নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে একাডেমি অফ ফাইন আর্টসে কাটানো কিছুটা সময় এবং কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।
একাডেমি অফ ফাইন আর্টস হলো একটি বেসরকারি সংস্কৃতিক হল যেটি ১৯৩৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কিছুদিন আগে আমি নন্দনে ঘুরতে গিয়েছিলাম।আর এই নন্দনের পাশেই ছিল একাডেমি অফ ফাইন আর্টস ।যেটি সেদিনকে চিত্র প্রদর্শনের জন্য খোলা ছিল। বহু বছর পর এই একাডেমি অফ ফাইন আর্টস এ ঢুকেছিলাম কারণ এই একাডেমি অফ ফাইন আর্টস চিত্রকলা প্রদর্শনের জন্য খুবই বিখ্যাত বলা যেতে পারে ।আর এখানে আমার আঁকার ও এক্সিবিশন হয়েছিল প্রায় ৪ বার মতো। এই এক্সিবিশন প্রায় অনেক বছর আগেই হয়েছিল তখন এসেছিলাম, আজ বলতে গেলে ৭-৮ বছর পর এখানে আবার আসা হল।
নন্দনে এসে হঠাৎ করেই দেখেছিলাম যে চিত্রকলা প্রদর্শনী হচ্ছে ,আর এই জায়গাটা আমার কাছে ইমোশন । কারণ আমার যখন ১২ বছর বয়স তখন এই জায়গাতে আমার প্রথম আঁকা প্রদর্শনী হয়েছিল ।তো এত বছর পর আবার এসে খুব ভালো লেগেছিল। আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের এই কলকাতায় বহু মানুষ যারা এই সকল চিত্র প্রদর্শনীর গুরুত্ব খুব কম দেয় আমি এর সঠিক কারণ জানি না ।আমরা কোনো জায়গায় কোনো মেলা হলে সেখানে যাই কিন্তু কোথাও কোনো চিত্র প্রদর্শনী হলে সেখানে মানুষ খুব একটা যায় না।
এই ছবিটিতে আমাদের বৃদ্ধ বয়স টাকে তুলে ধরা হয়েছে ।বয়স বাড়ার সাথে সাথে গায়ের চামড়ায় কতটা ভাঁজ পড়ে যায় সেই বয়সটাকেই এখানে দেখানো হয়েছে।
ছবিটি পুরোটাই পেন দিয়ে করা হয়েছে এবং সূক্ষ্ম হাতের কারুকার্য রয়েছে তা বোঝাই যাচ্ছে।
এই ছবিটির মাধ্যমে মেঘের সাথে মেয়েকে তুলনা করা হয়েছে।
এই ছবিটিতে ভালোবাসার বিভিন্ন রংকে ফুটিয়ে তোলা হয়েছে।
এই ছবিটির জনসংখ্যা বৃদ্ধিকে তুলে ধরা হয়েছে।
যাইহোক এই একাডেমি অফ ফাইন আর্টসে যখন আমি ঢুকেছিলাম এখানে প্রায় বিশিষ্ট নামকরা চিত্রশিল্পীদের আঁকা প্রদর্শনী হচ্ছিল ।৫ টি হল জুড়ে এই চিত্র প্রদর্শনী চলছিল ।খুব সুন্দর সুন্দর আঁকা এখানে ছিল। আর তার সাথে শুধু আঁকা ছিল না সেলাইয়ের কাজও ছিল এছাড়াও পোড়া মাটি দিয়েও কিছু জিনিসপত্র বানানো ছিল ,যেগুলো দেখার মত ছিল। আমি মনে করি যে সকল জিনিস মানুষ সহজে বুঝতে পারে না সে সকল জিনিস কিন্তু আঁকার মাধ্যমেও বুঝিয়ে দেওয়া যায় ।আর আজকে তারই কিছু চিত্র আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম।যে সকল চিত্রের মধ্যে দিয়ে মানুষকে অনেক মেসেজ দেওয়া হয়েছে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
একাডেমি অফ ফাইন আর্টস ঘিরে আপনার অনেক স্মৃতি এবং আবেগ অনুভূতি ছড়িয়ে আছে বুঝতে পারলাম। যতটুকু সময় সেখানে ছিলেন মনে হয় ভেতর থেকে সময়টা দারুন উপভোগ করেছেন। এটা ঠিক যে মেলায় মানুষের ভিড় লক্ষ্য করা যায় কিন্তু এধরনের চিত্র প্রদর্শনীতে মানুষ কম যেতে চায়। এটা হতে পারে ভেতর থেকে অনুভব করে না অনেকেই। এধরনের শিল্প কর্ম আসলে মনের খোরাক মিটায় যা অনেকের চিন্তা চেতনার বাইরে। ছবিগুলো কিন্তু এককথায় দূরদান্ত ছিল।
অনেক ধন্যবাদ দিদি চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ এটা তো বেশ ভালো কথা।🙂
তোমার শেয়ার করা প্রত্যেকটা আর্টই সত্যি দেখতে খুব অসাধারণ লাগছে এবং তুমি ঠিকই বলেছ, এর প্রত্যেকটা আর্ট এর মধ্যেই একটা মেসেজ রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দিদি আপনি তো আপনার অতীতের সেই একাডেমিক অফ ফাইন আর্টস কে ঘিরে আমাদের সাথে অনেক স্মৃতি শেয়ার করে নিলেন। আমার তো মনে হয়ে এই জায়গায় বেশ সুন্দর কিছু সময় আমার কেটেছে। আর আপরার মাধ্যমে বেশ সুন্দর সুন্দর কিছু চিত্র আজ দেখতে পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি শুনে সত্যি দারুণ লাগলো যে এখানে আপনার আঁকার ও এক্সিবিশন হয়েছিল প্রায় ৪ বার মতো। যদিও এটা আরো বেশী হওয়ার কথা আমার দৃষ্টিতে কারন মাঝে মাঝে আপনি যে চমৎকার আর্ট উপহার দেন আমাদের মাঝে দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। আজকের চিত্রগুলোও বেশ দারুণ ছিলো, নিচের নোটটার কারণে খুব সহজেই দৃশ্যগুলো বোধগম্য হয়েছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলব আপনি যে ছবিগুলো শেয়ার করেছেন তা যথেষ্ট অর্থবহ। তবে বেশি ভালো লাগলো জেনে যে, আপনার নিজের সৌভাগ্য হয়েছিল এখানে আপনার আঁকা ছবি প্রদর্শিত হয়েছিল। আমি তো দিদিভাই আর এমনিতেই বলি না যে, আপনি ক্রিয়েটিভ মানুষ।
সত্যি সৃজনশীলতা আপনার সঙ্গে বড্ড মানানসই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো দাদা আপনার মন্তব্য পড়ে 💝।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্! আপনার আঁকার এক্সিবিশন হয়েছিল প্রায় ৪ বার এটা জেনে খুব ভালো লাগলো দিদি। আরও বেশি ভালো লাগলো মাত্র ১২ বছর বয়সে আপনার প্রথম আঁকা প্রদর্শনী হয়েছিল। আপনি সত্যিই একজন ক্রিয়েটিভ মানুষ। ৭/৮ বছর পর একাডেমি অফ ফাইন আর্টস এ দারুণ সময় কাটিয়েছেন দিদি। সেই সাথে বিশিষ্ট নামকরা চিত্রশিল্পীদের আঁকার ফটোগ্রাফি করেছেন। যা দেখে সত্যিই খুব ভালো লাগলো। পোস্টটি পড়ে এবং দেখে খুব ভালো লাগলো দিদি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit