বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব -১ (ট্রাম্পলিন পার্ক)

in hive-129948 •  last year  (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_5369.jpeg

আপনারা অনেকেই হয়তো জেনে ছিলেন ট্রাম্পলিন পার্ক থেকে ফিরে আসার সময় আমার মোবাইলটি হারিয়ে ফেলেছিলাম।অনেক খোঁজাখুঁজির পর মোবাইলটি ফিরে পেয়েছিলাম।হ্যাঁ বন্ধুরা আজকে সেই পার্কের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেশ কয়েকটি জায়গা আমরা সিলেক্ট করেছি।গত বছরের মত এ বছরও আমাদের ঘুরে বেড়ানোকে কতগুলো পর্বে সাজিয়েছি। ট্রাম্পলিন পার্ক ছিল তাদের প্রথম ঘুড়ে বেড়ানোর দিন। গত বছর এ সময় গরম ছিল, ওয়েদার ছিল চমৎকার। কিন্তু এ বছর বৃষ্টি আর থামছেনা। ঘর থেকে বের হওয়াই অনেক প্রবলেম হচ্ছে।যদিও ট্রাম্পলিন পার্ক ইনডোর এ তাই বাইরে যাওয়ার কোন প্রয়োজন নেই। বেশ কিছুটা জায়গা নিয়েই এই পার্কটি গঠিত। শুধুমাত্র বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। সাথে আমার ভাসুরের ফ্যামিলিও ছিল। তাই চারটি বাচ্চার জন্য মোট চারটি টিকেট কাটি।এক ঘন্টা সময়ের জন্য টিকিট কেটেছিলাম। টিকিটের মূল্য ছিল মোট বাংলাদেশি টাকার ১০,৬৫০ টাকার মত। যত সময় বাড়ানো হয় টিকিটের মূল্য তত বৃদ্ধি পায়। যাইহোক আমার কাছে এক ঘন্টা সময় যথেষ্ট। ঐ এক ঘন্টায় লাফালাফি ও দৌঁড়াদৌড়ি করে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল তারা। এ কারণেই বড় মেয়েটি গাড়িতে বমি করেছিল।যাইহোক কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_5229.jpeg

IMG_5235.jpeg

IMG_5237.jpeg

IMG_5240.jpeg

IMG_5244.jpeg

IMG_5246.jpeg

এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে।টিকিট কাটার সাথে সাথে বাচ্চাদের পায়ের মোজা ও কিনতে হয়েছিল কারণ তাদের এখানে উঠতে হলে এখানকার মোজা পড়তে হবে সবাইকে।জুতা পড়ে যাওয়া এলাও না।

IMG_5245.jpeg

এরপর যার যার লকারে জুতা, কোট ও যাবতীয় দরকারী জিনিসপত্র লকারে লক করে যেতে হয়।

IMG_5248.jpeg

এরপর জাম্পিং করার রুলস গুলো সবাইকে ভিডিওতে একবার দেখে নিতে হয় যেন কোন অঘটন না ঘটে।

IMG_5262.jpeg

IMG_5263.jpeg

IMG_5264.jpeg

IMG_5274.jpeg

IMG_5278.jpeg

IMG_5283.jpeg

IMG_5284.jpeg

IMG_5289.jpeg

IMG_5293.jpeg

IMG_5303.jpeg

IMG_5301.jpeg

এখানে কিন্তু চাইলে বড়রাও জাম্প করতে পারবে বাচ্চাদের সঙ্গে কিন্তু এতে তাদেরকেও টিকিট কাটতে হবে।এরপর সময় শেষ হয়ে এলো।বাচ্চারা ঘেমে যাচ্ছিল আর অনেক টায়ার্ড ছিল, তারপরও তারা চাচ্ছিল আরো জাম্পিং করতে।

আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী ট্যুর নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আমাদের পরবর্তী ট্যুর London O2. অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি অপেক্ষা করছে আপনাদের জন্য।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর এবং বিলাসবহুল কিন্তু টাকার কথা শুনে তো আমার মাথা ঘুরে গেল।

টিকিটের মূল্য ছিল মোট বাংলাদেশি টাকার ১০,৬৫০ টাকার মত

টিকিটের মূল্য শুনেই আমার মাথা নষ্ট, এত টাকা 😮

আপু আমাদের এখানে ও টানা বৃষ্টি। জনজীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে।আপনার আজকের ফটোগ্রাফির ট্রাম্পলিন পার্কের ফটোগ্রাফি গুলো চমৎকার লাগলো।এতো সুন্দর জায়গা বাচ্চারা তো মজা করবেই।সিস্টেমটা ভালোই তাদের দেয়া মোজা পরে ভেতরে প্রবেশ করতে হয়।চারজনের টিকিটে বেশ ভালো এমাউন্ট ই লাগলো। যাক ছুটির দিনগুলোতে সুন্দর সময় কাটাচ্ছে এটা বেশ ভালো হয়েছে।। সুন্দর অনুভূতি ও দারুন দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।

বাপরে ঘন্টায় ১০৬৫০ টাকা ! এত অনেক টাকা। আর নিবেই না কেন পার্কটি তো অনেক সুন্দর। আমার তো আর এমন জায়গায় বাচ্চারা বেশ স্বচ্ছন্দও উপভোগ করবে বলে আমার বিশ্বাস। আবার নাকি এখানে প্রবেশ করতে তাদের নিজেদের মোজা পড়তে হয়। বেশ চমৎকার নিয়ম তো। তবে আমার কাছে কিন্তু পার্কটি বেশ সুন্দর এবং স্বাস্থ্য সম্মত মনে হয়েছে। ট্রাম্পলিন পার্ক হতে ফেরার সময় তো মোবাইল নিয়ে এক কান্ড ঘটেই গেল। যা আপু আপনার আগের পোস্টে পড়া হয়েছিল। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

ট্রাম্পলিন পার্কে জাম্পিং করা হয়। দারুন ইন্টারেস্টিং একটি ব্যাপার। মাত্র এক ঘন্টার জন্য আমাদেরে দেশের টাকায় ১০,৬৫০ টাকা হলেও তাদের মুদ্রায় $100+ ডলার। যায়হোক জায়গাটা আমার কাছে খুবই ভাল লেগেছে। আমি থাকলে বাচ্ছাদের সাথে আমিও জাম্পিং করতাম,হে হে হে।

না ভাই ব্রিটিশ পাউন্ড এর দাম বেশি। বর্তমানে ১৪০ টাকার কাছাকাছি। তাই হয়তো তাদের মুদ্রায় $৭৬ ডলার নিয়েছিল টিকেট কিনতে।

Posted using SteemPro Mobile

বাচ্চাদের হলিডে খুব সুন্দর ভাবে ইনজয় করছেন। জায়গাটা খুবই চমৎকার। কিন্তু এক ঘন্টার জন্য ১০৬৫০ টাকা? তারপরও এত সুন্দর জায়গায় গিয়ে বাচ্চারা যে আনন্দ করেছে তার জন্য টাকা খুব একটা বেশি মনে হয় না। জায়গাটা দেখে তো মনে হচ্ছে গিয়ে ঘুরে আসি। তাছাড়া এখানকার নিয়ম কারণ খুব ভালো লাগলো। বাচ্চারা খুব ইনজয় করেছে বোঝাই যাচ্ছে।

আপু আপনার মোবাইল হারিয়েছিল শুনে সত্যিই অনেক খারাপ লেগেছিল। শেষ পর্যন্ত মোবাইলটি পেয়েছেন জেনে অনেক ভালো লেগেছে। আসলে এরকম সুন্দর জায়গায় গেলে বাচ্চারা অনেক খুশি হয়। ১০,৬৫০ টাকা টিকিট মূল্য জেনে সত্যি অবাক লাগছে। তবে তাদের রুলস গুলো কিন্তু দারুণ। লকারে সবকিছু রাখার ব্যবস্থা আছে। আর বাচ্চাদেরকে সতর্ক করার জন্য রুলস জানানো হয় দেখে অনেক ভালো লাগলো আপু।

বাচ্চাদের হলিডেতে ট্রাম্পলিন পার্কে ঘুরতে গিয়ে দেখছি অনেক ভালো সময় পার করেছেন। মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল জেনে বেশ খারাপ লাগলো অবশেষে মোবাইল ফোনটি পেয়েছিলেন তাও জানতে পেরে বেশ খুশি হলাম আপু। তবে ১০৬৫০ টাকা পার্কের টিকিট মূল্যের কথা জানতে পেরে আমি একটু অবাক হলাম আপু। ট্রাম্পলিন পার্কে জাম্পিং করা হয় জানতে পেরে বেশ ভালো লাগলো। সেখানে বাচ্চারা দেখছি বেশ ভালোভাবে উপভোগ করছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ছুটিতে বাচ্চাদের নিয়ে ঘুড়তে যাওয়া বেশ ভালো। এতে করে বাচ্চাদের সুন্দরভাবে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পার্কটি বেশ সুন্দর আপনার ফটোগ্রাফির মাধ্যমে তা বোঝা যাচ্ছে। বাংলাদেশী টাকার হিসাবে এন্ট্রি ফি বেশী হলেও ওখানকার জন্য মনে হয় ঠিকই আছে। তবে বাচ্চারা যে মজা করেছে এটাই শান্তি।

আপনার হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়েছিলেন এটা আসলেই সুখবর।এই বছর অন্যান্য জায়গায় বৃষ্টির পরিমাণ একটু বেশি।তবে একঘন্টা সময়ের জন্য টিকিটের মূল্য অনেক বেশি।তাছাড়া বাচ্চারা বেশ আনন্দে কাটিয়েছে মনে হচ্ছে।পার্কটির মধ্যে অনেকটাই জায়গা,ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপু।

মোবাইল হারিয়ে শেষ পর্যন্ত গাড়ির ভিতরেই পেয়েছিলেন,এটা পড়েছিলাম আপু। যাইহোক ট্রাম্পলিন পার্ক সত্যিই খুব সুন্দর। বাচ্চারা জাম্পিং করে বেশ মজা পেয়েছে দেখছি। জীবনযাত্রার মান অনুযায়ী টিকেটের দাম ঠিকই আছে। জাম্পিং করার পূর্বে রুলস গুলো দেখে নিলে সবার জন্য বেশ ভালো হবে। যাইহোক পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile