নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে জন্মাষ্টমী উপলক্ষ্যে গোপুর জন্মদিনের কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষ্যে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী।ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে। তাই, হিন্দু-ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এইদিন গোপাল পুজোর আয়োজন করা হয়।গতকাল জন্মাষ্টমী ছিল আপনারা সকলেই জানেন। এই জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে মোটামুটি বড় করে পূজা করা হয় আর সেটা ঘরোয়া ভাবেই করা হয় ।জন্মাষ্টমীর আগের দিন থেকে আমাদের এই কলকাতায় মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল আর আমিও এই জন্মাষ্টমী নিয়ে একটু এক্সাইটেড থাকি কারণ এই দিন ঘর সাজানো থেকে শুরু করে গোপালের জামা কেনা, চকলেট কেনা ,বাজার করা সব কিছুই আমি আর মা করি। জন্মাষ্টমীর আগের দিন এত বৃষ্টি হচ্ছিল তাই সেভাবে কিছু কিনতে পারিনি সেদিন। শুধু জামা কিনে নিয়ে চলে এসেছিলাম ।ভেবেছিলাম পরের দিনকে চকলেট কিনে নিয়ে আসববো। আর ঘর সাজানোর জিনিস নিয়ে আসবো। কারণ বৃষ্টির মধ্যে বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। তাই সেই রকম ভাবে কিছু ঘর সাজানোর জিনিস না কিনতে পারলেও আমার কোনো অসুবিধা হয়নি কারণ আমার বাড়িতে সব সময় ঘর সাজানোর জন্য জিনিস থাকেই। তাই পরের দিন সকাল হতে হতেই মা ঠাকুর সাজানোর আগেই আমি ঘর সাজিয়ে দিয়ে চলে এলাম ।পুরোটাই নিজের মতন করে সাজালাম।
মা এসে গোপালকে দূর্বা,হলুদ ,মধু দই ,দুধ ,জল দিয়ে স্নান করালো।
স্নান করানো হয়ে গেলে আস্তে আস্তে খুব সুন্দর ভাবে গোপালকে সাজিয়ে আসনে রেখে গোপালের জন্য জন্মাষ্টমীভোগ তৈরি করা শুরু করলো।
আমার মা আর কাকিমনিরা মিলেই এই ভোগের প্রসাদ তৈরি করে ।আর এই ভোগ দেওয়া হয় ঠাকুরকে বিকেল বেলায়। আর এই ভোগের প্রসাদ হিসাবে লুচি সুজি থেকে শুরু করে তালের বড়া, মালপোয়া ,তালের ক্ষীর, পিঠে, নাড়ু সবকিছুই তৈরি করে ঠাকুরকে নিবেদন করা হয়েছে।
সন্ধ্যা আটটার মধ্যে গোপালকে ভোগ নিবেদন করা হলো। এরপর গোপালের অষ্টতর শতনাম পড়ে আরতি করে পুজো সম্পন্ন করা হলো । এভাবে জন্মাষ্টমী পূজা শেষ হলো।আজকে আবার নন্দ উৎসব উপলক্ষে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হয়েছে সেখানে অনেক রকমের রান্না করে ঠাকুরকে দেওয়া হয়েছে ।সেটি আমি আপনাদের সাথে পরের পর্বে ভাগ করে নেবো।
বাহ,জন্মাষ্টমী উপলক্ষ্যে গোপুর জন্মদিনে খুব সুন্দরভাবে সাজিয়েছেন দিদি ঠাকুরঘরটি।গোপুকে খুবই মিষ্টি দেখতে লাগছে।তাছাড়া বেশ জাকজমকপূর্ণ আয়োজন ছিল ,ভিডিওটি সুন্দর ছিল।সবমিলিয়ে দারুণভাবে জন্মাষ্টমী পূজা শেষ করেছেন।ভালো লাগলো দেখে।ভগবান সকলের মঙ্গল করুন এই কামনা করি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি নমস্কার
জন্মাষ্টমীর দিনে আপনি গোপাল ঠাকুর কে বেশ সুন্দর করে পুজো দিযেছেন ৷স্নান করার ভিডিও টি বেশ চমৎকার ছিল ৷প্রাসাদের আয়োজন আয়োজন পুজো দেয়া ৷সবমিলে ভালো ছিল জন্মাষ্টমী পুজোর সময় টি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকগুলো পবিত্র জিনিস দিয়ে গোপালকে গোসল করানোর ভিডিওটি দেখে আমার খুবই ভালো লেগেছে। তারপর গোপালের সাজানো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। গোপালকে খুবই সুন্দর দেখাচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে আপনার বিভিন্ন কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর লাগছে ছোটো গোপাল কে। খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করলে তাহলে। ভালো থেকো দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit