একটি মেহেদি ডিজাইনের আর্ট

in hive-129948 •  2 years ago 

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মনটা অনেক খারাপ কারণ হ্যাংআউটে উপস্থিত থাকতে পারিনি। আজকে বাচ্চাদের স্কুলে পেরেন্টস মিটিং এর জন্য যেতে হয়েছিল তাই মিস হয়ে গেল। বিশেষ কোন কারণ ছাড়া হ্যাংআউট কখনই মিস করিনা। যাই হোক আজকে আবার আরেকটি সুন্দর একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তবে আজকে আর্টটি বেশি সুন্দর হয়নি, তাড়াহুড়া করে এঁকেছিলাম তাই একটু বাঁকা হয়ে গিয়েছে। তবে হাতে সুন্দর করে পড়লে অনেক ভালো লাগবে দেখতে। আপনাদের বোঝার সুবিধার্থে আর্ট টি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে অবশ্যই আপনারা সহজেই এটি করে ফেলতে পারবেন।আশা করি আর্ট টি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

C2FFE377-67C8-4680-B365-95498907499B.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো দেখানো হলোঃ

994555BC-D525-4ED3-BE21-F89444E80B45.jpeg

18610C06-5E99-424C-9EA6-13FB60DEBC00.jpeg

প্রথমেই এভাবে প্যাঁচিয়ে ডিজাইন করে নিয়েছি।

80D0D5CC-D9C7-4FA6-B8B8-66D93EFD3C36.jpeg

এরপর এর চারপাশে ছোট ছোট পাপড়ির মত করে এঁকে নিয়েছি।

F31213C1-82BB-4C8F-A974-8147632FA5BC.jpeg

ছোট পাপড়িগুলোর চারিদিকে আরো কিছু বড় আকারের পাপড়ি এঁকে একটি ফুলের সেপ দিয়ে নিয়েছি।

504278B5-13EE-4B0B-A716-C7E8C50F94C4.jpeg

এরপর ওই ফুলের বামপাশে এবং নিচের দিকে একই রকম আরও দুটি ফুল এঁকে নিচে ও উপরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

D93F732E-0355-4B04-A3E1-A3545AEE0C10.jpeg

D2FFFC01-E7C8-4C75-829F-A4A719DDA419.jpeg

এরপর উপরের দিকে চারিপাশে এভাবে ছোট ছোট কতগুলো ফুল এঁকে নিয়ে উপরে আরো দুটি ফুল এঁকে নিয়েছি।

8A64399A-1832-4C25-863D-972C58A1FF1B.jpeg

এরপর উপরের দিকে আরও একটি ফুল এঁকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

A07AAC39-DC7A-4930-A0D4-1859E7A35DC0.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ভাল মেহেদীর ডিজাইন অংকন করেছেন। তবে আরো ভাল অংকন করার সুযোগ আছে আপনার। শুভ কামনা আপনার জন্য।

@tipu curate

আপনার মতো আমিও আপু হ্যাংআউট এ আজ উপস্থিত থাকতে পারেনি 🥺। মিস করে ফেলছি। যায়হোক, কিছু কাজের জন্য থাকা হয়নি। আপনার মেহেদী ডিজাইন আর্ট এর আগেও দেখেছি। খুব সুন্দর হয় আপনার ডিজাইনগুলো। আজকের এটাও এর ব্যতিক্রম হয়নি।

সত্যিই আপু গতকাল হ্যাংআউটে আমরা সবাই আপনাকে মিস করেছি। আর আপনার আজকের মেহেদি ডিজাইন তাড়াহুড়ো করে করলেও চমৎকার হয়েছে। এটা সত্যি বলেছেন হাতে পড়লে অনেক বেশি ভালো লাগবে ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আপু আপনার ব্যস্ততার কারণে আপনি হ্যাংআউটে জয়েন হতে পারেন নি। কিন্তু আমরা সবাই আপনাকে অনেক বেশি মিস। যাই হোক আমি খুব সুন্দর যাইহোক আপনি খুব সুন্দর একটা মেহেদীর ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন।ভালো লেগেছে,ধন্যবাদ আপনাকে আপু।

আপনাকে হ্যাংআউটে মিস করেছি সবাই।তবে প্যারেন্টস টিচার মিটিং অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে কিন্তু নকশাটি দারুন লেগেছে।মেহেদী দেওয়ার সময় হিজিবিজি নকশার থেকে এরকম সিম্পল নকশাই বেশি ভাল হয় আর ফুটে ওঠে।ধন্যবাদ আপু সুন্দর, সিম্পল, আকর্ষণীয় নকশাটি শেয়ার করার জন্য।

আপনি বরাবরি অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন অংকন আমাদের মাঝে শেয়ার করে থাকেন আপনার অংকন গুলো খুবই ভালো লাগে আমার কাছে। এই অংকনটা যদি ও মেহেদি ডিজাইন কিন্তু এটা যদি কানের দুল হিসেবে তৈরি করা হয় দেখতে খারাপ দেখাবে না। যাইহোক আপু আপনার এই সুন্দর মেহেদি ডিজাইন দেখে আমার খুবই ভালো লাগলো প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর অংকন আপনার কাছ থেকে আশা করব।

আপু আমরা সবাই আপনাকে হ্যাংআউটে মিস করেছি। বুঝতে পারছি আপু আপনি বাচ্চাদের স্কুলে পেরেন্টস মিটিং এর জন্য ব্যাস্ত ছিলেন। তবে আপনি বরাবরের মতো আজকেও আপনাদের চমৎকার উপহার দেওয়ার চেষ্টা করেছেন মেহেদি ডিজাইনের আর্ট। আপনার আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে।

আসলেই আপু হ্যাংআউটে উপস্থিত থাকতে না পারলে মন খারাপ হয়ে যায় ৷ যাই হোক আপু তাড়াহুড়ার মাঝেও অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন এঁকেছেন ৷ আপনার মেহেদী ডিজাইন গুলো অনেক সুন্দর হয় ৷ আজকেও চমৎকার এঁকেছেন ৷ অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য ৷

প্রতি সপ্তাহে হ্যাং আউটের জয়েন করার জন্য হাতের যত কাজ সব দ্রুত শেষ করে নেই। কোন এক সপ্তাহ মিস হয়ে গেলে আসলেই খুব খারাপ লাগে । আপনিও বাচ্চাদের প্যারেন্টস মিটিং এর জন্য মিস করে ফেলেছেন জেনে খারাপ লাগলো। আপনার আজকের মেহেদীর আর্টটি আমার কাছে তো বাঁকা লাগছে না। খুবই সুন্দর লাগছে দেখতে বরাবরের মতনই।

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহে একটি মেহেদী ডিজাইন আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কে বলেছে সুন্দর হয়নি? তাড়াহুড়ো করে অংকন করেছেন তাও তো দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আপনার নিখুঁত হাতের কারসাজি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপুমনি।

আপু আপনি তো অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইনের আর্ট করেছেন। ঠিক বলেছেন আপু হাতে পড়লে এটি দেখতে ভীষণ সুন্দর দেখাবে। আপনি তাড়াহুড়া করে করলেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপু। বিশেষ করে ছোট ছোট ডিজাইন টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ধরনের মেহেদি ডিজাইন দেখলেও ভালো লাগে।

আপু বাচ্চাদের স্কুলে প্যারেন্টস মিটিং থাকার কারণে আপনি হ্যাংআউট এ উপস্থিত থাকতে না পারলেও সকলে আপনাকে খুবই মিস করেছে। আর আপনার মেহেদী আর্টগুলো বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে ।আজকের টি ও তার ব্যতিক্রম নয় ।খুব সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন ।ধন্যবাদ।

আপু সবাই আপনাকে অনেক মিস করেছে যদিও প্যারেন্টস টিচার মিটিং আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।যে কারণে আপনি আমাদের সাথে যোগদান করতে পারেননি। যাইহোক বরাবরের মত আপনার আজকের মেহেদি ডিজাইন আর্ট অনেক সুন্দর হয়েছে।যদিও আপনি মেহেদি ডিজাইন অনেক তাড়াহুড়া করে করেছেন। কথায় বলে না সিম্পলি ইজ দা বেস্ট।আপনারটা ঠিক এমনই হয়েছে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।