বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজকে আবার হাজির হয়ে গেলাম আমার বাগানের একটি আপডেট নিয়ে। কিছুদিন পরপর বাগানের যদি কোন পরিবর্তন হয় তখন আপনাদের সাথে শেয়ার করে থাকি। প্রতিবছরই বাগানের চারা উৎপাদন থেকে শুরু করে গাছে ফল ধরা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে থাকি। এ বছরও বীজ থেকে চারা উৎপন্ন হওয়ার ধাপগুলো অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। সেগুলো এখন যথেষ্ট বড় হয়েছে যার কিছু কিছু বাগানে নেয়া হয়েছে। এখনও কিছু ঘরে রয়েছে। এখন মোটামুটি ওয়েদার বেশ ভালোই রয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ২১ ডিগ্রির মধ্যে রয়েছে। ঘরে আপাতত যে চারাগুলো রয়েছে সেগুলো দ্রুত বাগানের নিতে হবে।কিন্তু প্রবলেম হচ্ছে হাসবেন্ড সময় পাচ্ছে না, কারণ এগুলো করতে প্রচুর সময় লাগে। এছাড়া বাগানের যত্ন পরিষ্কার-পরিচ্ছন্ন করা এগুলো করতেও অনেক সময় লাগে। বাগানের ঘাস গুলো অল্প সময়ে অনেক বড় হয়ে যায়। এগুলো কাটতেও যথেষ্ট পরিশ্রমের দরকার হয়। মাঝেমধ্যে আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করি।আমরা দুজনে মিলে বাগানের ঘাস গুলো মেশিন দিয়ে কেটে ফেলি। নিয়মিত ঘাস না কাটলে ঘাসগুলো অনেক বড় হয়ে যায় যা দেখতে খুবই খারাপ লাগে। এদেশের সকলেই তাদের বাগানের ঘাসগুলো নিয়মিত কেটে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে।
যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে। কিছুদিন আগে একটি পোষ্টে শেয়ার করেছিলাম হাসব্যান্ড তেলের বোতলগুলো সুন্দর করে কেটে তার মধ্যে কিছু চারা লাগিয়েছিল।আজকে বাগানে সেই বোতলগুলোর ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
দেখুন বোতলগুলো কত সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এটি করা হয়েছে বাগানের পুরাতন সুইং চেয়ার এ সহায়তায়। সুইংটি নষ্ট হয়ে গিয়েছে, তাই তাকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দেয়া হয়েছে। যেহেতু বাগানে সুইং চেয়ার ছাড়া চলে না, তাই নতুন আরেকটি এনে সেট করে দেয়া হয়েছে।
উপরের লাইনটিতে সবগুলোই স্ট্রোবেরি, আর নিচের লাইনে লাগানো হয়েছে জেরানিয়াম ফুলের চারা।আর পাশে বড় বড় আরও দুটি ফুলের টব ঝুলিয়ে দেয়া হয়েছে। দেখতে কত চমৎকার লাগছে তাই না? এগুলো সবই আমার হাজব্যান্ডের নতুন ক্রিয়েটিভিটি যা বাগানের সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি করেছে।
টব সহ জিরেনিয়াম ফুল ঝুলিয়ে দেয়া হয়েছে। কত চমৎকার লাগছে তাই না?
বোতলের মধ্যে ফুল গুলোও ফুঁটতে শুরু করেছে।
স্ট্রবেরি গুলোও যথেষ্ট বড় হয়ে গিয়েছে।
এটি বাগানের নতুন সুইং চেয়ার। আর পুরনো সুইং চেয়ারে ঝুলছে স্ট্রবেরি ও ফুলের গাছগুলো।
বন্ধুরা আজ তাহলে এতোটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে বাগানে লাগানো নতুন চারা গুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করবো।।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
সুইং চেয়ার এবং বোতলকে দারুন ক্রিটিভিটির মাধ্যমে কাজে লাগিয়েছে ভাইয়া। ফুলগুলোকে এরকমভাবে বোতলের মধ্যে লাগানোর মাধ্যমে একদম চমৎকার দেখাচ্ছে কিন্তু। বাগানের মধ্যে আগাছা বড় হয়ে গেলে দেখতে ভীষণ খারাপ দেখায়। তবে আপনার বাগান দেখছি অনেক পরিপাটি। প্রায় গাছে দেখতেছি ফুলও এসেছে। আমার কাছে সব থেকে ভালো লাগলো সুইং চেয়ারে বোতল কেটে ফুল লাগানোর দৃশ্যটি। ফুলবাগান নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকি বলেছেন এগুলো করতে যথেষ্ট শ্রম এবং সময় দুটোই প্রয়োজন হয়।আপনি বাগানের ডেকোরেশন টা সুন্দর ছিল বিশেষ করে বোতলে গাছ গুলো ঝুলিয়ে রেখেছেন এটা দারুন উপকারী হয়েছে দেখতেও সুন্দর লাগছে। ধন্যবাদ আপু আপনার বাগান সম্পর্কে আমাদের জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দূর থেকে বাগান দেখতে কতই না সুন্দর লাগে। কিন্তু এগুলোর পেছনে যে কত পরিশ্রম যায় তা যারা করে তারাই বুঝতে পারে। আপনার বাগান দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে বিভিন্ন ধরনের ফুলের কারণে এত ভালো লাগে। তাপমাত্রা যেহেতু ভালো আছে তাহলে সময় করে গাছের চারা গুলো লাগিয়ে ফেলাই ভালো। যাই হোক বাচ্চা দুটোকে কিন্তু খুব ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন একটি বাগান থাকলে পড়ন্ত বিকেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। নষ্ট কোন কিছুই ফেলে দেওয়া যাবে না সেগুলা কাজে লাগাতে হবে যেমন আপনি সুইচ চেয়ার লাগিয়েছেন ।বাগানের নতুন সুইং চেয়ারটিও দারুন হয়েছে।
আপনার বাগানে দেখছি অনেক ফুল মনে হচ্ছে এখানে গিয়ে ফুলের সুবাসে হারিয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের আইডিয়া তো ভীষণ ভালো লেগেছে। তেলের বোতল কেটে বেশ সুন্দর ফুল গাছ লাগিয়েছেন। আবার দেখছি সুইং চেয়ার নষ্ট হয়ে গেছে দেখে সেটাও কাজে লাগিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করলেন। আসলে কোন কিছু নষ্ট হলে সেটা কিন্তু আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। তাহলে দেখা যায় আরো বেশি সুন্দর হয়। আপনি আর আপনার হাসবেন্ড দুজনে মিলে দেখছি বাগানটাকে খুব সুন্দর সাজিয়েছেন। জিরেনিয়াম ফুল গুলো আমার কাছে বেশি দারুন লেগেছে। তাছাড়া স্ট্রবেরি গেছে স্ট্রবেরি ও দেখছি বেশ বড় হচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর লেগেছে আপু বাগানটা। আর নতুন সুইং চেয়ারে আপনার মেয়েদেরকে ভীষণ ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বাগানের ডেকোরেশন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আপু। আমার ইচ্ছে করছে একটু গিয়ে ঘুরে আসতে। সত্যি ডেকোরেশনটা অসাধারণ হয়েছে। বোতলের ডেকোরেশন টা সত্যি দারুন ছিল। এর আগেও বেশ কয়েকবার আপনার বাগান দেখা হয়েছে। আপনি আপনার বাগানের অনেক যত্ন করেন সেটা ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যায়। পুরনো সুইং চেয়ারটাকে বেশ ভালো একটা কাজে লাগিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না আপু, যত্ন করার মাঝে আমি শুধু গাছে পানি দেই আর বাকি সব কাজগুলো আমার হাজব্যান্ডই করে। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ চমৎকার ডেকোরেশন করে নিলেন আপু বাগানের বোতল গুলোকে। সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো এবং উৎসাহ পেয়েছি। অনেক বোতল এমনিতে ফেলে দিই আমি এগুলোকে যদি এভাবে কেটে ব্যালকনিতে ফুলের গাছ লাগাই তাহলে বেশ ভালো লাগবে। বোতলগুলো কাটতে বেশ সময়ের দরকার হবে। যেহেতু নতুন বাগান ডেকোরেশন করে নিলেন অনেক ভালো লাগলো আপু আপনি বিস্তারিত শেয়ার করলেন। আর স্ট্রবেরি তো মাশাল্লাহ গাছে বেশ ধরেছে। কয়েকদিন পরে স্ট্রবেরি পেকে যাবে সে মুহূর্তগুলো দেখার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই আপু শেয়ার করবো। স্ট্রবেরি গুলো যখন পেকে যায় তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে।অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বেশ সময় লাগে বাগান পরিচর্চায়, গতকাল সারাদিন আমাকে দিয়ে বাগানের আগাছা এবং ঘাস পরিস্কার করিয়েছে আপনাদের ভাবি হি হি হি। আহ! কত সুন্দর কথা সুইং চেয়ারে স্ট্রবেরি, মজা পাইছি লাইনটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো করেছে ভাবী, কারণ এই কাজটি করলে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে।এ কারণেই আপনাকে দিয়ে এই কাজটি করিয়ে নিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু বাগানের ডেকোরেশন দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছি। বোতল গুলোকে কতো সুন্দরভাবে কেটে কেটে গাছ লাগিয়ে সুইং চেয়ারে ঝুলিয়ে রাখা হয়েছে। জিরেনিয়াম ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া স্ট্রবেরিও বেশ ভালোই বড় হয়েছে। আমাদের ভাইয়া আসলেই বেশ ক্রিয়েটিভ। এতো সুন্দর বাগান দেখলে যে কেউ পছন্দ করবে। সবমিলিয়ে জাস্ট অসাধারণ লেগেছে সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরোনো সুইং চেয়ার কাজে লাগিয়ে এত সুন্দর করে টব গুলো ঝুলিয়ে দিয়েছেন দেখে সত্যিই ভালো লেগেছে আপু। আর আপনার এই সুন্দর বাগান দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপু আপনি এবং ভাইয়া অনেক পরিশ্রম করে এই সুন্দর বাগান সাজিয়েছেন। এরকম সুন্দর বাগান দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আর বোতলগুলো কেটে কেটে গাছ লাগানোর আইডিয়াটাও বেশ ভালো লেগেছে আপু। এছাড়া ঝুলন্ত টবে ফুল ফুটেছে দেখে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit