নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে Crazy 4 cakes নিয়ে কিছু তথ্য ও ছবি কেক ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
গত তিনদিন আগে আমার মায়ের জন্মদিন ছিল। আর গতকালই শ্রাবণ মাসের লাস্ট দিন গেছে। শ্রাবণ মাসে মা পুরোটাই ভেজ খাবার খায় । আর তার মধ্যে যেহেতু জন্মদিন ছিল তাই ভেবেছিলাম কেক কিনতে যাব । যেহেতু ভেজ খাচ্ছে তাই এগলেস কেক কিনতে গিয়েছিলাম।
এগলেস কেক খেলে বোঝা যায় না যে সেটা এগলেস কেক, কারণ এগলেস কেক খেতে এতটাই টেস্ট হয় । আমি আমার বাড়ির সামনেই crazy 4 cakes থেকে কেক আনতে গিয়েছিলাম ।কারণ অনেকেই জানেন জন্মদিন থেকে শুরু করে যে কোনো অকেশনের কেক মানেই mio amore এর কেক বেশিরভাগ মানুষই কেনে ।কারণ এই দোকানের কেকের একটাই ব্যাপার যে এখানের কেক ভীষণ টেস্টি হয় ।আর ভীষণ সফট থাকে। অন্যান্য কেক শপে খুব একটা সেটা থাকে না ।তাই বলা যায় যে বেশিরভাগ কেক এখান থেকেই সবাই কেনে।
যেহেতু আমি এই এগলেস কেক কিনবো ।তার জন্য আমার ক্রেজি ফর চকলেটে যাওয়া ।ওখানে কেকগুলো আমার খুব ভালো লাগে। কারণ এর আগে একবার আমি কেক নিয়েছিলাম। তাই দ্বিতীয়বার ওখানে আবার যাওয়া। এখানে কেকগুলো দাম তুলনামূলক বেশি হয়। কিন্তু ভীষণ টেস্টি হয় । এই দোকানের প্রতিটা কেকই এগলেস তাই জন্য এখানে যাওয়া ।আর এই দোকানের কিছু কেকের ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ।আমার দিক থেকে এই দোকানের কেক খুবই ভালো লাগে ।আপনারাও চাইলে এই দোকানে খেয়ে দেখতে পারেন।অনেক গুলো ব্রাঞ্চ আছে কেক শপের। আসলে মিও আমারে এতটাই জনপ্রিয়তা লাভ করেছে আমাদের এখানে ,তাই প্রায় সবাই ওই দোকানে যায়, তাই আমার দিক থেকে মনে হয় নানা দোকান থেকে কেক ট্রাই করলে বোঝা যায় যে কোন দোকানের কেক কেমন খেতে হয়।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কেক আমার খুবই পছন্দের একটি খাবার। তবে ডাক্তার সুগার লেভেল মেইন্টেনের ওর্য়ানিং দিয়ে দেয়ার কারণে এখন কেক খুব একটা খাওয়া হয় না। কেকগুলোর চেহারা দেখেই জিভে রীতিমতো জল এসে গিয়েছে। দেখে মনে হচ্ছে এখান থেকে এক পিস কেক খেতে পারলে দারুন হোতো। তবে দিদি আপনাদের ওখানে কেকের দাম দেখছি তুলনামূলক কিছুটা কম। আমাদের এখানে মোটামুটি একটা জায়গা থেকেও কেক নিতে গেলে সেগুলোর প্রতি পাউন্ডের দাম পড়ে ৮০০ থেকে ১০০০ টাকা। আপনার মায়ের জন্য অনেক দোয়া রইলো। ধন্যবাদ চমৎকার এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আন্টির জন্মদিন উপলক্ষে এগলেস কেক কিনতে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো বৌদি। কেক গুলো দেখতে সত্যিই বেশ লোভনীয় লাগছে। তবে আমাদের দেশের তুলনায় সেখানে কেকের দাম তুলনামূলকভাবে কম। কেকের ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন বৌদি। আন্টির জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ উপভোগ করলাম দিদিভাই কেকের ছবিগুলো, কেক গুলো দেখতেই বেশি সুন্দর লাগছে, না জানি খেতে কত টেস্ট। মনে মনে খাওয়ার স্বাদ উপভোগ করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মায়ের জন্মদিনে মায়ের জন্য এগলেস কেক কিনতে গিয়ে চমৎকার কিছু কেকের ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি।কেকের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। কেকের ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যাচ্ছে খুব টেস্টি কেক গুলো।এই শপের সব কেকই বললেন এগলেস।তবে তো ভালোই।আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনার মায়ের জন্মদিনের কথা শুনে সত্যি অনেক ভালো লাগলো। এগলেস কেক আমাদের এদিকে পাওয়া যায় না বললেই চলে। দারুন দারুন সব কেক গুলো দেখে সত্যিই ভালো লাগলো। কেক খেতে সবাই অনেক পছন্দ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন চমৎকার চমৎকার কেক, সবগুলো এগলেস! আপনি বলে না দিলে বোঝার কোন উপায় ই নেই। আমাদের এখানে অবশ্য এমন এগলেস কেক এর কোন সিস্টেম ই নেই। তবে সবগুলোই বেশ দারুণ ডিজাইন করা! আর আদের দেশের চেয়ে দাম তুলনামূলক অনেক কম। আমাদের এখানে তো নামীদামী দোকানে ৩৫০ গ্রাম কেক এর দাম ই ৫০০ - ৬৫০ হয়। আর ১ পাউন্ড কেক ১২০০ এর নিচে নেই!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit