গ্রামে কিছুক্ষণ

in hive-129948 •  11 months ago  (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে গ্রামে কিছুক্ষণ সময় কাটানোর মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

গ্রামের পরিবেশ কার না ভালো লাগে। আমার তো গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আর আমি যেহেতু কলকাতায় থাকতাম সেই ভাবে কোনোদিন আমার গ্রামে পরিবেশ দেখা হয়নি। কিন্তু বিয়ে করার পর ব্ল্যাকস মাঝে মাঝেই আমাকে গ্রামের দিকে ঘুরতে নিয়ে যায়।

কিছুদিন আগে হঠাৎ করেই বিকেল বেলা ঘুরতে যেতে ইচ্ছা করছিল। তাই ও বলল যে গ্রামের দিকে নিয়ে যাবে। এটা শুনেই মনটা বেশ ভালো হয়ে গেল ।আর সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়লাম।

WhatsApp Image 2024-03-07 at 23.53.29.jpeg


গ্রামের রাস্তা ,গ্রামের বাড়ি, গ্রামের মানুষজন আমার খুব ভালো লাগে। ওখানকার জীবনযাত্রা যেন শহরের থেকে একদম আলাদা।ওখানে যাওয়ার সাথে সাথেই দেখলাম ভর্তি সর্ষে ফুলের গাছ আর তার সাথে পিয়াজের চাষ হচ্ছে। যতদূর চোখ যায় শুধু পেঁয়াজ। এরকম কখনো আগে আমি দেখিনি। তাই খুব ভালো লাগছিল।

WhatsApp Image 2024-03-07 at 23.59.29 (5).jpeg

WhatsApp Image 2024-03-07 at 23.59.29 (4).jpeg

WhatsApp Image 2024-03-07 at 23.59.29 (3).jpeg

WhatsApp Image 2024-03-07 at 23.59.29 (2).jpeg

WhatsApp Image 2024-03-07 at 23.59.29 (1).jpeg


আরেকটা জিনিস দেখলাম ওখানে একটি ছোটো চায়ের দোকান রয়েছে ।যেটা একমাত্র সকাল থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে। কারণ ধুধু গ্রাম কোনো লাইটের ব্যবস্থা নেই ,তাই দিনের আলোয় যতটুকু জীবিকা নির্বাহ করা যায় সেভাবেই দোকানটা খোলা, ওখানে গিয়ে আমরা দু কাপ চা খেলাম।

WhatsApp Image 2024-03-07 at 23.59.29 (13).jpeg

WhatsApp Image 2024-03-07 at 23.59.29 (7).jpeg

WhatsApp Image 2024-03-08 at 00.02.07.jpeg



বেশ খানিকক্ষণ একটু হেঁটে বেড়ালাম। খুব ভালো লাগছিল ,ওই প্রকৃতিতে সময় কাটাতে।কিছুক্ষণ থাকার পর খুব সুন্দর সময় কাটিয়ে বাড়িতে চলে এলাম।

WhatsApp Image 2024-03-07 at 23.59.29 (8).jpeg

WhatsApp Image 2024-03-07 at 23.59.29 (12).jpeg




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রামের পরিবেশ আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে। কারণ গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো এত সুন্দর দেখতে পাওয়া যায় যা আর কোথাও পাওয়া যায় না। আসলে গ্রাম বাংলার এই বেড়ে ওঠা মানুষগুলোর সাথে গ্রামের অনেক নিবিড় সম্পর্ক রয়েছে যার কারণে গ্রাম যেন আমাদের মন এবং পরিবেশ টেনে নেয় তার নিকটে তাই গ্রামের এই অপরূপ সৌন্দর্যময় মুহূর্তের মধ্যে আপনি খুবই সুন্দর সময় পার করেছেন এবং ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করলেন, দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে গ্রাম বাংলার এই মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে অসাধারণ।

Posted using SteemPro Mobile

চমৎকার ব্লগ পোস্ট এবং আপনাকে ধন্যবাদ

গ্রামের পরিবেশটা বেশ উপভোগ করেছেন। আসলে প্রকৃতির মাঝে সময় কাটালে অটোমেটিকলি মন ভালো হয়ে যায়। চায়ের দোকানটায় দেখছি বিদ্যুতের ব্যবস্থা নেই তাই সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকে। তবে সবচেয়ে মজার বিষয় প্রকৃতির মাঝে এরকম একটি দোকানে বসে চা খাওয়ার ফিলিংসটা অন্যরকম।

Posted using SteemPro Mobile

আপনি সত্যি বলেছেন দিদি। গ্রামের প্রকৃতির সৌন্দর্য মানুষকে সব সময় মুগ্ধ করে। আর শহর আর গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা। গ্রামের বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

আমিও বর্তমান গ্রামের বাড়িতেই আছি দিদি। গ্রামের কথা বললেই মনে পড়ে যায় এক অনন্য রূপ বৈচিত্রের কথা। যেখানে নানা রকম রূপায়ণের সমাহার। আর আপনি ঠিকই বলেছেন দিদি গ্রামের মানুষজনের জীবনযাত্রা আর শহরের জীবনযাত্রা দুটো যেন একটি মুদ্রার একপাশ এবং অন্যপাশ। দেখতে পাচ্ছি গ্রামীণ পরিবেশে আপনি অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন এবং সেগুলো আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ দিদি।

গ্রামীণ পরিবেশের সুন্দর দৃশ্য আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো। আমি যতগুলো ব্লগ দেখি না কেন, গ্রামীন পরিবেশগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর ফটো ধারণ করেছেন। আর ঘোরাঘুরির মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক পরিবেশের অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করার মধ্য দিয়ে তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পাশাপাশি ছোট একটা স্টল এ উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে দারুন একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করছেন দেখে খুশি হলাম।

গ্রামের মানুষ অনেক বেশী সহজ সরল এবং খুব সাধারণ কিছুতে তারা অনেক বেশী খুশি থাকার চেষ্টা করেন। গ্রামের মানুষগুলোর সাথে প্রকৃতির সজীবতার দারুণ একটা গন্ধ পাওয়া যায়, অন্য রকম একটা ভালো লাগা কাজ করে হৃদয়ে, আমিও গ্রামীন পরিবেশ খুব বেশী পছন্দ করি। বেশ দারুণ কিছু দৃশ্য উপভোগ করলাম। অনেক ধন্যবাদ

গ্রামে ঘুরাঘুরি করতে আসলেই ভীষণ ভালো লাগে বৌদি। কারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি, মন ভরে নিঃশ্বাস নেওয়া যায়। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে বৌদি। আপনি আর ছোট দাদা ঘুরাঘুরি করে বেশ ভালো সময় কাটিয়েছেন। এমন চমৎকার পরিবেশে চা খেতে খেতে গল্প করার মজাই আলাদা। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম বৌদি। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আসলেই আপু গ্রামের প্রকৃতির সাথে কোনো তুলনা হয় না কিছুর।দাদার সাথে গ্রামে ঘুরতে গিয়েছেন। ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি। কতোটা উপভোগ করেছেন গ্রামের দৃশ্য।গ্রামের এমন দৃশ্য মন খারাপ ও ভালো হয়ে যায়।দোয়া করি এমন ভাবেই সব সময় হাসি খুশি থাকেন।অনেক ধন্যবাদ ছোট বৌদি আপনার জন্য অনেক দোয়া রইলো।

গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর লাগে দিদি।আপনি যেহেতু শহরে বড় হয়েছেন তাই গ্রাম আপনার একটু বেশিই ভালো লাগে।তবে যেই গ্রামের দিকে আপনারা ঘুরতে গিয়েছিলেন গ্রামটি বেশ সুন্দর ছিল।আমার বেশ ভালো লাগলো ।বিকেল অবদি চায়ের দোকান খোলা থাকে কারেন্ট না থাকায় ।আপনারা সেখান থেকে চা পান করলেন।ধন্যবাদ দিদি সুন্দর মুহূর্তের পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

দিদি গ্রাম বাংলার রুপ সৌন্দর্য কার না ভালো লাগে ৷ নীরব পরিবেশ শান্ত স্নিগ্ধ সবমিলে গ্রাম বাংলার রুপ সৌন্দর্য প্রতিটি মানুষের মনে ভালো লাগার প্রসান্তি এনে দেয় ৷ আপনি দাদা সহ গ্রামের পরিবেশে ঘোরাঘুরি ফটোগ্রাফি সবমিলে দারুন একটি সময় অতিবাহিত করেছেন ৷ দিদি সত্যি কথা বলতে আমিও নিজেও গ্রামে থাকি ৷ তাই তো বলি গ্রাম বাংলার রুপ সৌন্দর্য আমার প্রান ৷ ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ৷ বিশেষ গবরের লাগরি ,চায়ের দোকান ৷ আবার নদীতে বাঘ জাল সবমিলে গ্রাম বাংলার প্রতিচ্ছবি গুলো তুলে ধরেছেন ৷ অসংখ্য ধন্যবাদ দিদি

বিয়ের পর দাদা আপনাকে গ্রামের ঘুরতে নিয়ে যায় আসলেই গ্রামের পরিবেশটা হয়তো সবারই ভালো লাগে ।গ্রামে ঘুরতে যেয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু গ্রামের বিভিন্ন জায়গার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনারা চায়ের দোকানে গিয়ে দুই কাপ চা খেয়েছেন ।গ্রামে যখন মাঠে ফসল লাগায় তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে ।ধন্যবাদ এত সুন্দর একটি সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

আমি যেহুতু ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই আমি গ্ৰামের সকল ধরনের সৌন্দর্যের সাথে সুপরিচিত আছি। আজকে আপনি আমাদের মাঝে গ্ৰামের বেশ কিছু সৌন্দর্যের ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফী দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে বাংলাদেশের গ্ৰামের থেকে ইন্ডিয়ার গ্ৰামের সৌন্দর্য একটু বেশি সুন্দর।

গ্রামের পরিবেশ দেখতে যেমন সুন্দর তেমনই মনোমুগ্ধকর ৷ আপনি দাদা সহ গ্রামের সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করেছেন এবং সুন্দর কিছুটা সময় অতিবাহিত করেছেন জেনে ভীষণ ভালো লাগলো ৷ আসলে দিদি গ্রামের পরিবেশ হলো শান্ত সুন্দর এবং মনোরম ৷ গ্রামীণ পরিবেশে থাকতে এবং সময় কাটাতে আমার সব সময় অসম্ভব ভালো লাগে ৷ তবে আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো জেনে এবং ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো দিদি ৷ অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

দিদিভাই, গ্রামে গেলে এরকম সবুজ পরিবেশে থাকলে এমনিতেই মনটা হালকা হয়ে যায়। ছোট দাদা আর আপনি যে বেশ ভালোই সময় কাটিয়েছেন, তা কিন্তু আপনার লেখা পড়েই বুঝতে পারছি।

শুভেচ্ছা রইল।