এবারের কনটেস্টে সেরা তিনজন সহ আরো সাতজনকে আমার পক্ষ থেকে টোটাল ১০০ স্টিম পুরস্কার

in hive-129948 •  10 days ago 
আসসালামুআলাইকুম

বন্ধুরা সকলে কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg


আজ হ্যাংআউটে বলেছিলাম সেরা তিনজন প্রতিযোগীদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ পুরস্কার রয়েছে। হ্যাঁ বন্ধুরা সেরা তিনজন প্রতিযোগী সহ আরো সাতজনকে অ্যাড করেছি আমার এই বিশেষ পুরস্কারের লিস্টে।আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন কোন তিনজন সেরা ছিল।সেরাদের মধ্যে তিন জন যারা ছিলেন তাঁরা হচ্ছেন @neelamsamanta, @fasoniya এবং @tasonya।তাদের তিনজনকেই ১০ স্টিম করে পাঠিয়ে দেওয়া হয়েছে।আসলে প্রথমে তিনজনকেই আমার পক্ষ থেকে বিশেষ পুরস্কার দিতে চেয়েছিলাম। কিন্তু পরে ভেবে দেখলাম আরো অনেক প্রতিযোগী যাদের উপস্থাপনা গুলো খুবই ভালো ছিল, কিন্তু তারা বিজয়ীদের তালিকা আসতে পারেননি।তাই তাদের কথা বিবেচনা করে আরো সাতজনকে আমার এই পুরস্কারের আওতায় আনা হয়েছে, যাদের আমাদের পক্ষ থেকে পাওয়া মার্কস্ ও কম ছিল না।তারাও বেশ ভালই মার্কস পেয়েছিলেন।কিন্তু সবাইকে তো আর আনা যায় না।যাদেরকে এই লিস্টে আনা হয়নি তারা মন খারাপ করবেন না, চেষ্টা চালিয়ে যান।আশা করি পরবর্তীতে আপনাদেরও এমন সুযোগ আসবে।

আসলে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তারা প্রচুর কষ্ট করে থাকে।খুব বেশি পরিশ্রম করে ও সময় নিয়ে তারা পোস্টগুলো তৈরি করে, তা যে কোন ধরণের প্রতিযোগিতাই হোক না কেন।এত কষ্টের পর যদি নিজের নামটি ঘোষণা না করা হয় তখন আসলেই খুব কষ্ট হয়।আসলে আগে আমিও মাঝে মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, কিন্তু এখন সময়ের অভাবে আর সেভাবে অংশগ্রহণ করতে পারিনা।তখন আমিও আপনাদের মত নিজের নামটি সোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম।আর কিছু হতে না পারলে আসলেই খুবই কষ্ট হতো।তাই তাদের কথা বিবেচনা করেই আমার এই বিশেষ পুরস্কারের আয়োজন।এছাড়া এবারের কনটেস্টে কয়েকজন প্রতিযোগী ছাড়া অধিকাংশ প্রতিযোগীই খুব বেশি পরিশ্রম করেছেন। এত বেশি ফুলের ফটোগ্রাফি দিয়েছেন, সাথে বর্ণনাও ছিল প্রচুর।তাই আমার মতে আপনারাও পুরস্কার পাওয়ার যোগ্য।যাই হোক বিজয়ী তিন জন সহ, বাকি যে সকল প্রতিযোগীদেরকে আমার এই তালিকায় আনা হয়েছে তারা হচ্ছেন, @nevlu123, @jamal7, @shahid540, @tanjima, @rahimakhatun, @purnima14 এবং @maksudakawsar।তাদের প্রত্যেকেরই ১০ স্টিম করে পাঠিয়ে দেয়া হয়েছে যার যার ওয়ালেট এ।এ ছাড়া আজকের কনটেস্টে যারা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমাদের এডমিন ও মডেরটোরের পক্ষ থেকে ১৪০ স্টিম পাঠিয়ে দিবেন শুভ ভাই খুব শীঘ্রই।



Prize distribution list

IMG_5899.jpeg




ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু, আপনার এমন সিদ্ধান্তের পর আমি যদি শুধু ধন্যবাদ দিয়ে কাজ সেরে দিই তবে তা খুবই নগন্য বা নূন্যতম হয়। আপনার মন বেশ উদার৷ এই উদারতাই আপনার আলো।

পোস্টটা পড়তে পড়তে ভাবছিলাম নিজের কথাগুলো। পরিশ্রম তো হয়ই আপু, ছবি তুলতেই এক দুই দিন সময় গেছে৷ তার ওপর এডিটিং। দুটো তিনটে অ্যাপে এডিট করি, সেক্ষেত্রে আট দশটা ছবি এডিট করা আর ৪৯/৫০ টা ছবি এডিট করা সোজা কথা নয়। অনেকসময় ছবির অ্যাঙ্গলটাও আকর্ষনীয় করতে হয়। এছাড়া ছবি তোলাও যে খুব চটজলদি কাজ তা নয়। প্রকৃতির ছবিতে অতো মাথা খাটাতে হয় না কিন্তু যখন কোন সিঙ্গল ছবির শট নিই তখন অনেকটাই ভাবনা চিন্তা লাগে৷ এই এতো কিছুর পর পোস্ট সাজানো। তবুও জানেন আপু, যখন সকলের পোস্টে দেখলাম শীতের হরেক রকম ফুল তখন ভাবলাম পজিশন আর হলই না। শুভভাই এক এক করে নাম ঘোষণা করে দিলেন, অগত্যা কাল রান্না করতে উঠব তখন শুনি আমার নাম! অথচ জেনারেলে আমি পূর্ণিমা বোনের নাম লিখেছি গেস করে। খুবই আনন্দের মুহুর্ত ছিল।
শাশুড়ি মা পাশেই ছিলেন। ফোনে ছবি এডিট করার সময় উনি ভাবছিলেন মেয়েটা কি করছে রে ভাই সারাদিন ধরে। প্রথম হয়েছি শুনে উনিও বেশ আনন্দিত হয়েছিলেন।

এর পর আপনি যখন আলাদা করে স্টিম দিলেন সেটা উপরি পাওনা। আপনার ভালোবাসা৷ এই দূর থেকেই আমি আপনাকে জড়িয়ে ধরলাম আপু। ভালো থাকুন৷ আনন্দে আলোকিত হোক আপনার প্রতিটি দিন। 💚💚💚💚💚💚💚

যখন থেকে আমার বাংলা ব্লগে কাজ করতে শিখেছি এবং যখন থেকে আপনার সম্পর্কে জেনেছি। তখন থেকে বুঝতে পেরেছি যে আপনি সবসময় ভালো কাজের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেন। হয়তোবা আরেকটু ভালো কাজ করতে পারলে বিজয়ী হিসেবে নিজেকে দেখতে পেতাম আপু। কিন্তু কি করব ব্যস্ততা আর অসুস্থতার জন্য হয়ে ওঠেনি। তবু এতোটুকু যে আপনি আমার পোস্টটি কে পছন্দ করেছেন আমার জন্য অনেক। আপনার এই বিশেষ পুরস্কার আমাকে শুধু মুগ্ধই করেনি। বরং করেছে আনন্দিত এবং উৎসাহিত। ধন্যবাদ যদি আপনাকে দেই তাও অনেক কম হয়ে যাবে আপু। ভালো থাকবেন সবসময় এই দোয়াই করি।

অভিনন্দন সবাইকে, এটা নিঃসন্দেহে দারুণ একটা উৎসাহ। কারন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ইউজারের বিজয়ী হওয়ার একটা আকাংখা থাকে, কিছুটা হলেও সেটা পূর্ণতা পেলো। অনেক ধন্যবাদ

আসলে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তারা প্রচুর কষ্ট করে থাকে।

এটা হল চরম সত্য কথা আপু। আমার কথায় যদি বলি কনটেস্টের পোস্টটি আমি দেড় থেকে দুই ঘন্টা ধরে সাজিয়েছি ।যেখানে জেনারেল একটি পোস্ট তৈরি করতে আমার সময় লাগে আধাঘন্টা থেকে ৪০ মিনিট। ফটোগ্রাফি গুলি সংগ্রহ করার কথা তো বাদই দিলাম আপু।আপনি যেহেতু আগে অংশগ্রহণ করতেন তাহলে তো আপনি ভালোভাবেই জানেন। তারপরেও এটাই বলব আপু প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটা আমার মুখ্য বিষয় নয় সব গ্রহণ করাটাই মুখ্য বিষয়। ব্যস্ততার কারণে হ্যান্ডআউটে গতকালকে পুরো সময়ে যদিও বা থাকতে পারিনি তাই আপনার কথাগুলো মিস করে গিয়েছিলাম। পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে আরো সাতজনকে আপনি বিশেষ পুরস্কার দিবেন। এই সাতজনের তালিকায় আমার নামটা সিলেট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু । পুরস্কার পেলে কার ভালো না লাগে বলেন তো আপু? ভীষণ ভালো লাগতেছে পুরস্কার পেয়ে। আপনার পক্ষ থেকে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, জীবন হয়ে উঠুক আপনার পুষ্পসজ্জিত।

আপনি আসলেই অন্যের কষ্টটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন। সেরা ৩ জনকে ছাড়াও, আরও ৭ জনকে পুরষ্কৃত করেছেন,দেখে সত্যিই খুব ভালো লাগলো আপু। এবার আসলে সবাই কমবেশি পরিশ্রম করেছে। যাইহোক ভালো থাকবেন সবসময়। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

আপনার কাছ থেকে যারা পুরস্কারের স্টিম প্রাপ্ত হলেন, তাদের প্রত্যেকের জন্য রইল আমার তরফ থেকে অভিনন্দন। এই প্রতিযোগিতার জন্য সকলে অনেক পরিশ্রম করেছে। অনেক নতুন নতুন ছবি দেখবার সুযোগ মিলে গেছিল। আর তার মধ্যে আপনার থেকে পাওয়া এই পুরস্কার তাদের কাছে এক অনন্যপ্রাপ্তি। আপনার এই আন্তরিকতার জন্যই আপনাকে ভালো লাগে। ভালো থাকবেন সব সময়।

আপনার কাছ থেকে এত সম্মানিত একটি উদ্বেগ পেয়ে, সত্যিই অনেক বেশি ভালো লাগলো। সত্যি বলতে আমি মনে করি প্রতিযোগিতায় সবাই সবার বেস্টটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে। আর যখন দেখা যায় উইনার লিস্টে নাম থাকে না, তখন একটু হলেও কষ্ট লাগে। তবে আমি মনে করি আপনার এই উদ্যোগের কারণে সবাই প্রতিযোগিতায় জয়েন করতে আরও বেশি উৎসাহিত হবে। শুধু পুরস্কার টাই মানুষের জীবনে বড় কিছু নয়, উৎসাহিত করাটাও আমি মনে করি সব থেকে বড় বিষয়। আর এটাও আজকে সবার জন্য অনেক বড় একটি সম্মান। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইলো আপু। আপনার প্রতি অনেক কৃতজ্ঞ।

প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদের সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপু আপনি আপনার পক্ষ হতে এক্সট্রা সদস্যদের কে পুরস্কৃত করেছেন দেখে অনেক ভালো লাগলো। সত্যিই আপনার এই মহৎ উদ্যোগটি আমার অনেক ভালো লেগেছে। এতে করে উৎসাহ আরও বেড়ে গেল। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল। সব সময় ভালো থাকবেন।

ধন্যবাদ আপু, কমিউনিটির সদস্যদের বাড়তি অনুপ্রেরণা জোগানোর জন্য। এটা সত্য, এবারের প্রতিযোগিতায় সবাই বেশ ভালো করেছিল।

অনেক ধন্যবাদ আপু আপনার এই উদ্যোগটি নেওয়ার জন্য। যারা বিজয়ী হতে পারেনি তাদের সবাইকে পুরষ্কৃত করে অনুপ্রেরণা যোগানোর জন্য। আসলে কেউ যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে অন্তত অপেক্ষা করে তার নামও বিজয়ী হিসেবে ঘোষণা করবে। তবে যখন শুনে যে তার নাম নেই তখন তার মনে একটু হলেও কষ্ট যায়। আর আপনি সেটা বুঝেই এই উদ্যোগটা নিয়েছেন এটা দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ প্রথমে জানতে পারলাম তিনজনকে আপনি আপনার পোষ্টের মাধ্যমে বিজয়ী হিসেবে ঘোষণা করবেন। সকালবেলা পোস্ট ভিজিট করার সময় দেখলাম এই তালিকায় ১০ জন যুক্ত করেছেন হ্যাঁ যারা কোয়ালিটি পোস্ট করেছিল সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিল তারা বিজয়ী তালিকায় আসতে না পারলেও আপনার মাধ্যমে তারা ভালো একটা সম্মানী পেয়েছে।

সকল বিজয়ীদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আলাদা ভাবে আপনার পক্ষ থেকে বেশ কয়েকজন মেম্বার কে পুরুস্কৃত করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আশা করছি সামনের দিকে এর থেকে ও আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন দেখতে পারবো।

এবারের শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় আপনার পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তরা নিঃসন্দেহে দারুন পারফর্মেন্স দেখিয়েছে। তাদের প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই ইউনিক ছিল। যাহোক, সেরাদের যথার্থ সম্মানী দেওয়ার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি সেরা তিনজন সহ আরো সাতজনকে আপনার পক্ষ থেকে উপহার প্রদান করেছেন সেটা দেখে খুবই ভালো লাগলো আপু। আসলে এবারের প্রতিযোগিতায় সবাই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছিল। এদের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করাটা আসলেই অনেক কঠিন কাজ।

আপু আপনি আপনার পক্ষ থেকে সেরা তিনজনকে নির্বাচিত করে বিশেষ পুরস্কার দিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো। পরবর্তীতে আরো সাতজন এড করেছেন দেখে আরো ভালো লাগলো। কারণ সেই সাতজনের মধ্যে আমি নিজেও ছিলাম। আসলে এই পোস্ট করতে অনেক সময় লেগেছিল। তাছাড়া আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে কাজের আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করে উৎসাহিত করার জন্য।

এবারের প্রতিযোগিতাটি সেরা হয়েছে আপু। সবার কাছ থেকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে সত্যিই মুগদা না হয়ে পারি নাই। কারণ সর্বকালের সেরা ফটোগ্রাফি দেখেছি আমার বাংলা ব্লগ এর সদস্যদের কাছ থেকে। সবাইকে খুব সুন্দরভাবে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসাহিত করলেন অনেক ভালো লাগলো আপু।

এবার প্রতিযোগিতার মাধ্যমে বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়েছিলাম। শীতকালে সবচেয়ে বেশি ফুল ফুটতে দেখা যায়। এবারের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল সবাইকে আপনি একটা সম্মানি দেয়ার চেষ্টা করেছেন। যেটা ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে।

সকল বিজয় কারীদের আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই।যারা বিজয় হয়েছেন এবং এক্সট্রা পুরষ্কার হিসাবে তাদের বিজয় করছেন এটা খুবই ভালো একটি কাজ।ধন্যবাদ আপু এতো সুন্দর একটি কাজ করার জন্য। আবারো সবাইকে অনেক অনেক অভিনন্দন।।

অনেক ভালো লাগলো কনটেস্টে বিজয়ীদের পুরস্কার দেয়ার পাশাপাশি এক্সট্রা হিসাবে আপনি পুরস্কার প্রদান করেছেন দেখে। এতে সবাই যেন আরো উৎসাহিত হলো এবং আরো কাজের প্রতি আগ্রহী হতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে খুবই ভালো লাগে। আর কোনো অবস্থানে থাকতে পারলে তখন তো আরও বেশি ভালো লাগে। যাই হোক বিজয়ী হতে পেরেছি এটাই অনেক বেশি শুকরিয়া। তবে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম আপনি তিনজন সহ আরো সাতজনকে পুরস্কৃত করেছেন। এটা দেখে খুবই ভালো লাগলো আপু। এভাবে সবাই আরো বেশি উৎসাহিত হবে।

আপু আপনার এই নতুন উদ্যোগটি আমাদের জন্য আরও বেশি উৎসাহ প্রদান করলো। যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। এবারের প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শীতকালীন ফুল দেখতে পেয়েছি। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করেছে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার। ধন্যবাদ আপু বিজয়ীদের পুরস্কৃত করার রিপোর্ট শেয়ার করার জন্য।