হঠাৎ সিজনাল জ্বরের আক্রমণ

in hive-129948 •  2 years ago 

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।কিন্তু হঠাৎ সিজনাল জ্বরে আক্রান্ত হয়ে পড়েছি। কিছুদিন আগে বড় মেয়েটি আক্রান্ত হয়েছিল, এখনও পুরোপুরি ভালো হয়নি। এরই মধ্যে আবার আমার শুরু হয়ে গেল। হবেই না বা কেন ওয়েদার এত খারাপ তার বলার মতো নয়। এই কয়টা দিন তো মাইনাস থেকে তাপমাত্রা উপরে উঠছিলই না।গতকাল যদিও zero degree ছিল, কিন্তু প্রচণ্ড বাতাস ও বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টি হয়ে ভালই হয়েছে, এখন স্লো গুলো সব ধুয়ে চলে গিয়েছে। রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয় ছিল। যাইহোক সারাদিন সেন্ট্রাল হিটিং অন করে ঘর গরম করে রাখা হয় কিন্তু তারপরও ঠান্ডা কাশির হাত থেকে বাঁচা গেল না।

9FB72A60-6DF0-4091-AD39-CA67209B2440.jpeg

যেহেতু এটি একটি সিজনাল ফ্লু, প্রতিবছর একটু আকটু হয়ে থাকে।কিন্তু এ বছর একটু বেশি ধরে ফেলেছে। গতকাল সারা দিন ভালো ছিলাম রান্নাবান্না করেছি। এরপর রাতের বেলা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলাও দেখেছি। এরপর খেলা দেখার পর শরীরে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে জ্বর এসে গিয়েছে সাথে সর্দি তো আছেই। এরপর প্যারাসিটামল খেয়েছি সাথে সাথেই।খাওয়ার পর ২/৩ ঘন্টা ভাল থাকি এরপর আবার জ্বর চলে আসে, সাথে ছিল মাথা ব্যথা ও পেটে ব্যথা ও বমি বমি ভাব। সারারাত ছটফট করেছি, অশান্তি করেছি মটেও ঘুম হয়নি। এরপর ফজরের নামাজ পড়ে কয়েক ঘন্টা ঘুমাই। ঘুম থেকে উঠে দেখি শরীর আরো বেশি খারাপ। উঠে দাঁড়ানোর বল পর্যন্ত পাচ্ছিলাম না। এরপর হাজব্যান্ড সকালে নাস্তা রেডি করে বাচ্চাদেরকে খাওয়ায়। আমি সামান্য একটু খাই, মোটেও রুচি ছিল না। খাওয়ার পর প্যারাসিটামল খাই কিন্তু তারপরও কোন কাজ হচ্ছিলনা।এরপর শুরু হয় বমি। খুব দুর্বল হয়ে যাই তখন। এরপর দুপূরে সামান্য একটু ভাত খাই। এরপর ভাত খাওয়ার পর হাজব্যান্ড একটি পাওয়ারফুল ওষুধ আইবুপ্রোফেন দেয়। ওষুধটা খাওয়ার পরপরই একটু বেটার ফিল করি। যাইহোক আল্লাহর অশেষ রহমতে এখন মোটামুটি ভালোই আছি,আর জ্বর আসেনি তবে সর্দি এখনো রয়েছে।

যাই হোক আমি মনে করি সুস্থতা আল্লাহর একটি অশেষ নেয়ামত। যার শরীর খারাপ থাকে সেই বুঝে সুস্থতা আল্লাহর কত বড় একটি নেয়ামত। আবার আমি মনে করি মাঝে মাঝে অসুস্থ হওয়াও ভালো। কারণ অসুস্থের মাধ্যমে আল্লাহতালা আমাদের অনেক ছোট খাটো গুনাহ মাফ করে দেন। আমাদের সকলেরই উচিত আল্লাহতালার উপর ভরসা রাখা। কারন আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু মনটা বেশ খারাপ হয়ে গেল আপানার অসুস্থতার কথা শুনে। তবে ভাল লাগলো একজন ভাল জীবনসঙ্গীর জন্য। আপনার অসুস্থতার সময় ভাইয়া আপনাকে হেল্প করছে। এটা অনেক বড় একটা পাওনা। আসলে সুস্থ্যতা যেমন আল্লাহ তালার একটি নিয়ামত, তেমনি অসুস্থ্য তা কিন্তু আমাদের জীবনের ছোট ছোট পাপ গুলো দূর করে দেয়।

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

ঠিক বলেছেন আপু সুস্হ্যতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত।আপু আপনি অসুস্থ জেনে খারাপ লাগলো।আসলে ঠান্ডা বেশি হলে জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে,বিশেষ করে বাচ্চাদের।আপু হাই পাওয়ারের ঔষধ খেয়ে সুস্থ হয়েছেন জেনে ভালো লাগলো। বাংলাদেশে এত শীত এখন অব্দি পরে নি। ধন্যবাদ

এখনও পুরোপুরি সুস্হ হইনি। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি আপু।
সিজন একটু পরিবর্তন হলে জ্বর কাশি ঠান্ডা লেগেই থাকে। সুস্থতা কত বড় নেয়ামত তা অসুস্থ হলেই বোঝা যায়। ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার অবস্থা অনেক খারাপ। আর ০° অথবা - হলে মনে হয় আমাকে খুঁজেও পাওয়া যাবে না। 🥶🥶🥶

ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছি আপু, তবে প্রতি বছর একবার আক্রান্ত হই।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

জিরো ডিগ্রি এটা ভাবা যায় ৷ আমাদের এই দিকে যদিও ঠান্ডা ৷ তবুও তাপমাত্রা বেশ ভালো ৷ যা হোক আপনার সুস্থতা কামনা করি ৷ আর এটা ঠিক বলেছেন সুস্থ না থাকলে বোঝা যায় ৷ যে শরীর কেমন লাগে ৷

শিতের এই এক খারাপ দিক।সৌন্দর্যের সাথে নিয়ে আসে নানা রোগের সমাহার।খুব খারাপ লাগল আপনার অসুস্থতার কথা শুনে।প্রার্থনা করি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন।ভাইয়া অনেক সাপোর্টিভ,তাই আপনার জ্বরের ভেতর ব্রেকফাস্ট বানাতে হয়নি। আশা করি জলদি সুস্থ হয়ে উঠবেন।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

কি বলছেন আপু, একদম জিরো ডিগ্রী তাপমাত্রা। এরকম হলে তো আমাদের দেশের মানুষ গুলোকে পাওয়া যাবে না। তবে ঠিকই বলেছেন সৃজনের কারণেই এখন এই অবস্থা হচ্ছে। আপনার এত বেশি শরীর খারাপ দেখে খুবই খারাপ লাগলো আপু। আপনার হাসবেন্ড দেখছি অনেক বেশি কেয়ারফুল। এরকম কেয়ারফুল হলে ভীষণ ভালো লাগে। যাক এখন কিছুটা জ্বর কমছে জেনে ভালো লাগলো। আপনি যেন একেবারে সুস্থ হয়ে উঠুন এটাই কামনা।

আপু মাইনাস ৬ ডিগ্রি পর্যন্ত ছিল, জিরো ডিগ্রি তাও তো অনেক ভালো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

এত ঠান্ডা পড়েছে তার উপর আবার যদি বাতাস বৃষ্টি হয় তাহলে শীতের মাত্রা বেড়ে যায়। তারপর বিদেশের দিকে তো অনেক তুষার পরে তার জন্য অনেক বেশি ঠান্ডা থাকে। আমাদের এদিকে একটু হলেও রোদের দেখা পাওয়া যায় কিন্তু আপনারা মনে হয় এক সপ্তাহে একদিন রোদের দেখা পান। যাই হোক আপনি অসুস্থ জেনে খুব খারাপ লেগেছে। আপনার জন্য ও আপনার পরিবারের সবার জন্য দোয়া রইল। একদম ঠিক বলেছেন আপু সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। যে অসুস্থ থাকে সেই বুঝে এটি কত বড় নেয়ামত। আসলে এই অসুস্থতার মধ্যেই আল্লাহতালা আমাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেন। তার জন্য আমাদের ধৈর্য ধরা উচিত।

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

একদম ঠিক বলেছেন আপু সুস্থ থাকলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় একটি নিয়ামত। যখনই অসুস্থ হয় তখনই এর বিষয়টি অনুভব করা যায়। আসলে এত ঠান্ডার মধ্যে অসুস্থ হওয়ারই কথা।বড় বাচ্চা সুস্থ হতে না হতেই আপনি অসুস্থ হয়ে গেলেন। যাক পাওয়ারফুল ওষুধ খেয়ে কিছুটা ভালো অনুভব করছেন জেনে ভালো লাগলো। দোয়া রইল।

এখনো পুরোপুরি সুস্থ হয়নি, অনেক ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।

আপু আপনার অসুস্থতার কথা শুনে সত্যিই খারাপ লাগলো। জ্বর সর্দি ঠিক আছে তবুও মেনে নেওয়া যায় কিন্তু বমি হলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। আপু আপনি বেশ কষ্ট পাচ্ছেন বুঝতেই পারছি। তবে যাই হোক আগের তুলনায় এখন যেহেতু ভালো আছেন জেনে একটু হলেও স্বস্তি পেলাম। সত্যি আপু সুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। অসুস্থ হলেই সুস্থতার মূল্য অনুভব করা যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং আপনার পরিবারের সবাই যেন সুস্থ থাকে।🤲🤲🤲

একদম ঠিক বলেছো আপু বমি হলে শরীর আরো বেশি খারাপ লাগে, অনেক ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।

আপু আসলে খুবই খারাপ লাগছে শুনে।সিজনাল জ্বর চারদিকে ছড়িয়ে গেছে পরিবারের একজনের হলে সবার হওয়া শুরু হয়। তাছাড়া আপনার মেয়ের সেই সাথে আপনার জ্বর একসাথে শুনে ভীষণ খারাপ লাগছে ।প্যারাসিটামল খাওয়ার পরে যদি না কমে তাহলে ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ নিন আশা করি ভালো হয়ে যাবেন।

এটি সিজনাল ফ্লু। আশা করছি কয়েক দিনের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাব। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার সুস্থতা কামনা করছি। শুনে খুবই খারাপ লাগল আপু। আসলে যেটা দেখলাম যে পরিমাণ ঠান্ডা এইরকম সিজেনাল জ্বর ফ্লু হওয়া স্বাভাবিক।আশাকরি দ্রুতই ঠিক হয়ে যাবে।।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনি শীতকালীন সিজিনাল জ্বরে আক্রান্ত হয়েছেন জেনে অনেক খারাপ লাগলো। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু তাপমাত্রা মাইনাস থেকে উঠছিল না আর জিরো ডিগ্রি শুনে ভয় লাগলো এত বেশি ঠান্ডা খুবই কষ্টকর আর আপনার জ্বরের সাথে সাথে সর্দিও খুব দ্রুত সেরে যাক কামনা করি।

অনেক ধন্যবাদ আপু আপনাকে মন্তব্যের জন্য।

দোয়া রইলো আপু যেনো দ্রুতো সুস্থ হয়ে উঠেন। আসলে এখন সময়টাই খারাপ। কিছুদিন আগে বাংলাদেশেও এমন প্রকপ গিয়েছে। আমার কানাডা এক বন্ধু দেখালো ওদের সেখানেও অবস্থা খারাপ। তুষার ঝড় হয়েছে নাকি।