RE: রঙতুলিতে একটি বিকেল।। পেইন্টিং পোস্ট।।

You are viewing a single comment's thread from:

রঙতুলিতে একটি বিকেল।। পেইন্টিং পোস্ট।।

in hive-129948 •  7 months ago 

আপনার পেইন্টিংটি খুব সুন্দর হয়েছে কিন্তু এই পেইন্টিং এ আরেকটু ডিটেলস স্টেপ করতে হবে ।শুরুতেই আপনি পুরো পেন্সিল স্কেচটি দিয়েছেন, কি ভাবে কাজটি সম্পন্ন করছেন সেটা একটু ডিটেলস দিলে সবার সুবিধা হবে । অন্তত আপনি যে আঁকছেন আপনার হাতের সাথে কিছু ছবি দিতে হবে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আচ্ছা কাউকে বলব আমাকে সহ ছবি তুলে দিতে। বা অন্তত পক্ষে আমার হাত সমেত৷ শুরুতে উপকরণ সমেত একটা ছবি দিয়ে ছিলাম আগের বার। এবার সেটি তুলতে মনে নেই৷ পরেরবার মনে করে তুলে রাখব। আর ডিটেলস বলতে কি বলছেন? অল্প অল্প করে এঁকে ছবি তুলব?

তোলাই যায়৷ কিন্তু হয় কি মনটা আঁকায় থেকে যায় তাই ছবি তোলার বিষয়টা মাথা থেকে বেরিয়ে যায়। এরপর বার খেয়াল করে তুলে রাখব৷ ধন্যবাদ মন্তব্য করার জন্য।

হ্যা অল্প অল্প করে এঁকে ছবি তুলতে হবে ।

আর এটা ঠিক যে কোনো শিল্প কাজই মন দিয়ে করলে ছবি তোলার কথা মনে থাকে না । তবুও চেষ্টা করতে হবে । আমরা সবাই এখানে না পারলে ও একটু একটু করে চেষ্টা করি ।

নিশ্চই। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর করে বলে দেওয়ার জন্য। পরেরবার থেকে যতটা সম্ভব খেয়াল করব বিষয়টা৷