আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 08 May - 2022

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

Amar_Bangla_Blog_logo.jpg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। বরাবরের মতো এ সপ্তাহেও এ্যাক্টিভ লিস্ট থেকে এমন কোন ইউজার পায়নি যারা দুটির কম ভোট পেয়েছেন, প্রত্যেকেই মোটামুটি কমবেশী ভালই সাপোর্ট পেয়েছেন।আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সুপার একটিভ লিস্ট থেকে যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।এ সপ্তাহে তিনজন ইউজারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা হলেন, @mostafezur001 তিনি সপ্তাহে ৭টি পোষ্ট করে একটি সাপোর্ট পেয়েছেন , এরপর @emranhasan তিনি সপ্তাহে ৬টি পোস্ট করে একটি সাপোর্ট পেয়েছেন এবং @sshifa তিনি সপ্তাহে ৫ টি পোস্ট করে একটি সাপোর্ট পেয়েছেন । প্রত্যেকেই এ সপ্তাহে ন্যূনতম তিনটি করে ভোট পাবেন।@emranhasan এবং @sshifa আপনাদের ইংগেজমেন্ট একটু বাড়াতে হবে।


সময়কাল : ২৮ এপ্রিল ২০২২ থেকে ০৪ মে ২০২২

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৩

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ০৯ মে ২০২২ থেকে ১৩ মে ২০২২.

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্ট

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@mostafezur001/postsshy-fox
০২https://steemit.com/@emranhasan/postsshy-fox
০৩https://steemit.com/@sshifa/postsshy-fox

যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো যে কোনো ধরণের সাজেশন্স গ্রহণীয় ।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই উদ্যোগটি কে আমার অনেক ভালো লাগে আপু। অবশেষে আপনার এই তালিকায় আপনি আমাকে যুক্ত করেছেন এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার এই কাজের মাধ্যমে কোন ব্যক্তি সাপোর্টের বাইরে যাবে না এটাই আমরা বুঝতে পারছি।

কিভাবে "আমার বাংলা ব্লগ" এ জয়েন দিবো?

সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। এর ফলে সকলের কাজ করার মানসিকতা আরো বেড়ে যাবে। ধন্যবাদ

কিভাবে "আমার বাংলা ব্লগ" এ জয়েন দিবো?

আপনার এই রিপোর্টটি আসলেই প্রশংসার দাবিদার। এর ফলে একটি ইউজার ও সাপোর্ট বঞ্চিত থাকে না। খুব ভালো লাগে আপনি সাপোর্টবিহীন ইউজারগুলোকে খুব নিখুঁতভাবে খুঁজে বের করেন। শুভকামনা রইল আপনার জন্য।

বেশ দারুন একটি উদ্যোগ, এখানে অনেক পরিচিত মানুষ দেখা যাচ্ছে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ তাদের ভোট নিশ্চয়তা করে দেওয়ার জন্য।

অনেক ভাল লাগে যখন এরকম উদ্যোগ নেন। সকল পোস্টদাতার কষ্ট আপনি বুঝেন।

অনেক ভাল একটি উদ্যোগ ছিল। আপনি দারুন উদ্যোগ নিয়েছেন আপু। আশা করি যারা সাপোর্ট পারছেনা বঞ্চিত হচ্ছে তারাও সমানভাবে সাপোর্ট পাবে এবং একটু আত্মবিশ্বাস বাড়বে। বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল এভাবে কঠোর পরিশ্রম করার জন্য। খুঁজে খুঁজে তাদের সাপোর্ট দেওয়ার জন্য

আপু আপনার প্রতি সপ্তাহের এই রিপোর্টেটি দেখতে আমার খুবিই ভালো লাগে।কেননা এই কাজটাতে আমি স্বচ্ছতা খুজে পাই, আপনি খুবই ভালো কাজ করেন। অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা রইল

এই সপ্তাহের সাপোর্ট বিহীন কোয়ালিটি পোস্টের রিপোর্টেটিও অনেক সুন্দর ছিলো ৷ আপনি সাপোর্ট না পাওয়া ইউজারদের বের করে সাপোর্টের ব্যবস্থা করতেছেন ৷ এটি সত্যিই দারুণ একটি উদ্যোগ ৷এর ফলে সকলের কাজ করার মন মানসিকতা বেরে যায় ৷ধন্যবাদ আপনাকে

আপনার এই নিরলস পরিশ্রম এর ফলে সুবিধা বঞ্চিত রা আর বাদ পড়ছে না।খুবই সুন্দর ও ভালো কাজ আপু।এভাবে ধারাবাহিকতা বজায় রাখুন। 🖤

সাপোর্ট বিহীন সবাই এই উদ্যোগের মাধ্যমে সাপোর্ট পাচ্ছে যেটা তাদের জন্য অনেক বড় পাওয়া ।সব সময় এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

দেখতে যতটা সহজ মনে হয় এই লিস্ট কিন্তু আসলে পড়তে অনেক কষ্ট করতে হয় আপনার। আমাদের জন্য এত পরিশ্রম করার জন্য সত্যিই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় বোন। 🥰🥰

এটি নিঃসন্দেহে খুব একটি ভালো উদ্যোগ ।কোন কারণে যদি কেউ সাপোর্ট না পায় তাহলে তা খুঁজে বের করে সাপোর্ট দেয়া হয়। এই উদ্যোগ খুবই মহৎ। আপনি অনেক নিরস কষ্ট করে এই রিপোর্টটি তৈরি করেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেন। এই জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমি মনে করি খুব সুন্দর একটি উদ্যোগ এটি। এর মাধ্যমে সাপোর্ট বিহিন কোয়ালিটি পোস্ট সাপোর্ট দেওয়া হয় যা সত্যি প্রশংসনীয়। দাদার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

সপ্তাহ ধরে কাজ করবে কিন্তু সাপোর্ট পাবে না সেটা তো হতে পারে না আর তাই নিয়মিত এ বিষয়ে লক্ষ্য রাখছেন আমাদের সবার প্রিয় আপু 💚

আপু আপনি সব সময় অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজি করে এমন কোয়ালিটি পোস্টগুলো খুঁজে বের করেন। একাজ সত্যি অনেক প্রশংসনীয়। আপনাকে ধন্যবাদ আপু এই ভালো কাজটা আমাদের মাঝে সব সময় করে যাওয়ার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইলো।

আপনার এই তালিকায় আমার নামটা দেখে খুব ভালো লাগলো । আপু আসলে আপনি খুব কষ্ট করে লিস্ট গুলো বের করেন। আমি অবশ্যই আরো ইংগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত কষ্ট করে সাপোর্ট বিহীন পোস্টগুলো বের করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

সাপোট বিহীন পোস্টগুলোকে খুঁজে খুঁজে বের করে আপনি সাপোর্ট এর আওতায় নিয়ে আসে। যার মাধ্যমে আমার বাংলা ব্লগ ও স্বচ্ছতার প্রমাণ পাওয়া যায়। ধন্যবাদ আমার বাংলা ব্লগ এবং আপনাকে।