একটি মেহেদি ডিজাইন এর আর্ট, 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। আজকের আর্টটি আমার চোখে মোটামুটি, তবে হাতে পড়লে অনেক সুন্দর লাগবে ।আশা করি আপনাদের খুব একটা খারাপ লাগবেনা।আপনাদের বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে আপনারাও পারবেন এ ধরনের আর্ট করতে ।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

05FCCCD0-4FDE-450A-B389-4171D18FAB55.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ

4D57CDF4-F6E2-445A-A997-1B19FD092B50.jpeg

প্রথমে এভাবে অর্ধ ডিম্বাকার এঁকে নিয়েছি।

6D151729-70CE-4F3B-B6FF-2C74136CA388.jpeg

এবার এটিকে কেন্দ্র করে আরো একটি এঁকে নিয়েছি। এবার বাইরে টির চারিপাশে ছোট ছোট অনেকগুলো পাপড়ির মত করে এঁকে নিয়েছি।

E717866C-1AB3-4F0C-918D-7575CF3C21E7.jpeg

এবার ছোট পাপড়িগুলোর চারিপাশে অনেকগুলো বড় বড় পাপড়ি এঁকে নিয়েছি।

এরপর উপরের দিকে ক্রমান্বয়ে এভাবে একটির পর একটি ডিজাইন করে নিয়েছি।

1C423ADA-7664-450B-BAB1-9BC0E9CFBB9C.jpeg

E2C13CE6-63DB-410A-AC4D-0F8A77B6BDE3.jpeg

4DF62624-B59A-4B8A-BC16-86B181C38F5B.jpeg

97E67C1B-59C9-47FB-934F-B2E1FCD05C59.jpeg

6EEB03B3-EB36-453D-AF26-0B9EABE4EDB5.jpeg

BE7A4923-B5A2-405B-9169-63B642611706.jpeg

759645A5-1A0A-48A8-BD15-76D840F15C59.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আর্ট গুলো এতো সুন্দর হয় আপু কি আর বলবো।আর মেহেদির প্রতি তো আলাদা ভালো লাগা আছেই আমার।

  ·  3 years ago (edited)

মেহেদি ডিজাইনটি খুব সিম্পল এর মধ্যে কিন্তু অসাধারণ হয়েছে। এই ডিজাইনটি হাতে পড়লে মনে হচ্ছে দেখতে অনেক বেশি ভালো লাগবে। যাইহোক আপনি খুব চমৎকার করে মেহেদির ডিজাইনটি আমাদের মধ্যে শেয়ার করেছেন। মেহেদির ডিজাইন এর উপরের অংশটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মেহেদীর ডিজাইনটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপু আপনার এধরনের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। চমৎকার একটি মেহেদি ডিজাইন এর আর্ট শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আপনার মেহেদির ডিজাইন গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইনগুলো করেন। দেখতে খুবই চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার অঙ্কন করা মেহেদি ডিজাইন আর্ট প্রতিটি পর্বেই প্রশংসার দাবিদার। নিখুঁতভাবে মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তোলেন আর সেই ধারাবাহিকতায় আজ কেও অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপু মনি, এপর্যন্ত আমি আপনার অনেক মেহেদী ডিজাইন দেখেছি, আপনার সব গুলো মেহেদী ডিজাইন খুবই ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন গুলো আমাদের মাঝে শেয়ার করেন, এমন মেহেদী ডিজাইন দেখার অপেক্ষায় রইলাম আপু মনি।

আপনার মেহেদি ডিজাইন এর আর্ট গুলো খুবই সুন্দর হয়। আপনি খুবই দক্ষতার সাথে এ অঙ্কগুলো করেন, সত্যিই আজকের মেহেদি ডিজাইনের আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর অঙ্কন শেয়ার করার জন্য।

আজকের মেহেদী ডিজাইন টা একেবারে পারফেক্ট। আমার কাছে আপনার মেহেদি ডিজাইন গুলো আসলে সবসময় খুবই ভালো লাগে। তবে আজকের টা একদম ইউনিক এবং ফ্রেশ একটি ডিজাইন মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপু এরকম সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুবই চমৎকার একটি মেহেদি ডিজাইন এর অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন অঙ্কন শেয়ার করে থাকেন। আপনার অংকন গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ।ধন্যবাদ আমাদের মাঝে এত চমৎকার একটি অঙ্কন শেয়ার করার জন্য।

আপু, আপনি এ পর্যন্ত অনেকগুলো মেহেদী আর্ট শেয়ার করেছেন। আপনার প্রতিটি মেহেদী আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এগুলো ঈদের সময় অনেক ভালো কাজে আসে। আপনার আর্টের হাত অনেক পাকা। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

একটি মেহেদি ডিজাইন এর দারুন অংকন করেছেন মেয়েরা মেহেদি পরতে খুবই ভালোবাসে যদি সেটা আরো সুন্দর লাগে অনেক দারুন হয়েছে দিদি।

একটি মেহেদি ডিজাইন এর আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। এই ডিজাইন টি মেহেদি দিয়ে হাতে পড়লে দেখতে খুবই সুন্দর দেখাবে। আপনার অঙ্কিত মেহেদি আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই অসাধারণ মেহেদি ডিজাইন করেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।

আপু আপনার শেয়ার করা মেহেদি আর্ট ডিজাইন গুলো আমার কাছে অনেক ভালো লাগে। হাতে মেহেদি পড়তে গেলে অনেকেই সমস্যার মধ্যে পড়ে। কোন আর্ট বা ডিজাইন তৈরি করবে এই নিয়ে ভাবতে হয়। আপনি এত সুন্দর ভাবে মেহেদি আর্টের ডিজাইন শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আশা করছি অনেকেই এই ডিজাইন অনুযায়ী নিজেদের হাতে মেহেদি পড়বে। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য।

অসাধারন হয়েছে আপু আপনার তৈরি মেহেদি ডিজাইন এর আর্টটি। এই ড্রয়িং গুলো করতে অনেক সময় লাগে আপু, দেখেই বুঝা যাচ্ছে অনেক সময় নিয়েই কাজটি করেছেন। ধন্যবাদ আপনাকে।।

আপনার মেহেদি ডিজাইন গুলো বরাবরই আমার ভালো লাগে। খুব সুন্দর ভাবে আপনি এগুলো অংকন করেন। দেখেই বোঝা যায় অনেক সময় নিয়ে করেন এগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি মেহেদি ডিজাইন এর আর্টটি অসাধারণ ভাবে করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

এগুলো দেখলে আমার বেশ ভয় লাগে, রোজার ঈদেও বকা খাইছি, সামনের ঈদের যে কি আছে কপালে, হা হা হা। খুব সুন্দর হয়েছে ডিজাইনটি, দেখতে ভালো লাগে কিন্তু বউ যখন বলে মেহেদি দিয়ে দিতে তখন গলা শুকিয়ে যায়, হি হি হি।

আজকের আর্টটি আমার চোখে মোটামুটি, তবে হাতে পড়লে অনেক সুন্দর লাগবে ।

আপনি একদম ঠিক বলেছেন আপু এই ধরনের মেহেদির ডিজাইন হাতে ব্যবহার করলে অনেক সুন্দর লাগে। আপনার তৈরি করা মেহেদির ডিজাইন গুলো আমি সব সময় দেখি খুবই ভালো লাগে আমার কাছে।

আপু আপনার মেহেদি ডিজাইন এর ম্যান্ডেলার চিত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এর আগেও একটি ম্যান্ডেলার চিত্র অংকন অসম্ভব সুন্দর হয়েছিল। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে একটাও বেস্ট। আমাদের সাথে এত সুন্দর চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।