"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬০|| শেয়ার করো তোমার মজার পাকোড়া বা চপের রেসিপি

in hive-129948 •  5 months ago 
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।


7ba935152d8378a2.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam

প্রায় একমাস পর আবার চলে এলাম আমার বাংলা ব্লগ এর একটি প্রতিযোগিতা নিয়ে।বাংলাদেশে ইন্টারনেটের প্রবলেম হওয়ার কারণে প্রতিযোগিতাটি একটু পিছিয়ে যায়।ইউজারদের ছাড়া একেবারে শূন্য হয়ে পড়ে রয়েছিল আমাদের প্রিয় কমিউনিটি। যাইহোক এখন আবার ভরপুর হয়ে উঠেছে, যা দেখে খুবই ভালো লাগছে। তাই ঠিক এই আনন্দে "আমার বাংলা ব্লগ" তার ৬০ তম প্রতিযোগিতা নিয়ে হাজির হয়ে গিয়েছে।ব্যানার দেখেই সকলেই বুঝে গিয়েছেন আজকের বিষয়বস্তু। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যার নাম শুনলে সকলের মুখেই পানি চলে আসবে।ছেলে, বুড়ো সকলেরই খুবই পছন্দের একটি খাবার। আমার বাংলা ব্লগ -এর ৬০ তম প্রতিযোগিতার বিষয় বস্তু হচ্ছে শেয়ার করো তোমার মজার পাকোড়া বা চপের রেসিপি

আমার বাংলা ব্লগ এর ইউজারদের থেকে আমরা বরাবর যে ধরনের ক্রিয়েটিভিটি দেখতে পাই আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।মজার মজার সব পাকোড়া ও চপের রেসিপি দিয়ে ভরে উঠবে আমাদের কমিউনিটি।যেহেতু খুবই সহজ একটি প্রতিযোগিতা, তাই আশা করছি সকলেই স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।ও হ্যাঁ, আরেকটি কথা আপনারা হয়তো একটু কনফিউসড আছেন যে কি শেয়ার করবেন, কারন এখানে চপ অথবা পাকোড়া দুটিই উল্লেখ রয়েছে।আপনারা ইচ্ছে করলে দুটিই শেয়ার করতে পারবেন অথবা কেউ চাইলে যে কোন একটি শেয়ার করতে পারবেন।তবে মনে রাখবেন দুটির বেশি রেসিপি একসেপ্ট হবে না।আরেকটি কথা মাথায় রাখতে হবে যে, রেসিপিগুলো শুধু দেখতেই যেন সুন্দর না হয়, খেতেও যেন টেস্টি হয়।তাহলে বন্ধুরা দ্রুত হাজির হয়ে যান আপনাদের সব পছন্দের পাকোড়া বা চপ এর রেসিপি গুলো নিয়ে।

তাহলে এবার চলুন এক নজরে প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • দুটির বেশি রেসিপি গ্রহণযোগ্য হবে না।
  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
  • অংশগ্রহনের সময়সীমা ৮ আগস্ট, ২০২৪ সকাল ৯:৩০ পর্যন্ত (বাংলাদেশি সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-60 #recipe-contest #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder♛🇮🇳【IND】
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ০৮ আগস্ট ২০২৪ ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাং আউটের মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন আপু। শীতের দিনের বিকেলে এই রেসিপি খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি বাঁধাকপির পাকোড়া খেতে ভালো লাগে।

এবার আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে ৬০ তম প্রতিযোগিতা শেয়ার করা হয়েছে। এবার প্রতিযোগিতার বিষয় হচ্ছে শেয়ার করো তোমার মজার পাকোড়া বা চপের রেসিপি। আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রত্যেকবার ইউনিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে যা দেখে প্রত্যেকে ইউজার বেশ মুগ্ধ হয় । চেষ্টা করব নিজের জায়গা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই নির্দেশিকা গুলো ফলো করতে হবে না হলে অংশগ্রহণ বাতিল হতে পারে। ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

প্রতি বারের ন্যায় এবারো খুবই দারুন একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। নতুন নতুন রেসিপি দেখতে পারবো।সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইলো।

অনেকদিন পর দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক রেসিপি দেখতে পাবো। চেষ্টা করব এই
প্রতিযোগিতা গ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

এবারের প্রতিযোগিতা বেশ দারুণ একটি রেসিপি কে কেন্দ্র করে দেয়া হয়েছে আপু। আসলেই চপ বা পাকোড়ার কথা শুনলেই তো জিভে জল চলে আসে। আশা করছি এবার অনেক সদস্যই অংশগ্রহণ করবেন। আর আমরাও মজার মজার অনেক নতুন রেসিপিও দেখতে পাবো।

পাকোড়া খেতে অনেক ভালো লাগে। আর এই ধরনের খাবারগুলো সবারই অনেক পছন্দের। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তুটি সত্যিই দারুণ হয়েছে। চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। অনেক অনেক ধন্যবাদ আপু এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

বেশ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখন শুধু পাকোড়া দেখবো আর আফসোস করবো। আশা করি প্রতিটি ইউজারি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তাদের সেরাটা প্রদান করবেন।

বাহ অনেক দিন পরে লোভনীয় পাকোড়া বা চপের রেসিপি পেলাম। এই বর্ষার সময় ঝাল ঝাল পাকোড়া বা চপ খেতে ভালোই লাগবে। ভাবতেই কেমন জিহ্বে জল চলে আসতেছে। আশা করি আনকমন কিছু চপ দেখতে পারবো। ধন্যবাদ।

আমি আমার বাংলা ব্লগের একজন নতুন মেম্বার জুলাই মাসে আমি আমার বাংলা ব্লগে যোগদান করি, আমিও এই প্রতিযোগীতায় অংশগ্রহন করব। সবাই আমার জন্য দোয়া করিবেন।

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। রেসিপি প্রতিযোগিতার আয়োজন মানে বেশ ভালো লাগে। কারণ সবার কাছ থেকে সুন্দর সুন্দর রেসিপি পোস্ট দেখতে পাই। এছাড়া ও চেষ্টা করি মজাদার কিছু তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা গুলো সব সময় সেরা হয়। আশা করি সবার কাছ থেকে বিভিন্ন কিছু দেখতে পাবো। সবার জন্য শুভকামনা রইল।

এই সপ্তাহে রেসিপি পোস্টের প্রতিযোগিতা করা হয়েছে দেখে তো খুব ভালো লাগলো। পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে। পাকোড়া অথবা চপের কথা শুনলে এমনিতেই অনেক লোভ লেগে যায়। আশা করছি কম-বেশি সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর সবার কাছ থেকে ইউনিক পাকোড়া আর চপ দেখতে পাবো। আমিও চেষ্টা করবো সব সময়ের মতো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

হ্যাঁ আপু নেট কানেকশন না থাকার কারণেই সবাই একদম নিঃস্ব হয়ে পড়েছে। বাংলা ব্লগের কারো সাথে কারো যোগাযোগ হয়নি।আর আমার বাংলা ব্লগে ইউজারগন না থাকলে পুরোটাই শূন্য লাগে। এটা আসলে বেশ কিছুদিন ধরে বোঝা যাচ্ছিল । যাইহোক আবারও নতুন ধরনের একটা রেসিপি প্রতিযোগিতা এসেছে দেখে আমার খুব ভালো লাগছে। কারণ আমি বরাবরই রান্না করতে খুব পছন্দ করি। তাই চেষ্টা করবো ইউনিক কিছু সবার সাথে উপস্থাপন করার জন্য ।

দারুন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার কথা শুনলেই অনেক বেশি আনন্দ লাগে মনের ভেতর। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক বেশি ভালো লাগে। এই প্রতিযোগিতার কথা শুনে তো অনেক বেশি ভালো লেগেছে। পাকোড়ার কথা তো ভাবতেই অনেক ভালো লাগতেছে। এই সময় পাকোড়া খেতে কতই না ভালো লাগবে। এই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করবো। আর সবার কাছ থেকেও ইউনিক সব পাকোড়া এবং চপ রেসিপি দেখার অপেক্ষায় থাকলাম।

সত্যি ইন্টারনেট ছাড়া আমাদের পরিবার একেবারে শূন্য। যাইহোক অনেক দিন পরে প্রতিযোগিতা দেখে অনেক ভালো লাগলো। আসলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে মজার চপ বা পাকোড়া খাওয়া হয়ে যাবে।চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আমার বাংলা ব্লগ সবদিক থেকেই সেরা।তাই ইউজারদের অনুপস্থিতিতে একেবারেই খালি লাগছিলো কমিউনিটি।যাইহোক এমন সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন জেনে ভালো লাগলো।আসলে বৃষ্টির দিনে মুখরোচক খাবারের মজাই আলাদা, চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য।অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

বাহ্! দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখছি। এই বৃষ্টিমুখর দিনে গরম গরম পকোড়া কিংবা চপ খেতে দারুণ লাগে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে পকোড়া এবং চপের বেশ মজার মজার রেসিপি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

দীর্ঘ দিন পর খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা খুবই সুন্দর সুন্দর পাকোড়া বা চপের রেসিপি দেখতে পারবো।আমি নিজেও এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবো। আশা করছি আমাদের কমিউনিটির সকলেই এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

আশা করছি এই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করবেন এবং আমরাও কিছু ইউনিক এবং মজাদারের রেসিপি দেখতে পারবো।

কম্পিটিশন এন্ট্রি। আমার পকোড়া পোস্টের লিঙ্ক-

https://steemit.com/hive-129948/@kausikchak123/3k4rd4

আমার অংশগ্রহণ:-
1000044572.jpg

https://steemit.com/hive-129948/@ah-agim/431neo

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ:

https://steemit.com/hive-129948/@ronggin/55fvhr-or-or