ডিজে পার্টিতে সকলের সাথে কিছু আনন্দময় মুহূর্ত

in hive-129948 •  2 years ago 

আসসালামুআলাইকুম,

সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন,আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর ডিজে পার্টিতে সকলের সাথে অনেক এনজয় করেছি, সাথে আমাদের দাদাও ছিলেন। আসলে দাদা ছাড়া পার্টি জমে না। পার্টিতে বিশেষ রিওয়ার্ডেরও ব্যবস্থা ছিল। চলুন দেখে নেওয়া যাক কেন এই পার্টির আয়োজন এবং কিভাবে আমরা উপভোগ করেছি।

0EAE2282-AAD3-454D-8FB7-3084AD413473.png

ডিজে পার্টি চলাকালীন অবস্থায় স্ক্রিনশট নিয়েছি।

আসলে দুইদিন ধরে দেখছি দাদার মন অনেক খারাপ হঠাৎ করে প্রাইস পড়ে যাওয়ার কারণে। আজকে মডারেটর প্যানেলে হঠাৎ দেখি দাদা একটি অ্যানিভার্সারি এর জিফ দিয়েছেন। আমরা সকলেই জিজ্ঞাসা করলাম কিসের অ্যানিভার্সারি? অবশ্য দাদা আমাদেরকে তা জানাননি। হয়তোবা একটু মজা করেছিলেন, দেখে ভালই লাগলো, মনে হচ্ছিল দাদার মন অনেক ভালো। তাই আমি দাদাকে প্রস্তাব করলাম দাদা চলুন আমরা একটি পার্টির ব্যবস্থা করি? দাদা তখন রাজি হয়ে গেলেন। এরপর সিয়াম ভাইকে নক দিলাম পার্টির ব্যবস্থা করার জন্য। সিয়াম ভাই তখন জেনারেল এ গিয়ে একটি মেসেজ দেয় সকলকে ডিজে পার্টিতে জয়েন হওয়ার জন্য। অনেকেই জয়েন হয়েছিলেন পার্টিতে, সাথে ছিলেন আমাদের দাদা। দুইশত স্টিম reward এর ব্যবস্থা করা হয়েছিল পার্টিতে। যারা যারা ডিজে পার্টিতে জয়েন হয়েছিলেন তাদের জন্য।

349572E0-EC86-4710-B512-94C6920AE1B0.png

ডিজে পার্টি চলাকালীন সময়ে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

আসলে এই পার্টিতে জয়েন হওয়ার পর সেই প্রথম দিকের কথা গুলো মনে পড়ে গেল। প্রথম যখন আমাদের বাংলা ব্লগ চালু হয়েছিল তখন এভাবে অনেক পার্টির আয়োজন করা হত।রাতে অনেকেই এই পার্টিতে জয়েন হত, যারা যারা ডিজে পার্টিতে জয়েন হত তাদেরকে সাইফক্স থেকে ভোট দেওয়া হতো। আর ডিজে পার্টিতে দাদা অনেক সুন্দর সুন্দর গান দিতেন। কতইনা আনন্দের ছিল সেই দিনগুলো। এছাড়া মাঝে মাঝে লুডু খেলার আয়োজনও করা হতো, কিন্তু এখন আর এ ধরনের কোন আয়োজন করা হয় না। আসলে সকলেই এখন কাজ নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে তাই আর সময় হয়ে ওঠেনা। এখন আর সে ধরনের কোন পরিবেশ নেই কমিউনিটিতে। ইউজাররা সবাই ব্যস্ত হয়ে পড়েছেন কমেন্টস এর কম্পিটিশনে। আমরা এখন সবাই এখানে রোবটের মত কাজ করছি, কোন আনন্দ, হাসি উল্লাস কিছুই নেই। দাদা আজকে হ্যাংআউট এ বলেছিলেন এখন থেকে ইউজারদের জন্য নিয়ম-নীতি কিছুটা শিথিল করা হবে। এখন অপেক্ষায় রয়েছি দাদার সেই নিয়ম নীতিগুলোর।

0E1BBBB5-9692-409F-B0CB-680BAA68D74E.png

স্ক্রিনশটটি নেওয়া হয়েছে ডিজে পার্টি চলাকালীন সময়ে।

দেখুন স্ক্রিনশটে দাদার মেসেজ "মন ভালো হয়ে গেল"। যাইহোক যে উদ্দেশ্যে আমাদের এই ডিজে পার্টি টা করা হয়েছিল সেটি সফল। আসলে কমিউনিটিকে শুধু কাজের জায়গা হিসেবে না ভেবে আমরা যদি সকলেই আনন্দের একটি কেন্দ্র ভেবে কাজ করতে পারি তাহলে তখনই কমিউনিটি হবে স্বার্থক। যদিও "আমার বাংলা ব্লগ" একটি সার্থক কমিউনিটি। তারপরও আমরা আরো চাই এই কমিউনিটির ব্যাপক প্রসার ঘটাতে।

যাইহোক আজকের এই আনন্দের দিনটিকে স্মৃতির পাতায় ধরে রাখতে আমার এই আয়োজনটি আশা করি আপনাদের ভালো লেগেছে। দাদার এই রহস্যময় অ্যানিভার্সারির দিনটি স্মরণীয় করে রাখলাম।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কালকে ডিজেতে সবাইকে দেখে আমিও জয়েন হয়ে গিয়েছিলাম । কিন্তু কেন ডিজে পার্টি হচ্ছিল তা জানতাম না। আপনার পোষ্টের মাধ্যমে আজকে জানতে পারলাম। আসলে আগেকার দিনগুলোই অনেক ভাল ছিল। ডিজেতে রাতভর গান শোনা, লুডু খেলার মাধ্যমে ভোট পাওয়া। অন্য রকম আনন্দ ছিল। ঠিকই বলেছেন আপু কমেন্টের কম্পিটিশনে এখন আর তেমন মজা করার সুযোগ হয় না। এখন দাদার অপেক্ষায় রইলাম। নিয়ম শিথিল করলে যদি আবার আগেকার পরিবেশ ফিরে আসে।

আমি তো ডিজে পার্টিতে থাকতে পারিনি ঘুমিয়ে পরেছিলাম। আপু আপনি দাদার মন খারাপ ছিলো বলে ডিজে পার্টির আয়োজন করেছেন জেনে ভালো লাগলো। যাক ডিজে পার্টিতে এসে দাদার মন ভালো হয়েছে দেখে ভীষণ খুশি হলাম। আমি ডিজে পার্টি মিস করলাম একটু খারাপ লাগলো।‌‌যাক দাদার মন ভালো হয়েছে এতেই আমি খুশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

ঠিক বলেছেন আপু ডিজে পার্টিতে আসলে অনেক মজা হয়েছিল। দাদা যখন এসএমএস দিল মন ভালো হয়ে গেলো তখন আরো বেশি ভালো লাগছিল। হ্যাংআউট শেষে সিয়াম ভাই জেনারেল চ্যাটে ডিজে পার্টিতে জয়েন হওয়ার কথা বলছিল। তাই সাথে সাথে আমরা ডিজে পার্টিতে জয়েন হই। পুরস্কার পেয়ে নিজের কাছেও অনেক ভালো লাগছিল। দাদার অ্যানিভার্সারি তা আমরা কেউ জানতাম না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমি এর আগেও আরো ডিজে পার্টিতে এটেন্ড করেছি কিন্তু গতকালের টা বেশ ভালো ছিল। কারণ দাদা এবং আপনি ছিলেন বলে। আপনি গতকালের ডি জে পার্টি নিয়ে এত সুন্দর করে গুছিয়ে পোস্ট করেছেন দেখে ভালো লাগছে। সিয়াম ভাই মেনশন দেয়ার পর থেকে সেই অনেক রাত পর্যন্ত ছিলাম পার্টিতে। দাদা মজার মজার কিছু গান প্লে করেছিলেন। আমার বেশি ভালো লেগেছে আপনার রিকোয়েস্টের টুম্পা গান আমি নিজে প্লে করেছি আপনার জন্য তাই। আপনার একটি স্ক্রিনশট এ আমার নাম দেখে ভালো লাগছে। ধন্যবাদ আপু।

আমি তো কিছুই বুঝলাম না কেন পার্টি হচ্ছিল,এখন জানলাম আপনি বলার কারণে দাদা পার্টি করেছে।তবে না জানলেও ডিজে তে গান শুনে বেশ মজা লেগেছিল।আর এই মজাতেই দাদা যে সবাইকে গিফট দিবে তা ভাবতেই পারিনি। আমি তো ডিজে তে গান লাগিয়ে ঘুমিয়েই গেলাম,১২:৩০ এর পরে অবশ্য।সকালে উঠে দেখি আমার মত আরও কয়েকজন ছিল।🤣🤣

কাল পার্টিতে অনেক মজা হয়েছে।আমি প্রথম থেকেই ছিলাম।সুন্দর গান সেই সাথে মজার কথাবার্তা। আমি তো দাদাকে অ্যানিভার্সারি উইশ করেছিলাম।তখন দাদা বললেন অ্যানিভার্সারি নয়।দাদার মন ভাল হয়েছে এটাই সব থেকে বড় কথা। ধন্যবাদ আপু পার্টির আসল কারন সবাইকে জানানোর জন্য।

আপু আপনার লেখাগুলো পড়ে পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। রাত জেগে ডিজে পার্টিতে গান শোনা আর ভোট নেওয়া। সেই সাথে লুডু খেলার কথা মনে পড়ে গেল। অনেকদিন থেকে লুডু খেলা হয় না। লুডু খেলায় ছক্কা উঠলেই ভোট পাওয়া যেত। সত্যিই অনেক মজার ছিল। যাইহোক আমি হয়তো ব্যস্ততার কারণে খেয়াল করিনি ডিজে পার্টি হয়েছে। প্রতিক্ষায় রইলাম হয়তো কোন একদিন আবারো হবে। মাঝে মাঝে যদি সবাই মিলে আনন্দ করা হয় তাহলে বেশ ভালো লাগে। আর দাদার যেহেতু মন খারাপ ছিল আশা করছি এবার মন ভালো হয়ে গেছে।

মার্কেট ডাউন হওয়ার কারণে আগের মত সেই প্রতিযোগিতা টা এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। তবে কমিউনিটির প্রতি ভালবাসা কিন্তু আমাদের একটুও কমে যায়নি। আশা করি এই দুরবস্থা থেকে আমরা অতি দ্রুত বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ।
আর রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে ২০০ স্টিমে ভাগ বসাতে পারিনি 😀

অনেক ভাল লাগলো আপু আপনার পোস্টটি দেখে। 🥰সত্যিই কাল কিন্তু অনেক মজা হয়েছে। আমি ভীষন ইনজয় করেছি। 😎অনেক ধন্যবাদ আপু ব্লগটি শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য। 💕💕💕

আসলেই আপু গতকাল অনেক মজা হয়েছে। এই প্রথম ডিজে পার্টিতে জয়েন হলেই দাদা গিফট দিবে ঘোষণা দিলো সত্যি মুহূর্তটা খুবই আনন্দের ছিল। আমরা প্রথমে জয়েন হয়েছিলাম এবং দাদা আস্তে আস্তে তার গিফটটে পরিমাণ বেড়ে যাচ্ছিলো। খুবই ভালো লেগেছিল।

ঠিক বলেছেন আপু, কমিউনিটির প্রথম দিকে আমরা প্রায়ই এরকম ডিজে পার্টি করতাম এবং আনন্দ উপভোগ করতাম কিন্তু সময়ের সাথে সাথে এই ডিজে পার্টিটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল!! তবে বিশেষ করে আপনার উদ্দেশ্যেই এই ডিজে পার্টিতে দিন হয়েছিল এবং অনেক ইউজাররাই এনজয় করেছে। দাদার মন ভালো হয়ে গিয়েছে। এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ।।।