নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বাঙালি পরিবারে কোজাগরী লক্ষ্মী পুজোর গুরুত্ব আলোচনা করতে চলেছি।
কোজাগরী লক্ষ্মী পুজো বাংলার একটি বিশেষ ধর্মীয় উৎসব যা সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়।এই পূজো মূলত মা লক্ষ্মীর পূজা, যিনি ধন-সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী হিসেবে পরিচিত।বাংলার ঘরে ঘরে এই দিন মা লক্ষ্মীর আরাধনা করা হয়, বিশেষ করে তাঁকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা পূর্ণিমার রাতে নির্জাগরণ পালন করেন। "কোজাগরী" শব্দের অর্থ হলো "কে জাগছে?"। এই রাতেই দেবী লক্ষ্মী স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসে দেখেন,কারা জাগ্রত আছে এবং তাঁদের ওপর কৃপা বর্ষণ করেন বলে বিশ্বাস করা হয়।
ইতিহাস
কোজাগরী লক্ষ্মী পুজোর ইতিহাস অনেক প্রাচীন এবং পুরাণে উল্লেখ আছে।হিন্দু ধর্মীয় গ্রন্থগুলির মতে, দেবী লক্ষ্মী সমৃদ্ধি, সম্পদ ও শান্তির প্রতীক হিসেবে পূজিত হন।কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর পূজা প্রথম প্রচলিত হয় ব্রাহ্মণ্য যুগে।একসময় কৃষিকাজের সঙ্গে জড়িত মানুষরা দেবী লক্ষ্মীর পূজা করতেন ফসলের ভালো ফলনের জন্য।কৃষিপ্রধান সমাজে লক্ষ্মীকে "ধানের দেবী" হিসেবেও গণ্য করা হয়। যুগে যুগে দেবী লক্ষ্মী ধন-সম্পদের দেবী হিসেবে পূজিত হলেও, কৃষিজীবী মানুষদের জন্য তিনি ধানের প্রতীক।
কোজাগরী লক্ষ্মী পুজো শুধু ধন-সম্পদ লাভের জন্য নয়,এটি পারিবারিক শান্তি ও সমৃদ্ধি লাভের আশায়ও করা হয়।ভক্তরা বিশ্বাস করেন যে এই পূজার মাধ্যমে দেবী লক্ষ্মী তাঁদের ঘরে ধন-সম্পদ, সুখ ও সৌভাগ্য নিয়ে আসবেন।এই পুজো বিশেষভাবে কৃষিজীবী পরিবারে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই সময়ে ধান কাটা শুরু হয় যা কৃষকদের কাছে একটি সমৃদ্ধির প্রতীক।
কোজাগরী পূর্ণিমায় ঘরবাড়ি পরিষ্কার করে দেবী লক্ষ্মীর মূর্তি বা চিত্রের সামনে প্রদীপ জ্বালিয়ে, ফল-মিষ্টি দিয়ে পূজা করা হয়।পূজার সময় ভক্তরা লক্ষ্মীর জন্য বিশেষ ভোগ প্রস্তুত করেন এবং আরতির পর পূজার থালাটি বাড়ির সমস্ত কক্ষে প্রদক্ষিণ করানো হয়, যাতে দেবীর কৃপা পুরো বাড়িতে বর্ষিত হয়।
উৎসবের রীতি ও আচার
১. পূজার আয়োজন: দেবী লক্ষ্মীর পূজা খুব নিয়ম মেনে করা হয়। ঘরের প্রবেশপথে ধানের ছড়া বা আলপনা আঁকা হয় যা সমৃদ্ধির প্রতীক।
২. জাগরণ: ভক্তরা পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মীকে তুষ্ট করার জন্য রাত জেগে থাকেন। এটি "জাগরণ" হিসেবে পরিচিত।
৩. দক্ষিণা: পূজা শেষে ব্রাহ্মণদের বা দরিদ্রদের মধ্যে দান করার রীতি প্রচলিত।
কোজাগরী লক্ষ্মী পুজো শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক স্তরে সীমাবদ্ধ নয়, এটি সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ।এই পুজোতে মানুষের মধ্যে সহযোগিতা, সম্প্রীতি এবং সৌহার্দ্য বৃদ্ধি পায়।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার পোস্ট সব সময় ভীষণ তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ হয়। তাই আপনার পোস্ট দেখলেই ছুটে আসি পড়বার জন্য। তথ্য আহরণ করতে ভালোবাসি। এমন সুন্দর সুন্দর তথ্য বহুল পোস্ট তাই পড়তে বড় ভালো লাগে। কোজাগরি পূর্ণিমার এত সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করলেন যা পড়ে মন ভালো হয়ে গেল। মা লক্ষ্মী সকলকে ভালো রাখুন সেই প্রার্থনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রোজ সকালে ঘুম থেকে উঠে আপনার ব্লগ পড়ার অভ্যেস তৈরি হয়ে গেছে। কাকতালীয়ভাবে গতরাতে আমিও লক্ষ্মীপুজো নিয়ে পোস্ট করেছি। তবে আমাদের পোষ্টের বক্তব্য একই হলেও অনেক তথ্য আলাদা। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগে এটাও যথারীতি ভালো লেগেছে। মা লক্ষ্মী আপনাদের সবার জীবনে অনেক সুখ সমৃদ্ধির আশীর্বাদ দিন এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোজাগরী শব্দের অর্থ একেবারেই জানা ছিলো না আমার। অর্থটা জেনে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক কোজাগরী লক্ষ্মী পূজার গুরুত্ব সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন বৌদি। এমন তথ্যবহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ তথ্যটা জানা ছিল না দিদিভাই, বেশ ভালো লাগলো লেখাটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit