ফান ফেয়ারে কাটানো কিছু মুহূর্ত : শেষ পর্ব

in hive-129948 •  6 months ago 
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_2021.jpeg

গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফান ফেয়ারে কাটানো কিছু মুহূর্ত। আজকে তার শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।বেলা বারোটার সময় আমরা বাসা থেকে বের হয়েছিলাম এবং আড়াইটার সময় ঘরে ফিরেছিলাম। প্রবলেম হলো বাচ্চারা একবার যদি সেখানে যায় তাহলে আর সহজেই ঘরে ফিরতে চায় না।এরপর আবার পেয়েছে তাদের কিছু বন্ধুবান্ধব। তাহলে তো আরো বেশি প্রবলেম তাদেরকে সেখান থেকে ঘরে আনা।যাইহোক তাদের ইচ্ছেমতো কতগুলো রাইডে দিলাম উঠতে।অনেক বেশি এনজয় করেছিল তারা সেদিন।

যেহেতু বিশাল মাঠ জুড়ে এই আয়োজন করা হয়েছিল তাই এখানে বিভিন্ন ধরনের শপ ছিল কেনাকেটা করার জন্য।তবে শপগুলোর মধ্যে ছিল শুধু মাত্র বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, আর বিভিন্ন খাবারের স্টল। মোটকথা বাংলাদেশে যে মেলাগুলো হয় ওই মেলাতে যেমন বিভিন্ন ধরনের খেলনা ও খাবার বিক্রি হয় ঠিক তেমনি, তবে একটু ভিন্নতা রয়েছে এখানকার কৃষ্টি কালচার অনুযায়ী। তবে প্রবলেম হচ্ছে খাবার খেতে ইচ্ছে করলেই তো এখানে খাওয়া সম্ভব নয়, কারণ হালাল-হারামের বিষয়টি রয়েছে। এ কারণে আমরা এ দেশে বাইরে খুবই কম খাই। যাই হোক তারা শুধু তাদের পছন্দের আইসক্রিম গুলো সেখান থেকে নিয়েছে। খাওয়া-দাওয়া শেষে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর অবশেষে আমরা ঘরে ফিরলাম।

IMG_1733.jpeg

IMG_1732.jpeg

IMG_1783.jpeg

পানির মধ্যে এই আয়োজনটি আমার কাছে বেশি ভালো লেগেছে। পানির মধ্যে সিলিন্ডার আকৃতির এই হুইলটি ঘুরতে থাকে আর এর ভেতরে বাচ্চারা গিয়ে ফান করে। ছোট মেয়েকে জিজ্ঞাসা করলাম সে উঠবে নাকি? কিন্তু সে রাজি হল না। ছোট ছোট বাচ্চারা এতে উঠে অনেক এনজয় করছিল যা দেখে খুবই ভালো লাগছিল।

IMG_1735.jpeg

IMG_1748.jpeg

IMG_1739.jpeg

IMG_1759.jpeg

IMG_1760.jpeg

IMG_1761.jpeg

খুবই ইনজয় করেছিল এই রাইডটিতে যারা উঠেছিল কিন্তু প্রবলেম হচ্ছে যখন একটি গাড়ি আরেকটি গাড়ির সাথে লেগে যায় তখন অনেক জোরে একটি ধাক্কা লাগে। তাই আমার ছোট মেয়ে উঠে মোটেও আনন্দ পায়নি, সে শুধু ব্যথা পাচ্ছিল এসে আমাকে বলল। মনটা তার খারাপ হয়ে যায়। তাই তাকে খুশি করতে গিয়ে তার পছন্দমত আরো একটি রাইডে উঠাই। আসলে এগুলো চালাতে একটু এক্সপার্ট হতে হয় এবং হাতে ব্যালেন্স রাখতে হয়। যেহেতু আমার বড় মেয়ে অতটা পারেনি এ কারণে ছোট মেয়েটা একটু বেশি ব্যথা পেয়েছে। অবশ্য পারলেও যে পারেনা তার গাড়িটি এসে ধাক্কা মারবে সুতরাং সবাই একটু না একটু ব্যাথা পেয়েই থাকে।

IMG_1768.jpeg

IMG_1769.jpeg

IMG_1771.jpeg

IMG_1772.jpeg

এরপর ছোট মেয়েকে নিয়ে গেলাম তার অতি পছন্দের স্লাইড রাইডে। এটি তার খুবই পছন্দের। অনেক লম্বা একটি স্লাইড, আবার ওঠার জন্য সিঁড়িও রয়েছে। যেহেতু অনেক লম্বা স্লাইড তাই প্রথমবার একটু ভয় পেয়েছিল। পরেরবার আবার ঠিক হয়ে গিয়েছিল। মোট ছয় বার একটি টিকিটে স্লাইড করতে পারে একেক জন।

IMG_1784.jpeg

IMG_1786.jpeg

IMG_1787.jpeg

IMG_1788.jpeg

ফেরার পথে ওই মাঠের কিছু ফটোগ্রাফি।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max
LocationHorley, Surrey, England

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই এসব দেশে বাহিরের খাবার কম খাওয়া ই ভালো। কারণ চারিদিকে শুধু হারাম খাবারের ছড়াছড়ি। যাইহোক পানির মধ্যে এই আয়োজনটি আমার কাছেও বেশ ভালো লেগেছে আপু। এর আগে এমন আয়োজন দেখা হয়নি। গাড়ির রাইডে আপনার ছোট মেয়ে একটু ব্যথা পেলেও,পরবর্তীতে স্লাইড রাইডে আপনার ছোট মেয়ে বেশ ভালোই আনন্দ করেছে তাহলে। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে আপু। সবমিলিয়ে দারুণ লাগলো এই পোস্টটি দেখে। যাইহোক এতো চমৎকার মুহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ফান ফেয়ারে কাটানো মুহূর্তগুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। বিভিন্ন রকমের রাইটস দেখেও ভালো লাগলো আপু। তবে অনেক সময় সেই রাইটস গুলো চালানোর দক্ষতা কম থাকলে সমস্যায় পড়ে যেতে হয়। তাই তো ধাক্কা লেগে ছোট মামনি ব্যথা পেয়েছে। এরপর তার পছন্দের রাইটসে গিয়ে আনন্দ করেছে জেনে ভালো লাগলো। লম্বা স্লাইড আমার কাছেও কেন জানি বেশ ভয়ঙ্কর লাগে। উঁচু থেকে নিচের দিকে তাকালেই তো ভয় লেগে যায়। যাই হোক সব মিলিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

এই ফান ফেয়ারের বিবরণ শুনে আমারই তো পৌঁছে যেতে ইচ্ছে করছে। এত সুন্দর করে বিবরণী এবং তার চিত্র সহযোগ পোস্টটিকে ভীষণ আকর্ষণীয় করে দিয়েছে। পারলে এখনি আমি ছুটে গিয়ে কয়েকটি রাইডে চেপে আসতাম এবং আবার শিশুর মত আনন্দ করতে পারতাম। তবে পোস্টটি পড়েও খুব আনন্দ করলাম। ইংল্যান্ডে যে এত সুন্দর ফান ফেয়ার হয় তা আপনার পোস্ট থেকেই জানতে পারলাম। আরো সকলকে নিয়ে আনন্দে থাকুন এবং সাবধানে থাকুন।