মনে হচ্ছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি।

হ্যাঁ দিদি পায়েস আমারও খুব পছন্দের। খেতেও দারুণ হয়েছিল।অনেক ধন্যবাদ আপনাকে।

এই ননেল গুড়ের নাম অনেক শুনেছি। এই গুড় দিয়ে তৈরি পিঠা বা মিষ্টান্ন নাকী খুবই সুস্বাদু হয়। পায়েস আমার বেশ পছন্দের খাবার। ননেল গুড় দিয়ে পায়েসের রেসিপি টা দারুণ হয়েছে দিদি। দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। এবং খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি টা শেয়ার করেছেন।

এত সুন্দর করে প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কখনো কলকাতায় আসেন তো বলবেন আপনার নেমন্তন্ন রইল😊।

নলেন গুড়ের পায়েসের অনেক নাম শুনেছি কখনো খাওয়া হয়নি। আপনার বানানো পায়েসের রঙ দারুণ লাগছে খেতেও নিশ্চই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ
চমৎকার রেসিপি শেয়ার করার জন্য।

নলেন গুড়ের পায়েস একদিন খেয়ে দেখবেন, দারুন লাগবে।অনেক ধন্যবাদ আপনাকে।

নলেন গুড়ের পায়েস আর আমার খুব পছন্দের দিদি।দিদি আপনার পায়েস দেখে খুব লোভ হচ্ছে। পায়েস দেখে মনে হয় খুবই টেস্টি হয়েছে।এই শীতের সময় নলেন গুড়ের পায়েস হলে আর কি চাই। দিদি আমি আসছি পায়েস খেতে।

দিদি আমারও গুড়ের পায়েস খুব পছন্দের। দিদি আপনি যদি সত্যি কখনো পায়েস খেতে আসেন তাহলে হয়তো আমার থেকে খুশি আর কেউ হবেনা।সেইদিন শুধু পায়েস না আপনার যা যা পছন্দ আমি সেদিন সবই রান্না করে খাওয়াবো। সত্যি আপনার এই মন্তব্যটি পড়ে খুব খুশি হলাম।
দিদি আমি আজকে আপনার পোস্ট পড়ে কিছুটা গেস করতে পেরেছিলাম যে হয়তো আপনার জন্মদিন হতে পারে,বাট শিওর ছিলাম না। এখন জানতে পারলাম যে আজকে আপনার জন্মদিন। দিদি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের।সবসময় অনেক খুশি থাকো।আপনার সব ইচ্ছা পূরণ হোক।

নলেন গুড়ের পায়েস
খেতে লাগে ভীষণ মজা
পায়েস দেখে ইচ্ছে করে
চলে যাই সোজা

খুব সুন্দর হয়েছে আপু
নলেন গুড়ের পায়েস
মজা করে খেয়েও আর
করো সবাই আয়েস
♥♥

দিদি কি সুন্দর করে পায়েস নিয়ে কবিতা লিখে দিলেন বেশ ভালো লাগলো কবিতাটা। অনেক সুন্দর করে কবিতা লেখেন আপনি। কখনও কলকাতায় আসলে বলবেন দিদি। আপনার নেমন্তন্ন রইল।

ধন্যবাদ দিদি
♥♥

নলের পায়েস মনে হয় অনেক মনে হয় মজা।আপনি অনেক মজা করে রান্না করেছেন,ছবির কালার দেখে বুঝা যাচ্ছে। অনেক ইয়াম্মি, 😋😋😋

হ্যাঁ নলেন গুড়ের পায়েস খেতেও দারুন হয়। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

দিদি খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করেছেন। পায়েস আমারও খুব পছন্দের তার মধ্যে আবার গুড় দিয়ে পায়েস, সেটাতো আরো অসাধারণ ব্যাপার। আপনার আজকের রেসিপিটা দেখতে খুবই অসাধারণ লাগছে, খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ দাদা খেতে খুবই সুস্বাদু হয়েছিল।অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

অসাধারণ একটি রেসিপি তৈরী করেছন আপনি। এত সুন্দর করে ধাপে ধাপে পোস্টটা সাজিয়েছেন তার বলার কথা না। এনং সব মিলিয়ে চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর ভাবে প্রশংসার জন্য।

পায়েস আমার খুব পছন্দের একটি রেসিপি । আপু আপনার তৈরি নলেন গুড়ের পায়েস রেসিপিটি খুবই সুস্বাদু এবং মজাদার মনে হচ্ছে । পায়েস তৈরীর রেসিপি টি খুবি চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন ধাপে ধাপে । ইচ্ছে করছে এখনই একটু পায়েস খাই ।😋👌

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

আপনার তৈরি করা নলেন গুড়ের পায়েস রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে । এসব মিষ্টান্ন রেসিপি খেতে আমি খুবই ভালোবাসি এবং শীতের সময় খেতে এগুলো খুবই মজাদার লাগে । ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন শীতের সময় এই নলেন গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রশংসার জন্য।

গুড়ের পায়েস আমার বেশ পছন্দের। খুব ভালো লাগে খেতে গুড়ের পায়েস। আপনি খুব সুন্দর ভাবে আমার প্রিয় একটি পায়েস এর রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুব খেতে ইচ্ছা করছে পায়েস দিদি। এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর ভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য।

নলেন গুড়ের পায়েস রেসিপি টা আসলেই অসাধারণ হয়েছে। পায়েস আমার খেতে খুবই ভালো লাগে। আর নলেন গুড়ের পায়েসটা আমার খুবই পছন্দের। তেমনি আপনার তৈরি করা নলেন গুড়ের পায়েসের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যিই অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমারও পায়েস খেতে ভীষণ ভালো লাগে। এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

নলেন গুড়ের পায়েস অনেক নাম শুনেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। আর আপনার রেসিপি টা দেখে তো একেবারেই খেতে ইচ্ছে করছিল। খুব সুন্দর ভাবে দেখেছেন কিভাবে নলেন গুড়ের পায়েস তৈরি করতে হয়। আসলে শীতকালে শুধু খাওয়া আর খাওয়া। বিশেষ করে নানা ধরনের পিঠা পুলি। এখানেও প্রতিনিয়ত দেখা যাচ্ছে নতুন নতুন রেসিপি। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা নলেন গুড়ের পায়েস।

একবার এই নলেন গুড়ের পায়েস খেয়ে দেখবেন খুব ভালো লাগবে।অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আমি পায়েস খুব পছন্দ করি। আপনার পায়েস দেখে আমি লোভে পড়ে গেলাম। যদি একটু খাইতে পারতাম। আমার মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। অনেক সুন্দর করে নলেন গুড় দিয়ে পায়েস তৈরি করেছে। সত্যি অসাধারণ হয়েছে। কিন্ত আপু গোবিন্দভোগ চাল এই নামটি প্রথম শুন লাম। আপনার জন্য শুভকামনা রইল আপু।

ধন্যবাদ দাদা আমাকে উৎসাহিত করে পাশে থাকার জন্য।

নলেন গুড়ের পায়েশ রেসিপি খুবই লোভনীয় ও মজাদার। আপনার কাছ থেকে, ধাপে ধাপে উপস্থাপন, উপকরন ও প্রস্তুতপ্রনালী শিখে গেলাম।ধন্যবাদ, আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।

ধন্যবাদ আপনাকে, আবার আসবেন।

নলেন গুড়ের পায়েস। এতদিন শুধু নামই শুনেছি। এবার দেখতে পেলাম। চমৎকার একটি খাবার। তৈরি করার প্রক্রিয়া টাও অনেক জটিল কিছু নয়। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।