বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
বাংলাদেশের মতো ইংল্যান্ডেও বৃষ্টি আর বাতাস। কয়েক দিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে।যদিও আমাদের এখানে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে।এভাবে পরাপর কয়েকদিন বৃষ্টি নেমে পুরোপুরি ঠান্ডা সিজন চলে আসবে।আর এই ঠান্ডা সিজন আমার একদমই ভালো লাগেনা, এছাড়া এসময় দিন খুবই ছোট থাকে।চোখের পলকেই দিন চলে গিয়ে সন্ধ্যা চলে আসে।সামার সিজন বাচ্চারাও খুব পছন্দ করে।এ সময় বেশি ঠান্ডা থাকে না, আর বাইরে গিয়েও তারা খেলতে পারে। কিন্তু শীতের সিজনে স্কুল থেকে আসার একটু পরেই সন্ধ্যা হয়ে যায়।বাইরে যাওয়ার আর কোন সময় পাওয়া যায়না।তাই ঘরে বসেই সারাদিন মোবাইল, ট্যাব, টেলিভিশন দেখা।এগুলো থেকে দূরে রাখার জন্য মাঝেমধ্যে ভিন্ন কিছু করার চেষ্টা করি।
ছোট মেয়েটি তার বাবার সাথে গিয়ে এই লুম ব্যান্ড সেটটি নিয়ে এসেছে।আর এগুলো দিয়ে নানান রকমের জিনিস তৈরি করা যায় যেমন ব্রেসলেট, আংটি, মালা।আর এই ব্যান্ডগুলোর সাথে আনুষাঙ্গিক আরো নানান রকমের জিনিসপত্র তারা দিয়ে দেয়, যেন সহজেই বাচ্চারা তৈরি করতে পারে। ছোট মেয়েটিকে দেখলাম অনেকগুলো ব্রেসলেট বানিয়ে আমাকে দেখাচ্ছে।আর বলছে আমি কি তার এই ব্রেসলেটের একটি পোস্ট করতে পারব? মেয়েটি খুবই পছন্দ করে তার নিজের তৈরি কোন কিছু যদি আমি এখানে পোস্ট করি।যাইহোক আমি তাকে খুশি করার জন্য বললাম কেন পারব না? অবশ্যই পারব।তাই আজকে হাজির হয়েছি আমার মেয়ের তৈরি লুম ব্যান্ড দিয়ে তৈরি ব্রেসলেট নিয়ে।আশা করছি আপনাদের ভালো লাগবে।চলুন তাহলে মেয়ের তৈরি ব্রেসলেটগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
লুম ব্যান্ড বক্স।
ব্রেসলেট বানানোর জন্য তার পছন্দের কিছু ব্যান্ড ও আনুষঙ্গিক আরো অনেক কিছু বের করে নিয়েছে।
আমি বসে বসে তার বানানোর সিস্টেম গুলো দেখেনিলাম।বানাতে বেশ ভালই হার্ড দেখলাম।আমি নিজেও জানিনা কিভাবে বানাতে হয়।ইউটিউব দেখে নিজে নিজেই শিখে নিয়েছে।বেশ ভালোই সময় লাগে একেকটি ব্রেসলেট বানাতে দেখলাম।একটির সাথে একটি প্যাঁচিয়ে প্যাঁচিয়ে কিভাবে যেন বানিয়ে ফেললো।ফটোতে এভাবে দেখানো সম্ভব নয়। ভিডিও হলে অবশ্য ক্লিয়ারলি বোঝা যেত।
মেয়ের তৈরি ব্রেসলেট গুলো।
সবগুলো ব্রেসলেট কিন্তু একই সিস্টেমে বানানো হয়নি।এখানে দুই তিন রকমের সিস্টেমে প্যাঁচ দিয়ে বানিয়েছে।আমি তো দেখে একেবারেই অবাক।কিভাবে ও এতগুলো সিস্টেমে বানাতে পারল।ছোট ছোট ব্যান্ডগুলো একটির সাথে একটি লাগিয়ে কিভাবে দারুণভাবে বানিয়ে ফেললো।যাইহোক আমার মেয়ের তৈরি ব্রেসলেট গুলো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
সত্যি অনেক ভালো লাগলো এত সুন্দর কার্যক্রম দেখে। যেখানে আপনার ছোট বাবুটা লুম ব্রান্ড দিয়ে কিছু ব্রেসলেট তৈরি করেছে। আমি তো দেখে অবাক হলাম এত সুন্দর দক্ষতা দিয়ে তৈরি করেছে দেখে। অতিশয় চমৎকার ছিল ব্রেসলেট গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে শীতকালে যেসব দেশে স্নো পড়ে,সেসব দেশে শীতকালে বেশ কষ্ট হয়। তবে বাংলাদেশের শীতকাল দারুণ লাগে। যাইহোক আপনার ছোট মেয়ের ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি আপু। লুম ব্যান্ড দিয়ে খুব সুন্দর সুন্দর ব্রেসলেট তৈরি করেছে। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট মামনি নিজের তৈরি করা কোন কিছু সবার মাঝে প্রদর্শন করতে অনেক পছন্দ করে। তাইতো আপনি তার তৈরি করা কোন কিছু পোস্ট করলে অনেক খুশি হয়ে যায়। লুম ব্যান্ড দিয়ে তৈরি ব্রেসলেট গুলো খুবই সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit