কমেন্ট মনিটরিং রিপোর্ট [৭৭তম সপ্তাহ] ।। ১লা মার্চ ২০২৪

in hive-129948 •  10 months ago 
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে

"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ৭৭তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।

Comment_Motiring2.png


আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-


Comments Monitoring Report Of Active Super List


SerialUsernamePointsCommentsRemarks
01@tanjima9.2/10302কমেন্ট এর মান ঠিক আছে।
02@ronggin9.2295কমেন্ট এর মান ঠিক আছে।
03@mohinahmed9.1255কমেন্ট এর মান ঠিক আছে ।
04@tasonya9307কমেন্টের মান ভালো কিন্তু কিছু জায়গায় বানান ভুল রয়েছে।
05@narocky718.8239সব ঠিক আছে
06@samhunnahar18.6226বাক্য গঠন ঠিক করতে হবে।
07@asadul-islam8.4142কমেন্ট এর মান ঠিক আছে ।
08@nevlu1238.3278অন্যের পোস্টে কমেন্ট সংখ্যা অনেক কম।
09@selina758.1122কমেন্ট এর মান ভালো।
10@limon888.0147ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
11@shimulakter8118কমেন্ট এর মান ভালো।
12@bijoy18111কমেন্ট এর মান ঠিক আছে, তবে দু এক জায়গায় বানান ভুল হয়েছে।।
13@green0158108কমেন্টের মান ঠিক আছে, তবে দু একটা বানান ভুল আছে।
14@jamal77.8154মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
15@fasoniya7.7160কিছু কিছু জায়গায় ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
16@kazi-raihan7.5152কমেন্টগুলো ছোট হয়ে যায়, চেষ্টা করবেন একটু বড় করে কমেন্ট করার জন্য।
17@jibon477.5141কমেন্টেস এর মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
18@sumon097.5127মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
19@tania697.4122কমেন্টেস এর মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
20@ah-agim7.3154কিছু কিছু জায়গায় ছোটখাটো ভুল এবং ভয়েস টাইপিং এর ফলে বেশ কিছু ভুল রয়েছে।
21@hiramoni7.3113মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
22@rahnumanurdisha7.2128কিছু কিছু জায়গায় ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
23@tuhin0027.2112কিছু কিছু জায়গায় ছোটখাটো ভুল এবং দাঁড়ি কমার একটু প্রবলেম ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
24@oisheee7.1113কমেন্টেস এর মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
25@wahidasuma7.1102মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে, কিন্তু কমেন্টসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
26@fatema0017125অন্যের পোস্টে কমেন্টের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে।
27@maksudakawsar7123অনেক বানান ভুল রয়েছে, কমেন্ট করার পর পড়ে দেখবেন কি লিখেছেন।
28@kibreay0017108কমেন্টের মান ভালো তবে নিয়মিত এক্টিভিটিস থাকতে হবে।
29@haideremtiaz7105কিছু কমেন্ট অতিরিক্ত সংক্ষিপ্ত হয়েছে বাকি সব ঠিক আছে
30@litonali7.084মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে।
31@aongkon779কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে।
32@mostafezur0016.997বিভিন্ন ধরণের রাইটিংগুলোতে কমেন্টের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
33@rayhan1116.8114কমেন্টে ছোটখাট কিছু ভুল রয়েছে
34@parul196.899ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এছাড়া বাকি সবকিছুই ঠিক রয়েছে।
35@riyadx26.892অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ আরো বাড়াতে হবে
36@bidyut016.779মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে,তবে মাঝে দু’দিন কোন কমেন্ট ছিল না।
37@bdwomen6.5153কমেন্টে অনেক ভুল রয়েছে
38@saymaakter5.162অন্যের পোস্টে কমেন্টের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে।
39@joniprins5.162অন্যের পোস্টে কমেন্টের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে।
40@tauhida586অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে
41@emranhasan554কমেন্টের মান ভালো তবে এক্টিভিটিস থাকতে হবে।
42@nirob704.566ইরেগুলার এক্টিভিটিস
43@biplob894.037ছোটখাটো অনেক বানান ভুল, এছাড়া কিছু কিছু জায়গায় ভয়েস টাইপিং এর ফলে পুরো সেন্টেস চেঞ্জ হয়ে গিয়েছে।
44@mrahul403.541অন্যের পোস্টে কমেন্টের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে।
45@ripon403.531কমেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ৪/৫ দিন কোন কমেন্টস করেন নি।
46@isratmim231ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস
47@naimuu0002এক্টিভিটিস নেই।
48@nilaymajumder0000এক্টিভিটিস নেই।
49@ayaan0010000এক্টিভিটিস নেই।

Team Leader
@swagata21

Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

image.png

Heroism_3rd.png

*

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সব সময় কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখার জন্য অপেক্ষায় থাকি। কারণ এই রিপোর্টের মাধ্যমে কমেন্টের ভালো খারাপ সম্পর্কে আমরা জানতে পারি। আর কমেন্ট ভালোভাবে করার চেষ্টা করেছি। ভালোভাবে আমি প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করে যাচ্ছি। নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করতেছি। কমেন্ট মনিটরিং রিপোর্টটি সুন্দর করে সবার মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ।

বরাবরের মতো এই সপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্টটি দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো বৌদি। শত ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কমেন্টের মান ধরে রাখতে। সামনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবার উচিত রিমার্কস ফলো করে কমেন্ট করা। তাহলে কমেন্টের মান আরও বৃদ্ধি পাবে। যাইহোক অসুস্থতার মাঝেও এতো কষ্ট করে এই রিপোর্টটি তৈরি করে, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই দিদি এই রিপোর্টটি পাবলিস্ট করার জন্য। আসলে এই সপ্তাহের এক্টিভিটিস মোটামুটি ভালো ছিল তবে আমার লিস্টে যারা ছিলেন তাদের কমেন্টের সংখ্যা একটু কম ছিল।, এবং বেসিক কিছু ভুল ছিল। যেগুলো আমি এই রিপোর্ট এই সুন্দর ভাবে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সবাই রিপোর্টগুলো করে তাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাই দিদি।

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখার অপেক্ষায় সব সময়ই থাকি। এখানে নিজের ভুল গুলো দেখে সংশোধন করা যআয়। অনেক সুন্দর করে রিপোর্টে তৈরি করে আমাদের মাঝে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি। চেষ্টা করবো নিজের সাধ্যমত কাজ করার জন্য। সবার জন্য শুভ কামনা রইল।

প্রতি সপ্তাহের ন্যয় এই সপ্তাহেও কমেন্ট মনিটারিং রিপোর্টে নিজের নামটি দেখতে পেরে বেশ ভালো লাগছে। অনেক সুন্দর একটি রিপোর্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

যেহেতু সাইডে লেখা আছে কমেন্টগুলো ছোট হয়ে যায় তাই এই সপ্তাহের একটু বড় কমেন্ট করার চেষ্টা করব। অর্থাৎ মন্তব্যের মাধ্যমে পুরো বিষয়টার বর্ণনা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। সপ্তাহে জুড়ে অপেক্ষায় থাকি কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখার জন্য। আসলে কমেন্ট মনিটরিং রিপোর্ট এর মাধ্যমে আমরা কাজের ভালো মন্দ সম্পর্কে জানতে পারি। চেষ্টা করব বানান গুলো সংশোধন করার জন্য। ধন্যবাদ দিদি পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রত্যেক সপ্তাহে বেশ দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করেন দিদি। চেষ্টা করে যাবো কমেন্টের সংখ্যা আরো বৃদ্ধি করার জন্য। আর নিজের ভুলগুলো সংশোধন করার জন্য। অনেক ধন্যবাদ বৌদি সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

প্রতি সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্টটি দেখার অপেক্ষায় থাকি। এ সপ্তাহে এই রিপোর্টটি দেখে খুবই ভালো লাগছে। নিজের অবস্থান সম্পর্কে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।

এই সপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। এই রিপোর্টের মাধ্যমে কমেন্টের ভুল সম্পর্কে জানতে পারি। কমেন্ট পয়েন্ট ভালো দেখে ভালো লাগলো। তবে কিছু জায়গায় কমেন্ট ভুল রয়েছে এটা আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট মনিটরিং রিপোর্ট সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য।

দিদি বরাবরের মতো কমেন্ট মনিটরিং রির্পোট টি বেশ সুন্দর করে প্রকাশ করেছেন ৷ একটি কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ যেখানে একজনের পোষ্ট দেখে একজন রাইটার তার মনের অনুভুতি প্রকাশ করে ৷ আর সেখানে ভুল থেকে ফেরানোর জন্য এই কমেন্ট মনিটরিং রির্পোট ৷ দিনশেষে নিজের ভুল গুলো বুঝো শুনে কাজ করতে হবে ৷অসংখ্য ধন্যবাদ

প্রতি সাপ্তাহের মত এই সাপ্তাহেও ধারাবাহিকতা রক্ষা করে কাজ করার চেষ্টা করেছি। রিপোর্ট দেখে বুঝা যায় মোটামুটি সবাই কাজ করেছে। তিনশো প্লাসও কমেন্ট হয়েছে দেখা যায়। আশা করি সবাই নিজেদের ধারাবাহিকতা রক্ষা করে কাজ করে যাবে। ধন্যবাদ।

গত সপ্তাহে ব্যস্ত থাকার কারণে কমেন্ট মনিটরিং এর রিপোর্টে নিজের নামটি ভালো অবস্থানে নেই। কাজের ধারাবাহিকতা তেমন একটা ধরে রাখতে পারিনি। এই সপ্তাহে চেষ্টা করব আর কাজের ধারাবাহিকতা ফিরিয়ে আনার। যারা ভালো মতামত প্রকাশ করেছে তারাই ভালো অবস্থানে থাকে। তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Posted using SteemPro Mobile

কমেন্ট মনিটরিং রিপোর্টটি পেয়ে খুবই ভালো লাগলো। আপনার যারা এ সপ্তাহে ভালো করেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রত্যেক সপ্তাহেতেই এই রিপোর্টটির অপেক্ষাতে থাকি। কেননা গত সপ্তাহে কমেন্ট এর মান কেমন ছিল তা এই রিপোর্টের মাধ্যমেই জানতে পারি। আশা করি পরবর্তী সপ্তাহ থেকে কমেন্ট এর মান আরো বৃদ্ধি করব।

কমেন্টস মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো ৷ বিশেষ করে নিজের অবস্থান সম্পর্কে জেনে আরো বেশি ভালো লাগলো ৷ ধন্যবাদ দিদি সুন্দর ভাবে রিপোর্টটি প্রকাশ করার জন্য ৷ আমি কমেন্টের ধারাবাহিতা বজায় রাখার চেষ্টা করবো ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

কমেন্ট মনিটরিং লিস্ট দেখে খুব ভালো লাগলো।সবাই আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ করেছেন।আমার নিজের সামান্য ভুল রয়েছে।আগামীতে ভুল ত্রুটি শুধরে নিতে ট্রাই করবো।ধন্যবাদ দিদি সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

প্রতি সপ্তাহে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে কমেন্ট মনিটরিং রিপোর্ট শেয়ার করে থাকেন। এই কমেন্ট মনিটরিং রিপোর্টের মাধ্যমে আমরা এক সপ্তাহের কমেন্ট গুলো দেখতে পারি এবং নিজের অবস্থান সম্পর্কে জানতে পারি। প্রতিনিয়ত চেষ্টা করে যাব আরো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং যে ভুলগুলো আমাদের মাঝে আছে সেগুলো অবশ্যই শোধরানোর চেষ্টা করব। ধন্যবাদ আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখেই বুঝা যায় সপ্তাহে কেমন কমেন্ট ছিল। এ সপ্তাহেও চেষ্টা করেছি ভালোভাবে করার। আশা করছি সামনেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।

অসংখ্য ধন্যবাদ জানাই রিপোর্টটি বিস্তারিত পড়ে ভালো লেগেছে। কমেন্ট মনিটরিং রিপোর্ট পড়লে অনেক কিছু জানার সম্ভব হয়। সেই সাথে ভুল গুলো সংশোধন করতে সুযোগ পায় আমরা। এত সুন্দর একটি রিপোর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আবার ও অসংখ্য ধন্যবাদ পুরো টিম কে।

এই সপ্তাহে আসলে অনেক কাজের ব্যস্ততার কারণে কমেন্ট করতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গেছিল। তারপরও চেষ্টা করেছিলাম নিজের জায়গাটা ধরে রাখার জন্য এবং সেটা ধরে রাখতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি, আমি আমার এই জায়গাটা সব সময় ধরে রাখার চেষ্টা করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দর করে কমেন্ট মনিটরিং রিপোর্ট টা করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও কমেন্ট মনিটরিং রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রত্যেক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নিজের অবস্থান একটু খারাপ জায়গায় রয়েছে। তবে বাড়ির পাশে মাহফিল ছিল তিন দিনব্যাপী এই কারণে প্রত্যেকদিন যুক্ত হতে পেরে ছিলাম না আশা করি এখন থেকে আবারও নিয়মিত আপনাদের মাঝে যুক্ত হতে পারব। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

আসলে ব্যস্ত থাকার কারণে খুব একটা ভালো হবে কমেন্ট মনিটরিং টিম এর রিপোর্ট বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তারপরও চেষ্টা করব যে বিষয়গুলোতে নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো ভালোভাবে মেনে চলতে।

কমেন্টের মান মোটামুটি রয়েছে এটা দেখে ভালো লাগলো তারপরও চেষ্টা করে যাব যে বিষয়গুলোতে কমতি রয়েছে সেগুলো ভালোভাবে করতে। এই রিপোর্টটার মাধ্যমে সহজে জানতে পারি কেমন ছিল গত সপ্তাহের কমেন্টের মান।