আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে অ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি। কিন্তু সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে দুই জন ইউজার পাওয়া গিয়েছে। এছাড়া বাকি সকলেই কমবেশি বেশ ভালই সাপোর্ট পেয়েছেন। সকলেই, amarbanglablog, abb-school, shy-fox, hungry-griffin থেকে মোট দুটি বা তার বেশি সাপোর্ট পেয়েছেন।এ সপ্তাহে সুবিধাবঞ্চিত ইউজাররা হচ্ছেন @nevlu123 এবং @mohamad786।যেহেতু তারা এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টে নেই তাই আগামী সপ্তাহে তারা shy-fox থেকে একটি করে সাপোর্ট পাবেন।
সময়কাল : ১৬ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৪
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ২৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৪
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
---|---|---|
০১ | https://steemit.com/@nevlu123/posts | shy-fox |
০২ | https://steemit.com/@mohamad786/posts | shy-fox |
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
দুইজন উইজার সাপোর্ট বঞ্চিত ছিল তাদের সাপোর্ট দেওয়ার সুযোগ করে দিয়েছেন জেনে খুশি হলাম। আপনি বরাবরই প্রতি সপ্তাহে আমাদের মাঝে এই সাপোর্টবিহীন রিপোর্ট শেয়ার করেন।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুইজন ইউজার সাপোর্ট বঞ্চিত ছিল তাদেরকে সাপোর্ট পাওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রতিনিয়ত ইউজারদের সাপোর্ট নিশ্চিতে কাজ করে যাওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন ইউজারের লিস্ট প্রকাশ করা হয়েছে। যে সকল ইউজার গত সপ্তাহে সাপোর্ট পায়নি তাদেরকেই শুধুমাত্র এই লিস্টে নিয়ে আসা হয়। এই সপ্তাহে দুইজন ইউজারকে খুঁজে পাওয়া গেছে দেখে বেশ ভালো লাগলো। যেহেতু তারা সুপার অ্যাক্টিভ লিস্টে নেই সেজন্য এই সপ্তাহে শুধুমাত্র সাইফক্স থেকে একটি করে সাপোর্ট পাবে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুবিধা বঞ্চিত দুজন ইউজার পাওয়া গেছে এবং তাদেরকে আপনি সাপোর্টের আওতায় নিয়ে এসেছেন দেখে অনেক ভালো লাগলো আপু।একটিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ আপু দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে দুইজন ইউজার এবিবি থেকে সাপোর্ট পেতে বঞ্চিত ছিল তাদের কে সাপোর্ট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে দেখে খুবই ভালো লাগলো।আমার বাংলা ব্লগ সব সময় ইউজার দের কথা ভাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে দুজন ইউজার পাওয়া গিয়েছে যারা সাপোর্ট থেকে বাদ পড়েছেন।যেহেতু সুপার একটিভ লিস্টে তারা নেই ।তাই আগামী সপ্তাহে তাদের সাপোর্ট এর আওতায় আনা হবে,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ সপ্তাহে অ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি। তবে সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে দুই জন ইউজার পাওয়া গিয়েছে। আপনি তাদেরকে সাপোর্ট পাওয়ার সুযোগ করে দিয়েছেন জেনে খুশি হলাম। এত সুন্দর পোস্ট উপহার দেওয়া জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা রিপোর্ট আজকে আপনি আমাদের মাঝে প্রকাশ করেছেন আপু। অনেক কষ্টে আপনি পুরো কমিউনিটিতে খুঁজে খুঁজে দুজন সুবিধা বঞ্চিত ইউজারদেরকে বের করেছেন। আমার কাছে এই রিপোর্টটা অনেক ভালো লাগে কেননা আপনি খুঁজে এনে তাদেরকে সাপোর্টের আন্ডারে নিয়ে আসেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আপু সব দিক বিচার করে আমাকে এই লিস্ট এ রাখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে দেখছি সাপোর্ট বিহীন ইউজার দুজন। অন্যরা সবাই কমবেশি ভালোই সাপোর্ট পেয়েছে দেখে অনেক ভালো লাগলো। প্রতিনিয়ত সবাই অনেক ভালোভাবে কাজ করে যাচ্ছে আর ভালোই সাপোর্ট পাচ্ছে। আপনি সবসময় অনেক কষ্ট করে সুবিধা বঞ্চিত ইউজারদেরকে খুঁজে বের করে থাকেন, এটা অনেক ভালো লাগে। রিপোর্টটি সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ সপ্তাহে ভালোভাবেই সবাই দেখছি সাপোর্ট পেয়েছে মাত্র দুইজন ইউজার ছাড়া। যারা ভালোভাবে সাপোর্ট পায়নি, আশা করছি তারাও আগামী সপ্তাহে ভালোভাবে সাপোর্ট পাবে। অনেক ধন্যবাদ আপু এই লিস্টটা সবার মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Vai ami steemit a temon kicu buji na , amare kew , aponader community te add Kory niben , ami job kori , and amar kase porjapto pori mane free time ase , please help
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে তো দেখছি দুইজন সুবিধাবঞ্চিত ইউজার পাওয়া গিয়েছে। তাদেরকে সাপোর্টের আওতায় আনা হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit