বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
বন্ধুরা কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম মঙ্গলবারে ঈদের শপিংয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, সেই শপিংটি আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সকাল ১১ টায় আমরা বাসা থেকে বের হই। সাথে আমার ভাসুরের ফ্যামিলিও ছিল। আমরা যখন ঈদের শপিং করি তখন সকলে মিলে একত্রে শপিং করতে যাই।আর আমরা যেহেতু লন্ডন থেকে অনেক দূরে থাকি তাই আমাদের যথেষ্ট সময় চলে যায় যাওয়া আসা করতেই। অনেক দূরে শপিং করতে যাই এ কারণে একদিনে সকল কেনাকাটা শেষ করতে হয়। কারণ রোজ রোজ তো আর সেখানে যাওয়া সম্ভব নয়। এছাড়া হাজবেন্ডের অফের ব্যাপারও রয়েছে। কারণ সপ্তাহে একদিন মাত্র অফ থাকে।
বাচ্চাদের কেনাকাটা দিয়ে শুরু করে দিলাম। যদিও অনলাইনে অর্ডার দিয়ে তাদের জন্য দুটি ড্রেস এনেছিলাম, কিন্তু শপে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস সেখানে রয়েছে। তাই সেখান থেকে তাদের জন্য আরও দুটি ড্রেস কিনে নিলাম। এরপর তাদের জুতা ও স্যান্ডেল কিনে ফেললাম, সাথে চুরি, মেহেদী আরো টুকিটাকি কিছু জিনিস। এরপর শুরু হল আমার ড্রেস পছন্দের পালা। কিন্তু পাগলের মত একটি শপ থেকে আরেকটি শপে যাচ্ছি কিন্তু কোন ড্রেসই পছন্দ হচ্ছে না। সাথে আমার ভাবি ছিল। আমরা দুজনে সব সময় ম্যাচিং করে ড্রেস কিনি, তারও পছন্দ হচ্ছিল না। অবশেষে আমরা দুজনে মিলে একটি ড্রেস পছন্দ করে ফেললাম। কিন্তু ড্রেস কেনার পর দেখি হাতে আর মাত্র 30 মিনিট সময় রয়েছে ইফতারি করার। হাতের কাছে যে রেস্টুরেন্ট পেলাম সেখানে ঢুকে গেলাম। অবশ্য হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়া খুবই মুশকিল, তারপরও পেয়ে গেলাম। সেখানে শুধু ছিল চিপস, চিকেন ফ্রাই আর পিজ্জা। এরপর এগুলোর অর্ডার করলাম।
ওই মুহূর্তের শরীরটা খুব খারাপ লাগছিল, রোজা রেখে সারাদিন কেনাকাটা করতে করতে খুবই টায়ার্ড লাগছিল। কোনরকম একটুখানি খেয়ে উঠে গেলাম বাসায় ফেরার উদ্দেশ্যে। দুই হাতে দুটি ব্যাগ, সকলের হাতেই ব্যাগ ছিল। কারণ অনেক কেনাকাটা ছিল, সাথে কিছু ঘরের টুকিটাকি বাজারও ছিল। যেহেতু এখনো আমাদের এখানে ঠান্ডা রয়েছে তাই বড় লং জ্যাকেট পড়ে গিয়েছিলাম।আর ওই জ্যাকেটের পকেটে রেখেছিলাম মোবাইল। এত ভিড় ছিল শপগুলোতে তা আর বলে বোঝাতে পারবনা। যাইহোক ভিড়ের মধ্যে কষ্ট করে ব্যাগ হাতে করে আমরা সকলে ট্রেনে উঠলাম আন্ডারগ্রাউন্ডে। ট্রেনে ওঠে বসে শরীর খুব খারাপ লাগছিল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, খুবই ক্লান্তি বোধ করছিলাম। ওই সময় পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। তখনই বুঝতে পেরেছি মোবাইলটি চুরি হয়ে গিয়েছে। ভিড়ের মধ্যে হয়তো কেউ মোবাইলটি পকেট থেকে নিয়ে গিয়েছে। এমনিতে শরীর খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি যেন পড়ে যাচ্ছি।আর ওই মুহূর্তে মোবাইলটি হারিয়ে যাওয়ার কারণে হঠাৎ করে আরও বেশি অস্থিরতা বেড়ে যায়। তখন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। এরপর জ্ঞান ফিরে দেখি আমি ট্রেনের ফ্লোরে শুয়ে আছি। শরীর বেশি দুর্বল হওয়ার কারণে বেশ কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলি। এরপর তারা সকলে এম্বুলেন্স ডাকার জন্য যখন রেডি হচ্ছিল ঠিক ওই মুহূর্তে আমার জ্ঞান ফিরে। তখন আমি তাদেরকে বলি আমি ঠিক আছি, অ্যাম্বুলেন্স ডাকতে হবে না।
এরপর সুস্থ হয়ে বাসায় ফিরি। যেহেতু বাসায় আমার আরেকটি মোবাইল রয়েছে স্যামসাংয়ের। আর ওই মোবাইলটিতে google অথেন্টিকেশন করা ছিল তাই সব কিছুই নরমালি পেয়ে গিয়েছিলাম। আর হারিয়ে যাওয়া মোবাইলটিতে কল দিলেই দেখাচ্ছিল সুইচ অফ রয়েছে তার মানে ফোনটি চুরি হয়েছে। যেহেতু তখন অনেক রাত তাই আর ফোন কোম্পানিতে কল করিনি। সকাল বেলায় উঠে ফোন করি। ফোন করলে তারা আমার মোবাইল ও সিম দুটিই ব্লক করে দেয়। যাইহোক কি আর করা ওই ফোনটিতে আমার অনেক কিছুই ছিল। প্রায় দু'বছর চালিয়েছি, খুব বেশি কষ্ট লাগছিল। নতুন করে আজকে আবার আরও একটি ফোনের অর্ডার দিলাম।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
আপু আপনার পোস্ট পড়ে খুব খারাপ লাগলো। ফোন হচ্ছে প্রিয় জিনিস। আর এই প্রিয় জিনিসটা হারিয়ে গেলে ভীষণ খারাপ লাগে। কয়েকদিন থেকে রোজার ভালো টান পরেছে এবং গরম ও বেড়েছে। আপু আপনার শরীর হয়তো দুর্বল হয়ে গিয়েছে। পর্যাপ্ত পরিমাণ ভালো করে রেষ্ট নিন। আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘটনাটা জেনে খুবই খারাপ লাগলো। একদিকে রোজায় থাকার কারণে শরীরের অসুস্থতা, এদিকে হঠাৎ মোবাইলটা পকেট থেকে চুরি হয়ে যাওয়া। সত্যি বড় বেদনাদায়ক বিষয়। তবে আপনার সুস্থতা কামনা করি। মোবাইলের সন্ধান পেলে অথবা মোবাইলটা পেলে অবশ্যই জানাবেন। আপনার সুস্থ অবস্থায় মহান সৃষ্টিকর্তা বাকি রোজা গুলো রাখার তৌফিক দান করুন, সেই দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, আপনার শখের মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পোস্ট পড়ে আমার খুবই খারাপ লাগছে। দুই বছর ধরে ব্যবহার করা শখের মোবাইল ফোনটি হারিয়ে গেলে কতটা কষ্টের হয় তা বেশ উপলব্ধি করতে পারছি। এমনিতে শপিং করতে করতে শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলেন, তার উপরে আবার মোবাইল হারিয়ে যাওয়ার দুশ্চিন্তায় আপনি বারবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এমন পরিস্থিতি সত্যি কষ্টদায়ক। যাইহোক আপু, চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের জন্য আর আফসোস করবেন না। কেননা মহান আল্লাহতায়ালা যা কিছুই করেন সব মঙ্গলের জন্যই করেন। আর তাই মহান আল্লাহ তায়ালার উপর ভরসা রাখুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ব্যথিত এবং মর্মাহত হলাম আপু বিষয়টি শুনে, জীবনের মোরে আমাদের জন্য অনেক সময় এমন চরম মুহুর্ত অপেক্ষা করে যা আমরা কোনভাবেই সহ্য করতে পারি না বা মানিয়ে নিতে পারি না। আপনাকে শান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই, শুধু এতটুকুই বলবো, ধৈর্য ধরুন হয়তো অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। শান্ত থাকুক, নিজের শরীরের যত্ন নিন এবং বিশ্রাম করুন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহারে আপু! শখের মোবাইলটি হারিয়েছেন বোঝার পরে আপনার অবস্থা জেনে ভীষণ খারাপ ই লাগলো। আসলেই মোবাইলের সাথে অনেক স্মৃতি আর আবেগ জড়িয়ে থাকে। তাই সেই শখের মোবাইল যদি চুরি হয়ে যায়, তবে শক লাগা টা নরমাল। তবুও বলবো, হয়তো সেই মোবাইল হারানোর উছিলায় অন্য কোন বিপদ থেকে রক্ষা পেয়েছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ব্যাপার টা বেশ দুঃখজনক আপু। প্রথমত রোজা রেখে এত দূরে গিয়ে শপিং করে ক্লান্ত হয়ে গিয়েছেন। আর দ্বিতীয়ত তারপর ফোনটা হারিয়ে গেল। বেশ একটা দূর্ভোগ গিয়েছে আপনার উপর দিয়ে। যা মনে হলো ঐ ফোনটা ফিরে পাওয়ার আর আশা নেই যেহেতু সব ব্লক করে দিয়েছে। এতদিন ব্যবহার করা একটা ফোন হারিয়ে গেলে খারাপ লাগাটা স্বাভাবিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু ঈদের মার্কেটে যেন প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর এই ভিড়ের মধ্যে ফোন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনার শখের ফোনটি হারিয়ে গেছে এটা জানতে পেরে খুবই খারাপ লাগছে। তাই দুঃখ প্রকাশ করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারাদিন শপিং করলে সন্ধ্যার দিকে এমনিতেই শরীর ক্লান্ত লাগে। কিন্তু মোবাইল হারিয়ে গিয়েছিল বলেই, আপনার শরীর আরও বেশি খারাপ লেগেছিল, আর সেজন্যই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ইংল্যান্ডেও তাহলে এভাবে চুরি হয়। শুনে বেশ অবাক হলাম। আসলে একটি মোবাইল ব্যবহার করতে করতে, মোবাইলের প্রতি আলাদা একটা মায়া কাজ করে। আর শখের মোবাইল যদি আমরা হারিয়ে ফেলি বা নষ্ট হয়ে যায়, তখন এমনিতেই খুব খারাপ লাগে। ভাগ্যিস অন্য একটি মোবাইলে গুগল অথেনটিকেশন করা ছিলো, নয়তোবা আরও ঝামেলায় পরতে হতো। যাইহোক আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছেন জেনে সত্যিই অনেক খারাপ লাগলো। সেই সাথে অসুস্থ হয়ে পড়েছিলেন এটা শুনে আরো বেশি খারাপ লাগলো। ইফতারি করার পর এমনিতেই শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। তার মধ্যে যদি এতটা চাপ থাকে তাহলে তো একেবারে অবস্থা খারাপ। আসলে এরকম পরিস্থিতিতে ঠিক থাকা অনেক মুশকিল। শখের মোবাইল হারিয়ে গেলে এর চেয়ে কষ্টের আর কিছুই নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit